এক দিকে শনিবারের মহাযুদ্ধের রেশ শহর জুড়ে ছড়িয়ে থাকা। অন্য দিকে নতুন মহাযুদ্ধের দামামা বাজতে শুরু হওয়া।
শনিবার রাতে ছিল দাদা বনাম খান। সোমবার নয়া যুদ্ধ দিল্লির মাঠে সহবাগ বনাম গম্ভীর। একে তো দু’জনেই দিল্লির ছেলে। তার উপর আইপিএল ফাইভ-এর পয়েন্ট টেবিলে এক এবং দু’নম্বর টিম।
শনিবারের ইডেনের মতো সোমবারের ফিরোজ শা কোটলাও কি বিভক্ত থাকবে? কয়েক ঘণ্টা আগে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের ঘরের মাঠে খেলতে এসে ঢুকে পড়েছিলেন ভিজিটর্স ড্রেসিংরুমে। এ বার গম্ভীর ‘দাদা’-র মতো ‘অতিথি’-র পোশাক পড়ে ঢুকে পড়ছেন কোটলায়। শাহরুখ খান-ও যে দিল্লির লোক এবং রাজধানীতে কেকেআর মানে যে তাঁর মধ্যে একটা আলাদা আবেগ কাজ করে সেটাও তো ভুললে চলবে না।
ইডেনের মহারণের পরের সকালেও দেখা গেল কলকাতার প্রিয় ক্রিকেটারের তালিকায় খুব উপরের দিকে স্থান করে নিয়েছেন গৌতম গম্ভীর। দুপুরের দিকে বাইপাসের ধারের হোটেল থেকে দিল্লির উড়ান ধরার জন্য বেরোলো কেকেআর টিম। অটোগ্রাফ আর ছবির তোলার আব্দার থেকে রক্ষা করার জন্য যাঁকে সবথেকে বেশি নিরাপত্তারক্ষী দিয়ে বের করতে হল, তিনি গম্ভীর। বেরনোর আগে টিমের সবাইকে ডেকে কেক কাটা হল লক্ষ্মীরতন শুক্লের জন্মদিন পালন করার জন্য।
তার চেয়েও বেশি করে যেটা চোখে পড়ার মতো, তা হচ্ছে, এমন মহাযুদ্ধ জিতে উঠেও ভীষণ সতর্ক নাইটরা। উৎসবের রেশের চেয়ে বেশি মনোযোগ দুর্বলতার জায়গাগুলো কী করে ঢাকব, সেই দিকে। গম্ভীর ছাড়া অন্য ব্যাটসম্যানরা সে ভাবে রান পাচ্ছেন না। ইউসুফ পাঠান বারবার ব্যর্থ। দিল্লিতে মর্নি মর্কেলকে খেলতে হবে। |
রবিবারই তাঁর (১৯) হাত থেকে সবথেকে বেশি উইকেটশিকারীর পার্পল ক্যাপ কেড়ে নিয়েছেন মালিঙ্গা (২০)। ব্রেন্ডন ম্যাকালাম যে ওপরের দিকে আগুনে ব্যাটিং করতে পারছেন না আর তাতে অধিনায়কের ওপর খুব চাপ তৈরি হয়ে যাচ্ছে সেটা আলোচনায় উঠে এসেছে। কেউ কেউ পরামর্শ দিচ্ছেন, ম্যাকালামকে বসিয়ে সাকিবকে কোটলায় নামাও। কালিসকে ফেরাও ওপেনিংয়ে।
কেকেআর অধিনায়ককে নিয়ে কেকেআর মালিক আবার এ দিন বলে দিলেন, তাঁর দেখা সেরা অধিনায়ক। “আমি হয়তো মাঠের বাইরে থেকে দেখি। কিন্তু যে ভাবে সামনে থেকে দাঁড়িয়ে গৌতম নেতৃত্ব দিচ্ছে, ছেলেদের ও যে ভাবে চাঙ্গা করে তাতে আমার মনে হয় ও-ই সবথেকে ভাল ক্যাপ্টেন,” বলেছেন শাহরুখ। পাশাপাশি মনে করিয়ে দিয়েছেন, “চার বছর ধরে আমাদের নিয়ে শুধু বিতর্কই হয়েছে। কিন্তু গম্ভীর এসে ওর লড়াকু মানসিকতা আর প্রতিজ্ঞা দিয়ে ছবিটা পাল্টে দিয়েছে। নিজেকে ও কলকাতার ছেলে হিসেবে প্রতিষ্ঠা করেছে। সেটা দুর্দান্ত ব্যাপার।”
একই সঙ্গে সৌরভকে কিংবদন্তি আখ্যা দিয়ে ইডেনে সৌহার্দ্যের ছবি অটূট রেখেছেন শাহরুখ। বলেছেন, “সৌরভ দুর্দান্ত ক্রিকেটার। কিংবদন্তি। ওর চার, ছয় আর অফসাইড স্ট্রোক দেখতে দেখতে আমরা বড় হয়েছি। ওকে খেলতে দেখাটা সব সময়ই দারুণ একটা অনুভূতি। শনিবারের ইডেনেও এর কোনও ব্যতিক্রম হয়নি।” সৌরভ তাঁকে বলেছেন, ইডেন বিশ্বের সেরা ক্রিকেট মাঠ আর মেজাজে থাকলে ইডেন সবাইকে গর্বিত করতে পারে। তা জানিয়ে শাহরুখ বলেন, তিনিও একমত।
শুধু শাহরুখ নন, শনিবারের ইডেন নিয়ে অমিতাভ বচ্চন পর্যন্ত অভিভূত। বিগ বি টুইট করেছেন, ‘ইডেনের দর্শক বিভক্ত ছিল। সৌরভ খেলছিল অন্য টিম পুণে ওয়ারিয়র্সের হয়ে। আমি শুনলাম সৌরভ যখন আউট হয়ে ফিরছিল তখন গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে ‘কহানি’ ছবির একলা চলো রে-র সঙ্গে গলা মিলিয়েছে। যারা গানটা চালানোর কথা ভেবেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। কিন্তু সর্বোচ্চ প্রশংসা প্রাপ্য কলকাতার। বিভক্ত থাকলেও কারও প্রতি সমর্থনের অভাব দেখায়নি।’ |