|
|
|
|
নির্দেশ হাইকোর্টের |
এক মাসে বিদ্যুৎ না দিলে জরিমানা দৈনিক হাজার টাকা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আবেদন করার এক মাসের মধ্যে বিদ্যুৎ সংযোগ না দেওয়া হলে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থাকে দৈনিক ১০০০ টাকা করে জরিমানা দিতে হবে বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আবেদনকারী ওই জরিমানার টাকা পাবেন। বৃহস্পতিবার একটি মামলায় এই রায় দিতে গিয়ে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, বিদ্যুৎ নিয়ে যাওয়ার পরিকাঠামো নেই, এমন কোনও অজুহাত বা অন্য কারণ দেখিয়ে কোনও ভাবেই সময়সীমা এক মাস পার করা যাবে না।
রাজারহাট রোডের জ্যাংড়ার বাসিন্দা বনশ্রী চৌধুরী গত জানুয়ারি মাসে তেঘড়িয়া গ্রুপ ইলেকট্রিক সাপ্লাই অফিসে বিদ্যুৎ সংযোগের আবেদন করেন। বনশ্রীদেবী সংস্থার নিয়ম মেনে বিদ্যুৎ সংযোগের জন্য নির্ধারিত টাকাও জমা দেন। কিন্তু তিন মাস কেটে যাওয়ার পরেও তিনি বিদ্যুৎ সংযোগ পাননি। আবেদনকারী বহু বার বিদ্যুৎ কর্তাদের সঙ্গে দেখা করে তাঁর সমস্যার কথা জানান। বিদ্যুৎ ভবনে গিয়ে চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গেও কথা বলেন। বনশ্রীদেবীর অভিযোগ, তাঁকে নানা অজুহাত দেখানো হয়। ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে ফ্ল্যাট কিনে তার দখল পেয়ে যাওয়ার পরেও বিদ্যুতের অভাবে ফ্ল্যাটে ঢুকতে না পেরে অবশেষে আদালতের দ্বারস্থ হন তিনি। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার চেয়ারম্যান রাজেশ পাণ্ডে জানিয়েছেন, হাইকোর্টের রায়ের প্রতিলিপি তাঁরা পাননি। সেটি হাতে পাওয়ার পরই সংস্থার মতামত তাঁরা জানাতে পারবেন। এ দিন রায় দিতে গিয়ে বিচারপতি জানান, আবেদনকারীর ঘরে কী ভাবে বিদ্যুৎ সংযোগের লাইন যাবে, তা ঠিক করবে বণ্টন সংস্থা। এটা আবেদনকারীর দেখার বিষয় নয়। রায়ে স্পষ্ট বলা হয়েছে, ট্রান্সফর্মার বসানো যাচ্ছে না এই জাতীয় যুক্তি দেখিয়েও এক মাসের সময়সীমা পার করা যাবে না। ওই সময়সীমা পার হওয়ার একদিন পর থেকেই প্রতিদিন ১০০০ টাকা করে জরিমানা দিতে হবে বিদ্যুৎ সংস্থাকে। তবে বিচারপতি বলেন, গ্রামাঞ্চলে যেখানে এখনও বিদ্যুৎ সংযোগের পরিকাঠামোই নেই, সেখানে বণ্টন সংস্থা বাড়তি সময় নিতে পারে। কিন্তু যেখানে বিদ্যুৎ পরিষেবা রয়েছে, সেখানে কোনও অজুহাতেই এক মাসের বেশি পার করা যাবে না।
এ দিনের রায়ে বনশ্রী চৌধুরীর ক্ষেত্রে অবশ্য আর এক মাসের সময়সীমার কোনও প্রশ্ন নেই। আদালতের নির্দেশে এক সপ্তাহের মধ্যে তাঁর ফ্ল্যাটে বিদ্যুৎ সংযোগ দিতে হবে বণ্টন সংস্থাকে। অন্যথায় প্রতি দিন বণ্টন সংস্থার কাছ থেকে তিনি ১০০০ টাকা করে জরিমানা বাবদ পেতে থাকবেন। |
|
|
|
|
|