দুর্নীতির অভিযোগে ধৃত পঞ্চায়েত সদস্য
নিজস্ব সংবাদদাতা • নওদা |
একশো দিনের কাজের প্রকল্পে দুর্নীতির অভিযোগে এক পঞ্চায়েত সদস্যকে গ্রফতার করল পুলিশ। নওদার রায়পুর পঞ্চায়েতের ওই সদস্য হলেন আরএসপির ইস্রাইল সর্দার। বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করা হয়। পঞ্চায়েতের বিরোধী দলনেতা কংগ্রেসের সোনারুল শেখ বলেন, “দীর্ঘদিন ধরে পরিবারের বিভিন্ন সদস্যের নামে ভুয়ো জব কার্ড করে বেশ কয়েক লক্ষ টাকা তছরুপ করেন ওই সদস্য।” তবে নওদার প্রাক্তন বিধায়ক ও আরএসপির রাজ্য কমিটির সদস্য জয়ন্ত বিশ্বাস বলেন, “ষড়যন্ত্র করে ইস্রাইলবাবুকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। উনি এলাকার জনপ্রিয় জনপ্রতিনিধি। দলের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না।” নওদা ব্লকের বিডিও মানসকুমার মণ্ডল বলেন, “ওই সদস্যের বিরুদ্ধে বৃহস্পতিবার অভিযোগ করা হয়েছিল। রাতেই তিনি গ্রেফতার হন।” |
বোমা ফেটে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
বোমা ফেটে মৃত্যু হল সম্রাট আদক (৫) নামে এক বালকের। বাড়ি বর্ধমানের দুবরাজদিঘিতে। ডোমকলের মেহেদিপাড়ার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল সে। শুক্রবার বাড়ির পেছনে বাঁশ ঝাড়ে বোমাটি কুড়িয়ে পায় সম্রাট। |
যুবক খুনে ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • নওদা |
আলিনগরে যুবক খুনের ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার হায়াত আলি ও বৃহস্পতিবার তাজেশ শেখ নামে দু’জনকে ধরা হয়। পুলিশ জানিয়েছে, হায়াত আলি নওদার রায়পুর গ্রাম পঞ্চায়েতের সিপিএম সদস্য। |
মিঠুন বিশ্বাস (২৫) নামে এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। বাড়ি তেহট্টের উজাবনগরে। কৃষ্ণনগর জিআরপি থানার ওসি সাধনগোপাল মণ্ডল বলেন, “ময়না-তদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যু কারণ স্পষ্ট বোঝা যাচ্ছে না।” |
|
কালবৈশাখীর ঝড়ে করিমপুর-শিকারপুর রোডে ভেঙে পড়েছে গাছ। শিকারপুরে কল্লোল প্রামাণিকের তোলা ছবি।
|
বাঁশের সাঁকোই ভরসা। নিশ্চিন্তিপুরে গৌতম প্রামাণিকের তোলা ছবি। |
|