স্পেকট্রাম নিলামের প্রস্তাবিত দর নিয়ে ট্রাইয়ের সুপারিশের বিরুদ্ধে এ বার সরব হল দেশের শীর্ষ বণিকসভা সিআইআই। এ নিয়ে ক’দিন আগেই দল বেঁধে কেন্দ্রের কাছে দরবার করতে গিয়েছিলেন দেশের চার মোবাইল পরিষেবা সংস্থার কর্তারা। টেলিকম শিল্পের সংগঠন সেলুলার অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (সিওএআই)-ও অভিযোগ, টেলিকম নিয়ন্ত্রকের প্রস্তাব অনুযায়ী স্পেকট্রামের ওই চড়া দাম কার্যকর হলে গোটা শিল্পে অন্ধকার নেমে আসবে। এ বার একই সুরে সিআইআই-ও জানিয়েছে, ট্রাইয়ের দর এতটাই মাত্রাছাড়া যে, তা জাতীয় স্বার্থবিরোধী ও টেলিকম শিল্পের উন্নয়নের পরিপন্থী। এমনকী এতে হোঁচট খাবে সমাজের সব মানুষকে টেলি-সংযোগের আওতায় আনার উদ্যোগও। সম্প্রতি এক সভায় সিওএআই-এর মঞ্চ থেকে ভারতী ইন্ডিয়ার কর্তা সঞ্জয় কপূর বলেন, “এই সিদ্ধান্ত টেলিকম শিল্পের কফিনে শেষ পেরেক পুঁতে দেবে।” ভোডাফোন কর্তা এম পিটার্সের দাবি, যে পদ্ধতিতে নিলামের সুপারিশ করা হয়েছে, তাতে স্পেকট্রামের জোগানে কৃত্রিম ঘাটতি দেখা দেবে। এবং বাজারের নিয়ম মেনে তার মূল্য নির্ধারিত হবে না। ইউনিনর কর্তা রাজীব বাওয়ার বক্তব্য, এর ফলে এই শিল্পে নতুনদের মধ্যে বড়জোড় একজন টিঁকে থাকতে পারবে। তাঁদের দাবি স্পেকট্রামের দাম ৮০% কমানো হোক। নয়তো মোবাইল পরিষেবার খরচ ৩০% বাড়বে। সিআই আই-এরও সুপারিশ, মোবাইল মাসুল সকলের নাগালের মধ্যে রাখতে যুক্তিযুক্ত দাম ঘোষণা করুক ট্রাই।
|
নেতৃত্বপ্রদানের যোগ্যতার ভিত্তিতে এশিয়ার সেরা ১০ সংস্থার মধ্যে একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিল টাটা গোষ্ঠী। মার্কিন ম্যানেজমেন্ট উপদেষ্টা সংস্থা ‘হে গোষ্ঠী’র প্রকাশ করা ওই তালিকার প্রথম তিনটি স্থানে রয়েছে স্যামসাং, টয়োটা মোটরস, ইউনিলিভার। আছে নেস্লে, আইবিএম, সোনি, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, কোকা কোলা ও পেট্রোন্যাস-ও। আর টাটা গোষ্ঠীর এদের সঙ্গে এক আসনে বসার কৃতিত্ব অর্জন করার কারণ মূলত সংস্থাটির উদ্ভাবনী শক্তিই, জানিয়েছে হে। তাদের মতে, সংস্থার শীর্ষ কর্তারা যেমন নতুন নতুন উদ্ভাবনী চিন্তাকে সামনে আসার জন্য উৎসাহ দেন, তেমনই সংস্থার কর্মীরা নিজেদের কৃতিত্ব ও যোগ্যতার স্বীকৃতিও পান এশিয়ার অন্য সংস্থার তুলনায় অনেক বেশি, প্রায় দ্বিগুণ।
|
দক্ষ মানবসম্পদ ও সামাজিক পরিকাঠামোর টানে শিলিগুড়ি ও দুর্গাপুরের পরে এ বার তথ্যপ্রযুক্তি শিল্পে লগ্নি টানতে পারে আসানসোল। আর সেই সম্ভাবনার কথা ভেবেই তথ্যপ্রযুক্তি শিল্পের পরিকাঠামো গড়তে লগ্নি করছে নির্মাণ সংস্থা। বেঙ্গল সৃষ্টি আসানসোলে ৯০ একর জুড়ে তৈরি করছে উপনগরী। প্রায় ১০০০ কোটি টাকার এই প্রকল্পে আবাসন, হোটেল, হাসপাতালের পাশাপাশি তৈরি হচ্ছে তথ্যপ্রযুক্তি পার্কও। ২৫ একর জায়গা জুড়ে এই পরিকাঠামোর জন্য বিশেষ আর্থিক অঞ্চল তকমা চায় না সংস্থা। সংস্থা কর্তৃপক্ষের মতে শুধু রফতানির বাজারের দিকে তাকিয়ে নয়, দেশের বাজারের জন্য যে-সব তথ্যপ্রযুক্তি সংস্থা কাজ করে, মূলত তাদের লগ্নি টানার দিকেই নজর দিচ্ছেন তাঁরা।
|
বাজারে শেয়ার ছেড়ে ১,০৬০ কোটি ডলার তোলার লক্ষ্যমাত্রা নিল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। এ মাসের শেষেই বাজারে আসতে পারে ওই শেয়ার। মোট ৩৩.৭৪ কোটি শেয়ার (১২.৩%) বিক্রি করবে সংস্থা। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্যবন্ধনী ২৮ থেকে ৩৫ ডলার ঠিক করেছে সংস্থা। সে ক্ষেত্রে শেয়ার দরের ভিত্তিতে সংস্থার মোট মূল্যায়ন দাঁড়াবে ৭,৭০০ থেকে ৯,৬০০ কোটি ডলার। লগ্নিকারীদের উৎসাহিত করতে সংস্থা কর্ণধার মার্ক জুকেরবার্গের ৩১ মিনিটের রোড শো-এর ভিডিও ইন্টারনেটে আপলোড করেছে ফেসবুক।
|
আগামী কাল থেকে দেশ জুড়ে দু’দিন ধর্মঘটের ডাক দিল ফেডারেল ব্যাঙ্ক অফিসার্স অ্যাসো -সিয়েশন। শাস্তিমূলক বদলি ও ব্যাঙ্কের কাজ আউটসোর্স করার প্রতিবাদে এই ধর্মঘট বলে জানিয়েছে সংগঠন। ওই দু’দিন প্রতিবাদ সভাও করবে তারা। সংগঠনের দাবি, ধর্মঘটে ব্যাঙ্কের মোট ৪ হাজার অফিসার সামিল হবেন।
|
• এস কে শ্রীবাস্তব অয়েল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হলেন।
• তপন সিংহেল বজাজ অ্যালায়েঞ্জ জেনারেল ইনসিওরেন্স-এর এমডি এবং সিইও-র দায়িত্বভার গ্রহণ করেছেন।
• অভিষেক গুপ্ত ট্রাইডেন্ট লিমিটেড-এর নতুন এমডি হয়েছেন। |