|
|
|
|
মাসুল ফাঁকি ঠেকাতেও বাজি ডিজিটাল প্রযুক্তি |
দেবপ্রিয় সেনগুপ্ত • কলকাতা |
দক্ষিণ কলকাতায় এক গ্রাহকের বাড়িতে সেট-টপ বক্স বসাতে গিয়ে চক্ষু চড়কগাছ কেব্ল টিভি অপারেটরের। তিনি দেখেন, স্রেফ একটি সংযোগের (কানেকশন) মাসুল দিয়েই বাড়িতে চলছে একাধিক টিভি। সৌজন্যে ‘সিঙাড়া’।
|
সেই ‘সিঙাড়া’ |
অনেকটা সিঙাড়ার মতো দেখতে তিন কোণা একটি বৈদ্যুতিন যন্ত্র (স্প্লিটার) লাগিয়ে একটা কেব্ল সংযোগ থেকেই চালানো হচ্ছে তিনটি টিভি। ফলে এক দিকে কেব্ল অপারেটর যেমন ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনই অন্য দিকে সম্প্রচারের সিগন্যাল ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ পড়ায় ব্যাহত হচ্ছে পরিষেবার মান। এই সমস্যা থেকে মুক্তি পেতে যত দ্রুত সম্ভব ডিজিটাল কেব্ল পরিষেবা চালু করার পক্ষে সওয়াল করছে কেব্ল অপারেটরদের একটা বড় অংশ। তাঁদের বক্তব্য, ডিজিটাল প্রযুক্তিতে প্রতিটি টিভির জন্য আলাদা সেট-টপ বক্স লাগবে এবং একই সংযোগ ব্যবহার করে একাধিক টিভি চালানো সম্ভব হবে না। ফলে বন্ধ হবে মাসুল ফাঁকি দেওয়াও। কেব্ল টিভির ব্যবসার সঙ্গে যুক্তদের একাংশের মতে, মোট সংযোগের অন্তত ১০ থেকে ১৫ শতাংশ ক্ষেত্রে এই কারচুপি করা হয়। যার জেরে মার খায় বেশ খানিকটা রোজগার। অবশ্য কারচুপির অভিযোগ যে শুধু গ্রাহকদের বিরুদ্ধে রয়েছে, এমনটা নয়। বর্তমানে চালু অ্যানালগ (সংখ্যাবিহীন) প্রযুক্তির কেব্ল পরিষেবায় প্রকৃত গ্রাহক সংখ্যা জানার উপায় সে ভাবে নেই। তাই সেই সুযোগ নিয়ে প্রায়শই গ্রাহক কমিয়ে দেখানোর অভিযোগ ওঠে মাল্টি সিস্টেম অপারেটর (এমএসও) এবং কেব্ল অপারেটরদের একাংশের বিরুদ্ধে।
তা ছাড়া, এক-এক এলাকায় মাসুল এক-এক রকম হওয়ার কারণে শিল্পের উপরে খারাপ প্রভাব পড়ছে বলেও সংশ্লিষ্ট মহলের বক্তব্য। যার ফলে সংগঠিত শিল্পের চেহারা নিতে পারছে না কেব্ল টিভি পরিষেবা। আর এই সব কারণেই দ্রুত ডিজিটাল প্রযুক্তিকে আঁকড়ে ধরতে চাইছেন কেব্ল টিভি অপারেটররা। কলকাতার দুই বৃহৎ এমএসও মন্থন এবং সিটি কেব্ল জানাচ্ছে, ট্রাইয়ের নির্দেশ কার্যকর হলে সব ক্ষেত্রেই সঠিক তথ্য মিলবে। সেটা এই ব্যবসাকে সংগঠিত শিল্পে পরিণত করার ক্ষেত্রেও সহায়ক হবে।
মন্থনের কর্তা সুদীপ ঘোষের দাবি, সে ক্ষেত্রে সর্বত্রই কোনও একটি প্যাকেজের মাসুল হবে একই। অনেক আগেই ট্রাইয়ের এই মাসুল নির্ধারণ করা উচিত ছিল তাঁর অভিমত। ডিজিটাল প্রযুক্তি কার্যকর হলে যে তথ্য পাওয়ার বিষয়টি সহজ হবে, তা মেনে নিচ্ছেন সিটি কেব্ল-এর কর্তা সুরেশ শেঠিয়া-ও। একই সঙ্গে তাঁর দাবি, ট্রাইয়ের নির্দেশ মেনে গ্রাহকদের ইচ্ছে অনুযায়ী প্যাকেজ দিতে হলে প্যাকেজের সংখ্যাও বহু গুণ বাড়বে। এর ফলে তার সঙ্গে তাল মিলিয়ে সার্ভারের ক্ষমতা বাড়াতে হবে এমএসওগুলিকে। আনতে হতে পারে নয়া প্রযুক্তিও। |
|
|
|
|
|