হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী |
স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বৃহস্পতিবার পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতাল পরিদর্শন করলেন। তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। হাসপাতালের রান্নাঘরে গিয়ে মাছের টুকরো দেখতে চান। কী রান্না হয়েছে তাও তিনি জানতে চান। রোগীদের খাবারের মান ভাল রাখার জন্য তিনি কর্মীদের বলেন। পরে চন্দ্রিমাদেবী হাসপাতালে জেলাশাসক অবনীন্দ্র সিংহ, হাসপাতালের সুপার স্বপন সরকার-সহ স্বাস্থ্যকর্তাদের নিয়ে তিনি বৈঠক করেন। চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি ও ফাঁকিবাজির অভিযোগ সম্পর্কে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “আমরা চিকিৎসকদের কাজে যত্নবান হতে অনুরোধ করছি। না হলে সরকার কড়া ব্যবস্থা নিতে পিছপা হবে না।. চিকিৎসকদের উপস্থিতি সুনিশ্চিত করতে জেলাস্তরেও বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” দুপুরে শহরের একটি বেসরকারি আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্রের তিনি উদ্বোধন করেন।
|
বিয়ে বাড়িতে বিষক্রিয়ায় অসুস্থ |
বিয়ে বাড়ির ভোজে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লেন প্রায় ৮৩ জন। তাঁদের মধ্যে বেশির ভাগই বর পক্ষের। কনে পক্ষেরও কয়েক জন রয়েছেন। বাঁকুড়া শহরের রাজগ্রামে বুধবার রাতে ওই বিয়ে বাড়ি ছিল। রাতে বমি ও পায়খানা হওয়ায় অসুস্থদের বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ৫৩ জনকে ভর্তি করানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা করা হয়। অবস্থার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় আরও কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়। বরযাত্রীরা পাত্রসায়রের বীরসিংহ গ্রামের। হাসপাতালের সুপার পঞ্চানন কুণ্ডু বলেন, “খাবারে বিষক্রিয়ায় তাঁরা অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে চিকিৎসার পরে অনেকেই সুস্থ হয়ে উঠছেন।” কনের সম্পর্কিত দাদা মধুসূদন দে বলেন, “বেশির ভাগ বরযাত্রী ও কনে পক্ষের অল্প কয়েকজন লস্যি খেয়েছিলেন। পরে তাঁদের পেট খারাপ ও বমি হয়। মনে হয় লস্যিতেই বিষক্রিয়া হয়েছে।”
|
ক্যানসার-আক্রান্ত শিশুদের আর্থিক সাহায্যার্থে চন্দননগর মেরিপার্কে গত শনিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছিলেন পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী, বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী চুঁচুড়ার পুরপ্রধান গৌরীকান্ত মুখোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠানের আয়োজন করেন ফিজিওথেরাপিস্ট আর কে চট্টোপাধ্যায়। |