আইনজীবীর সই নকল, মুহুরির জেল হাজত |
আইনজীবীর সই নকল করার অভিযোগে এক মুহুরিকে গ্রেফতার করল পুলিশ। শনিবার সিউড়ি আদালতের ঘটনা। ধৃত মুহুরির নাম বিভাস ধরকে রবিবার সিউড়ি আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে ৫ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।
পুলিশের সূত্রে জানা গিয়েছে, সিউড়ি আদালতের আইনজীবী বীরেন্দ্রকুমার বন্দ্যোপাধ্যায় বিচারক মলয়মরুৎ বন্দ্যোপাধ্যায়ের কাছে শনিবার একটি লিখিত অভিযোগ করেন, বীরেন্দ্রবাবুর সই নকল করে দুই অভিযুক্তের আগাম জামিনের আবেদনপত্রের ওকালতনামা আদালতে পেশ করা হয়েছে। বিচারক সিউড়ি বার অ্যাসোসিয়েশনকে বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেন। বার অ্যাসোসিয়েশন অভিযোগ খতিয়ে দেখে বিভাস ধরের নাম জানা যায়। পুলিশের দাবি, ওই মুহুরি বিচারকের কাছে বীরেন্দ্রবাবুর সই নকল কথা করেন। যদিও দ্বিতীয়বারের সইয়ের সঙ্গে ‘নকল’ সই মেলেনি। বিভাসবাবুর বিরুদ্ধে অভিযোগ করা হয়। এ দিকে শুক্রবার ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া কর্মবিরতি তুলে নিল সিউড়ি বার অ্যাসোসিয়েশন। আদালতের কাজ সকালে করার দাবিতে আইনজীবীরা ওই কর্মবিরতি চালিয়ে যাচ্ছিলেন। অ্যাসোসিয়েশনের সম্পাদক গৌড়হরি চন্দ বলেন, “আজ, সোমবার থেকে সকালে আদালতের কাজ শুরু হবে। ৮ জুন পর্যন্ত সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আদালতের কাজকর্ম হবে।”
|
পাঁচামি পাথর খাদান এলাকার জেঠিয়া গ্রামে রবিবার একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সভা হয়। সেখানে উপস্থিত ছিলেন এলাকার কয়েকশো আদিবাসী পুরুষ ও মহিলা। সভায় উদ্যোক্তাদের অনেকেই অভিযোগ করেন, খাদান এলাকায় দূষণ নিয়ন্ত্রণ, অবৈধ খাদান ও ক্রাশার বন্ধ করা-সহ বিভিন্ন দাবিতে ১৮ বছর আগে আন্দোলন শুরু করেছিল আদিবাসী গাঁওতা। সংগঠন ঠিক থাকলেও সম্প্রতি গাঁওতা নেতৃত্বের একাংশ ‘দুর্নীতিগ্রস্ত’ হয়ে পড়েছেন। ফলে দাবিদাওয়ার অনেক কিছুই আজও সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি। নতুন করে আন্দোলনের কথা ভাবা হচ্ছে বলেও সভায় বক্তারা জানান। জেলা আদিবাসী গাঁওতা নেতৃত্বের পাল্টা দাবি, এই সব অভিযোগ মিথ্যা। কিছু লোক নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গাঁওতায় ভাঙন ধরাতে চাইছে। খাদান এলাকায় আদিবাসীদের সার্বিক উন্নয়নের স্বার্থেই গাঁওতা কাজ করছে বলে তাঁদের দাবি।
|
স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে রামপুরহাটের নিশ্চিন্তপুর হাইস্কুলে ৬টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল বাম সমর্থিত প্রার্থীরা। ২৫ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত আর কেউ মনোনয়নপত্র জমা দেয়নি।
|
বাজ পড়ে মৃত্যু হল এক বালকের। রবিবার দুপুরে রামপুরহাটের মল্লিকপুর গ্রামের ঘটনা। মৃতের নাম অজয় বাউড়ি (৭)। দুপুরে বাড়ি সংলগ্ন এলাকায় অজয় খেলা করছিল। সেই সময় ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ দিনই রামপুরহাটের বসুই পাড়ার সুকুমার মণ্ডল নামে এক ব্যক্তি বজ্রাঘাতে জখম হন। |