টুকরো খবর
বিয়েতে তৃতীয় বার, গ্রেফতার
তৃতীয় বার বিয়ে করতে এসে ধরা পড়ল এক যুবক। বিয়ে বাড়িতেই ওই যুবক ও তার মাকে আটকে রাখেন পাত্রীর বাড়ির লোকজন। পরে স্থানীয় ক্লাবের ছেলেরা তাদের মারধর করে পুলিশের হাতে দেন। বৃহস্পতিবার মালদহের ইংরেজবাজার থানার আমজামতলায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “এখন পযর্ন্ত কেউ কোনও লিখিত অভিযোগ জানায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশ জানিয়েছে, মালদহ শহরের বাঁশবাড়ি এলাকার পেশায় নৈশপ্রহরী সুশান্ত তালুকদারের সঙ্গে আমজামতলার পেশায় ভ্যান রিকশা চালক ভরত মন্ডলের একমাত্র মেয়ে রাখী মণ্ডলের বিয়ে ঠিক হয়েছিল। বুধবার সন্ধ্যায় মা ও কয়েক জন বন্ধুকে সঙ্গে নিয়ে সুশান্ত বিয়ে করতে আসে। অনুষ্ঠানে ম্যারেজ রেজিস্ট্রার পাত্র সুশান্তকে দেখে চিনতে পারেন। আগের বিয়ের ডিভোর্স হয়েছে কি না জানাতে চান। তখনই বিষয়টি সামনে আসে। এর পরে পাত্রীপক্ষ বরযাত্রীদের চলে যেতে বলেন। পাত্র এবং তার মাকে আটকে রাখা হয়। পাত্রীর বাড়ির লোকজন জানিয়েছেন, সুশান্ত স্বীকার করেছে এর আগে দুটি বিয়ে করেছে।

প্রতিবাদে পড়ুয়ারা
স্কুলের মাঠে সার্কাসের আসর বসানোর প্রতিবাদে সরব হল ছাত্রছাত্রী, শিক্ষক সংগঠন এবং যুব কংগ্রেস। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হলদিবাড়িতে। সম্প্রতি হলদিবাড়ি হাইস্কুলের পাশে স্কুলের মাঠটি পরিচালন সমিতির পক্ষ থেকে একটি সার্কাস কোম্পানিকে ভাড়া দেওয়া হয়েছে। ১ মে থেকে জুন মাস অবধি ওই মাঠটি ভাড়া দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ছাত্রছাত্রীরা পরিচালন সমিতিতে স্মারকলিপি দেয়। পশ্চিমবঙ্গ শিক্ষক-শিক্ষাকর্মী সংগঠন এবং যুব কংগ্রেসের তরফে আপত্তি তোলা হয়। অভিযোগ, সার্কাস হলে মাইক বাজবে। পঠনপাঠনের ক্ষতি হবে। হলদিবাড়ি হাইস্কুল পরিচালন সমিতি সম্পাদক ইন্দ্রজি সিংহ জানান, সার্কাস হলে স্কুল চলাকালীন কোনও মাইক বা বাজনা বাজানো হবে না। মাঠ ভাড়া বাবদ যে টাকা মিলবে তাতে স্কুলের উন্নয়ন করা হবে। স্কুলের পরিবেশ যাতে নষ্ট না হয় তাও দেখা হবে।

কাগজ-স্তূপে আগুন
জেলাশাসকের দফতর লাগোয়া এলাকায় কাগজের স্তূপে আগুন লেগে বৃহস্পতিবার আতঙ্ক সৃষ্টি হয়। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ মালদহ জেলাশাসকের দফতরের পাশে পশ্চিম প্রান্তে আগুন লাগার ঘটনাটি ঘটে। আতঙ্কিত হয়ে পড়েন জেলাশাসকের দফতরের কমর্চারী ও আধিকারিক ও আশেপাশের ব্যাঙ্ক ও সমবায়িকার কর্মীরা। দমকলের দুই ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ইংরেজবাজার দমকলের আধিকারিক বলেন, “জেলাশাসকের অফিসের পরিত্যক্ত কাগজে আগুন লেগেছিল। আমাদের কাছে খবর আসার সঙ্গে আমাদের দমকলের দুইটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকাণ্ডের সময়ে জেলাশাসক থেকে শুরু করে সমস্ত আধিকারিকই হাজির ছিলেন। জেলাশাসক শ্রীমতি অর্চনা বলেন, “কালেকটরেটের পাশে আগুন লেগেছিল।”

গৌড়বঙ্গের নয়া উপাচার্য
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলার বিভাগীয় প্রধান অচিন্ত্য বিশ্বাস। তবে পূর্ণ সময়ের জন্য নয়। ছ’মাসের জন্য অস্থায়ী ভাবে নিয়োগ করা হচ্ছে তাঁকে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৃহস্পতিবার এ কথা জানান। ওই বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য গোপা দত্তের কার্যকাল শেষ ১৫ মে। ১৬ মে নতুন উপাচার্য দায়িত্ব নেবেন।

অবরোধে ছাত্রেরা
একাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করানোর দাবিতে আধ ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করল ছাত্ররা। বৃহস্পতিবার মেটেলি চালসা গয়ানাথ বিদ্যাপীঠের ছাত্রদের ওই অবরোধের জেরে বিপাকে পড়েন জলপাইগুড়িগামী ৩১ নম্বর জাতীয় সড়কের যাত্রীরা। বেলা তিনটে থেকে অবরোধ শুরু হয়। গয়ানাথ বিদ্যাপীঠে একাদশ শ্রেণিতে ৩৪৬ জন পরীক্ষার্থী ছিল। তাদের মধ্যে ১৪৬ জন পাশ করতে পারেনি। তারাই অবরোধে সামিল হয়। বুধবারও এই ছাত্ররা স্কুলে শিক্ষকদের তালা বন্ধ করে আটকে রাখার চেষ্টা করলে পরে পুলিশ গিয়ে হটিয়ে দেয়। চালসা গয়ানাথ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ইন্দ্রজিত রাউত বলেন, “পরীক্ষায় যাদের অকৃতকার্য করা হয়েছে তাদের সংখ্যা অনেক বেশি হলেও স্কুলের সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে না।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.