ডায়েরিয়ায় মৃত ১ ওন্দায়, অসুস্থ ৩৪ |
ডায়েরিয়ায় অসুস্থ হয়ে একজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছেন আরও বেশ কয়েকজন। ওন্দা ব্লকের সানতোড় পঞ্চায়েতের কোটালপুর গ্রামের ঘটনা। বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৪ জন ও স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে তিন জন ডায়েরিয়া আক্রান্তের চিকিৎসা চলছে। কয়েক জন অসুস্থ বাসিন্দা গ্রামেই রয়েছেন। বাসিন্দাদের দাবি, প্রায় ৩৪ জন অসুস্থ হয়েছেন।
বাঁকুড়া জেলা স্বাস্থ্য দফতরের এক আধিকারিক বলেন, “সোমবার রাত থেকে ওই গ্রামে ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে। মঙ্গলবার ভোরে বাঁকুড়া মেডিক্যালে কোটালপুরের বাসিন্দা কার্তিক বাউরি (৪০) ডায়েরিয়ায় মারা যান। রাজ্য স্বাস্থ্য দফতরকে এ ব্যাপারে রিপোর্ট পাঠানো হয়েছে।” তিনি জানান, খবর পাওয়ার পরে মঙ্গলবার থেকে ওই গ্রামে চিকিৎসক দল গিয়ে অসুস্থদের চিকিৎসা শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামে দু’টি নলকূপ ও একটি পুকুর রয়েছে। বাসিন্দারা নলকূপ দু’টি জল পান করেন। তবে পুকুরের জলে থালা-বাসন ধোয়াধুয়ি করেন। স্থানীয় বাসিন্দা স্বপন চক্রবর্তী, সাধন মণ্ডলরা বলেন, “সোমবার সন্ধ্যায় গ্রামের কয়েকজনের পেটের গোলমাল হয়। রাত্রে তাঁদের অবস্থার অবনতি হওয়ায় অ্যাম্বুলেন্স ভাড়া করে তাঁদের বাঁকুড়া মেডিক্যালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। পরের দিন আরও কয়েকজনের ডায়েরিয়া হয়। কার্তিকবাবুর মৃত্যুর পরে এলাকায় এ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে।” কার্তিকবাবুর বাবা আনন্দ বাউরি বলেন, “পরিবারে ছেলেই একমাত্র রোজগেরে ছিল। এক দিনের পেটের রোগে ছেলেটা প্রায় বিনা চিকিৎসায় মারা গেল।” বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে গ্রামের নলকূপ ও পুকুরের জল পরিষ্কার করা হয় না। ওন্দার ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিজিৎ দেওঘরিয়া বলেন, “গ্রামের নলকূপ ও পুকুরের জল পরিশুদ্ধ করা হয়েছে। জল থেকেই ওই ডায়েরিয়া ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। তবে অনেকেই সুস্থ হয়ে উঠেছেন। |