|
|
|
|
আসছেন জয়রাম, রাস্তা পাকা করায় সবুজ সঙ্কেত |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
পঞ্চায়েত নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে সড়ক উন্নতিতে এগিয়ে এল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক।
রাজ্যের প্রায় ১৫ হাজার কিলোমিটার মোরাম বিছানো রাস্তা পাকা করার সিদ্ধান্তে আজ সবুজ সঙ্কেত দিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী জয়রাম রমেশ। মন্ত্রক জানিয়েছে, আগামী শনিবার কলকাতায় পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে বিষয়টি নিয়ে চূড়ান্ত বৈঠক করবেন জয়রাম। ওই প্রকল্প রূপায়ণে চার হাজার কোটি টাকার প্রয়োজন। কেন্দ্র ও রাজ্যের আর্থিক দায়ভারের অনুপাত কী হবে তা নিয়ে ওই বৈঠকে আলোচনা হওয়ার কথা।
রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ক্রমশ এগিয়ে আসছে। তাই ভোটারদের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দিতে বিভিন্ন জেলার প্রায় ১৫ হাজার কিলোমিটার রাস্তা পাকা করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। গত মাসে জয়রামের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে দিল্লিও আসেন সুব্রতবাবু। পরিকল্পনাটি জমা দেওয়ার পাশাপাশি তিনি মন্ত্রকের কাছে অর্থ সাহায্যের জন্যও দরবার করেছিলেন সেই বৈঠকে। পাশাপাশি রাজ্যের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিগত সরকারের আমলে ‘ম্যাচিং গ্রান্ট’ দিতে না পারা, দীর্ঘসূত্রিতাএই ধরনের একাধিক কারণের জন্য রাস্তা পাকা করার কাজে হাত দেওয়া সম্ভব হয়নি। পাশাপাশি সুব্রতবাবু গত মাসের বৈঠকে এ-ও জানিয়ে দেন, কেন্দ্র অর্থ সাহায্যে এগিয়ে এলে রাজ্য ‘ম্যাচিং গ্রান্ট’ দিতে রাজি। রাজ্যের ওই দাবি খতিয়ে দেখার পরেই
আজ গ্রামোন্নয়ন মন্ত্রক পশ্চিমবঙ্গকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়।
গত এক বছরে দিল্লি-পশ্চিমবঙ্গ সম্পর্ক যা-ই হোক না কেন ব্যক্তিগত ভাবে জয়রাম রমেশ প্রথম থেকেই মমতার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছেন। যার ফল হিসাবে পশ্চিমবঙ্গের ঘরে এই বাড়তি অর্থ আসছে বলে মনে করছে রাজ্য প্রশাসন। ঠিক এক মাস আগে রাজ্যের তিনটি সুসংহত প্রকল্প রূপায়ণকারী জেলার সড়ক পরিকাঠামো উন্নতিতে অতিরিক্ত ১৮০ কোটি বরাদ্দ করেছিল জয়রামের মন্ত্রক। রাজ্যের পিছিয়ে থাকা তিনটি জেলা বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর জেলার সড়ক পরিকাঠামো গড়ে তুলতে ওই বাড়তি অর্থ দিয়েছিল কেন্দ্র। |
|
|
|
|
|