টুকরো খবর
ভোটে হেরে গেলেন সারকোজি
চলতি আর্থিক সঙ্কটের জেরে ইউরোপীয় রাষ্ট্রপ্রধানদের গদি হারানো অব্যাহত। এবার সেই তালিকায় যোগ হল নিকোলাস সারকোজির নাম। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে সোশ্যালিস্ট পার্টির নেতা ফ্রাঁসোয়া ওলাঁদের কাছে হার স্বীকার করে নিয়েছেন তিনি। দু’দশকের মধ্যে প্রথম ফ্রান্সে প্রেসিডেন্ট হলেন সোশ্যালিস্ট পার্টির নেতা। জয়ের পরে ওলাঁদকে অভিনন্দনও জানিয়েছেন সারকোজি। আর্থিক সঙ্কটের জেরে এই নিয়ে ক্ষমতাচ্যুত হলেন ১১ জন ইউরোপীয় রাষ্ট্রপ্রধান। ওলাঁদ ফরাসি প্রেসিডেন্ট হওয়ায় ইউরোপীয় ইউনিয়নের নীতিও প্রভাবিত হতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট নানা শিবিরের। বিপর্যয়ের মুখে নিজের দল ইউএমপি-র সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানিয়েছেন সারকোজি। আগামী জুন মাসে ফরাসি পার্লামেন্টের নির্বাচন। সারকোজি জানিয়েছেন, তিনি ওই ভোটে দলকে নেতৃত্ব দেবেন না।

নেপালে উদ্ধার ১৭টি দেহ, এখনও নিখোঁজ ৪৭
নেপালের বন্যায় মৃতের সংখ্যা ৬৪ ছুঁতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। এ পর্যন্ত উদ্ধারকারী দল ১৭টি মৃতদেহ উদ্ধার করতে পেরেছে। ৪৭ জন এখনও নিখোঁজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজদের মধ্যে অন্তত তিন জন বিদেশি পর্যটক। নিখোঁজ স্থানীয় বাসিন্দাদের মধ্যে ৮ জনকে উদ্ধার করা গিয়েছে। তাঁদের মধ্যে পাঁচ জন হাসপাতালে চিকিৎসাধীন। গত কালই হিমবাহজাত হ্রদ থেকে বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয় নেপালের পর্যটনকেন্দ্র পোখরা সংলগ্ন এলাকা। পুলিশ জানিয়েছে, ওই বন্যায় চারটি পাকা বাড়ি, ষোলোটি কুঁড়ে ঘর, ৪টি ট্রাক এবং দু’টি বাস ভেসে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে, সারদিখোলা বাজারের বিস্তীর্ণ অংশ। নেপালের প্রধানমন্ত্রী মৃতদের পরিবার পিছু ১ লক্ষ ২৫ হাজার নেপালি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। বন্যায় যাঁদের বাড়ি ভেসে গিয়েছে, তাঁদের জন্যও ২৫ হাজার নেপালি টাকা ক্ষতিপূরণও বরাদ্দ করেছেন তিনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.