টুকরো খবর
বুদ্ধ পূর্ণিমায় নানা অনুষ্ঠান
বুদ্ধং শরণং। মেদিনীপুরে ছবি তুলেছেন কিংশুক আইচ ও সৌমেশ্বর মণ্ডল।
বুদ্ধ পূর্ণিমা পালিত হল মেদিনীপুর শহরে। রবিবার এই উপলক্ষে মেদিনীপুর শহরের দেশবন্ধু নগরের তাম্রলিপ্ত বৌদ্ধ বিহারে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ভোরে এক শোভাযাত্রা বেরোয়। শহরের নানা এলাকা পরিক্রমা করে শোভাযাত্রা। তারপর বিহারে পতাকা উত্তোলন করা হয়। গৌতম বুদ্ধের বিশেষ পুজোরও আয়োজন করা হয়েছিল। তাতে শহরের বৌদ্ধ ধর্মাবলম্বীরা যোগ দেন। দুপুরে ছিল বসে আঁকো প্রতিযোগিতা ও সন্ধ্যায় প্রদীপ পুজো। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল। বিভিন্ন প্রতিযোগিতায় সফলদের পুরস্কৃত করা হয়।

রেলশহরে সম্মেলন
রেলশহরের গোলখুলি দুর্গামন্দির সভাগৃহে রবিবার আয়োজিত হল ‘রিটায়ার্ড এমপ্লয়িজ ফেডারেশন’-এর খড়্গপুর মহকুমা শাখার সম্মেলন। উদ্বোধন করেন সংগঠনের জেলা সম্পাদক সোমনাথ ঘোষ। উপস্থিত ছিলেন মেদিনীপুর-খড়্গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান মৃগেন মাইতি। সম্মেলনের শুরুতে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সংগঠনের মহকুমা সম্পাদক দিলীপ সরখেল। শেষে নতুন মহকুমা কমিটি গঠিত হয়। সভাপতি ও সম্পাদক হয়েছেন যথাক্রমে রাধানাথ দাস মহাপাত্র ও দিলীপ সরখেল।

মন্ত্রীর কনভয়ে দুর্ঘটনা খড়্গপুরে
দুর্ঘটনায় পড়ল মন্ত্রীর কনভয়ের পুলিশের ‘পাইলট’ গাড়ি। জখম হলেন দুই পুলিশকর্মী। রবিবার বিকেলে ঝাড়গ্রাম থেকে কলকাতা যাচ্ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা। খড়্গপুর লোকাল থানার সাদাতপুরে ৬ নম্বর জাতীয় সড়কে উল্টো দিক থেকে একটি মোটরবাইক আচমকা সামনে চলে এলে ‘পাইলট’ গাড়ির চালক নিয়ন্ত্রণ হারান। প্রথমে একটি লরির পিছনে ও পরে রাস্তার ধারের পাঁচিলে ধাক্কা মারে গাড়িটি। সুকুমারবাবুর গাড়ি অবশ্য অক্ষত ছিল। তিনি বলেন, “মোটরবাইকটি আচমকা সামনে চলে আসাতেই দুর্ঘটনা ঘটে।” মোটরবাইক চালককে খুঁজছে পুলিশ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.