টুকরো খবর
সংক্রমণে হাতির মৃত্যু
কানের ক্ষত থেকে গোটা শরীরে সংক্রমণ ছড়িয়ে মৃত্যু হল বছর আটেকের একটি বুনো হাতির। শনিবার সকালে কালিম্পঙের নোয়াম রেঞ্জ থেকে বনকর্মীরা হাতিটির দেহ উদ্ধার করেন। মৃত হাতির কান থেকে রক্ত পড়ছিল। ময়না তদন্তে দেখা যায়, হাতিটির শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। এই পরিস্থিতিতে জঙ্গলে বনকর্মীদের টহল বাড়ানোর আর্জি জানিয়েছেন ওদলাবাড়ির পরিবেশপ্রেমী সংগঠন নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সংস্থা। সংগঠনের সুজিত দাস বলেন, “অসুস্থ বন্যপ্রাণিকে আগে থেকেই চিহ্নিত করতে হলে ব্যাপক টহলদারি প্রয়োজন।” ওই দিনই ডুয়ার্সের মেটেলি লাগোয়া নাগেশ্বরী চা বাগান এলাকাতে একটি পূর্ণবয়ষ্ক বাইসন ঢুকে পড়ে। লোকজন সেটিকে তাড়া করলে বাইসনটি চা বাগানের একটি নালায় পড়ে যায়। সেখানেই বাইসনটির মৃত্যু হয়। জলপাইগুড়ি বন বিভাগের এলাকার খুনিয়া রেঞ্জের আধিকারিক তরুণ মহালনবীশ জানান, সাখাম জঙ্গল থেকে বাইসনটি বার হয়েছিল বলে সন্দেহ করছেন তাঁরা। বনমন্ত্রী হিতেন বর্মন বলেন, “কীভাবে বাইসন চা বাগানে ঢুকে পড়ছে তা খোঁজ নিয়ে দেখব।” ডুয়ার্সের পরিবেশপ্রেমী সংগঠন ন্যাস-এর কর্মকর্তা নাফসার আলি অভিযোগ করেছেন, জঙ্গলে গাছের সংখ্যা ব্যাপক হারে কমছে বলেই বন্যপ্রাণিদের বাইরে বেরিয়ে পড়ার প্রবণতা বেড়ে গিয়েছে।

বিষ্ণুপুরে ফের হাতি
আগে এসেছে ১০টি হাতি। শনিবার রাতে এল দলমার ২২টি হাতির দল । পশ্চিম মেদিনীপুরের রূপনারায়ণ বন বিভাগ ছেড়ে ঢুকে পড়ল বাঁকুড়ার বিষ্ণুপুর বন বিভাগের জঙ্গলে। দু’টি দলে ভাগ হয়ে হাতিগুলি অবস্থান করছে বাঁকাদহ রেঞ্জের চাঁচর ও কলাবাগান গ্রাম সংলগ্ন এলাকায়। হাতি তাড়ানোর মশালের তেল দেওয়ার দাবি জানিয়ে রবিবার বাঁকাদহ রেঞ্জ অফিসে বিক্ষোভ দেখান বাসিন্দারা। এডিএফও (বিষ্ণুপুর) নীলরতন পণ্ডা বলেন, “সরকারি নতুন নির্দেশনামায় রেঞ্জ অফিসগুলিতে হাতি তাড়ানোর তেলের যোগান কমেছে।”

কুমীরের কামড়ে জখম মৎস্যজীবী
মাছ ধরার সময় কুমীরের কামড়ে গুরুতর জখম হলেন এক মৎস্যজীবী। তাঁকে উদ্ধার করে প্রথমে পাথরপ্রতিমা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার শ্রীধরনগর গ্রামের কাছে ঠাকুরান নদীতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্রীধরনগর গ্রামের বাসিন্দা কার্তিকবাবু ওই দিন সকাল সাড়ে আটটা নাগাদ নদীকে মাছ ধরছিলেন। সেই সময় ভাটা চলছিল। হঠাৎই একটি কুমীর তাঁর পা কামড়ে ধরে। কার্তিকবাবুর চিৎকারে আশপাশের মৎস্যজীবিরা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। রামগঙ্গার রেঞ্জার বিমান রায় বলেন, “কুমীরের কামড়ে জখম ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়েছে। কী ভাবে ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।”

অবৈধ ভাবে বালি তোলার কাজ চলছে মুণ্ডেশ্বরীতে।
বাগনানের পার বাকসিতে হিলটন ঘোষের তোলা ছবি।
তৃষ্ণা মেটাতে পুকুরঘাটে মেষের দল। কালনায়
ছবিটি তুলেছেন কেদারনাথ ভট্টাচার্য।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.