ধর্ষণের ‘চেষ্টা’, গ্রেফতার যুবক |
নিজস্ব সংবাদদাতা • সারেঙ্গা |
বাড়িতে ঢুকে এক বধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তাঁরই পড়শি যুবককে গ্রেফতার করল পুলিশ। সারেঙ্গা এলাকায় বুধবার রাতের ঘটনা। পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে বাড়ি গোপাল রজক নামে ওই যুবককে গ্রেফতার করে খাতড়া আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক ধৃতকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। পুলিশের কাছে ওই বধূ অভিযোগ করেছেন, বুধবার গভীর রাতে ওই যুবক তাঁর বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করে। তাঁর চিৎকারে বাড়ির লোকেরা বেরিয়ে আসার আগে ওই যুবক পালিয়ে যায়। এ দিন সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বধূটির ডাক্তারি পরীক্ষা করা হয়। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, “বধূটির অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”
|
নিজস্ব সংবাদদাতা • সাঁওতালডিহি |
তাপবিদ্যুৎকেন্দ্রে থেকে যন্ত্রাংশ চুরি করে গাড়িতে পাচার করার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রের ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হল ওই বিদ্যুৎকেন্দ্রের এক বেসরকারি নিরাপত্তা রক্ষী ও গাড়ির চালক। বিদ্যুৎকেন্দ্রের কাজে ব্যবহার করা ওই গাড়িটি আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যায় বিদ্যুৎকেন্দ্র থেকে গাড়িটি নিয়ে যাওয়ার সময় তল্লাশি হয়। সেই সময় গাড়িটির ভিতরে বিদ্যুৎকেন্দ্রের লোহার কিছু যন্ত্রাংশ.আটক করা হয়। গাড়ির চালক ইয়াকুব আনসারি ও বিদ্যুৎকেন্দ্রের বেসরকারি নিরাপত্তারক্ষী কৃষ্ণপদ মাহাতোকে গ্রেফতার করা হয়। সাঁওতালডিহি থানার দেওলি ও অসুরবাঁধ গ্রামে তাদের বাড়ি। বৃহস্পতিবার ধৃতদের রঘুনাথপুর আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।
|
নিজস্ব সংবাদদাতা • জয়পুর |
ক্লাসের মধ্যে এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ উঠল এক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষকের বিরুদ্ধে। স্কুল কর্তৃপক্ষ তাঁকে এ জন্য ‘শো-কজ’ করেছেন। ঘটনাটি বাঁকুড়ার জয়পুর থানা এলাকার। স্কুলের প্রধান শিক্ষক দিবাকর কুণ্ডুর অভিযোগ, “ছাত্র-ছাত্রীদের কাছে অভিযোগ পেয়ে জেলা স্কুল পরিদর্শকের নির্দেশে তাঁকে ‘শো-কজ’ করা হয়েছে। ঘটনাটি জয়পুর থানা এবং বিডিওকে জানিয়েছি।” যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তাঁর দাবি, “স্কুল কর্তৃপক্ষের একাংশ আমাকে নানা কারণে হেনস্থা করছেন। এ ব্যাপারে জেলা স্কুল পরিদর্শক, শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী, মানবাধিকার কমিশন থেকে স্থানীয় থানাতেও অভিযোগ জানিয়েছি। তাই উল্টে আমার বিরুদ্ধে এখন মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।”
|
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে পিকআপ ভ্যান ধাক্কা মারায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম যোগিন্দর রাম (৩০)। পুরুলিয়া শহরে তাঁর বাড়ি। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়া শহরে ঢোকার মুখে পুরুলিয়া-বোকারো ৩২ নম্বর জাতীয় সড়কে। আহত অবস্থায় ন’জনকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে ঝালদার দিক থেকে যাত্রীবোঝাই পিকআপ ভ্যান পুরুলিয়া শহরের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দা ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই যোগিন্দরবাবুকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
|
নিজস্ব সংবাদদাতা • সাঁতুড়ি |
কৃষি ক্ষেত্রে জৈব সারের ব্যবহার শুরু হল সাঁতুড়ি ব্লকের মানপুর গ্রামে। সোমবার সাঁতুড়ি ব্লক কৃষি দফতরের উদ্যোগে ওই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা কৃষি দফতর ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। সাঁতুড়ির ব্লকের সহ কৃষি অধিকর্তা পরিমল বর্মন জানান, ওই কর্মসূচির আওতায় মানপুর গ্রামে ১০ হেক্টর জমিতে জৈব সার প্রয়োগ করে স্থানীয় ৪০ জন চাষি বোরো ধান ও রবিশষ্য চাষ শুরু করেছেন। কৃষি দফতর থেকে চাষিদের জৈব সার ও কীটনাশক সরবরাহ করা হবে এবং চাষে সাহায্য করা হবে। রাজ্য সরকার রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারে চাষের জন্য উৎসাহ দিচ্ছে।
|
নিজস্ব সংবাদদাতা • পুঞ্চা |
পুকুরের জলে এক যুবকের দেহ ভেসে উঠল। বৃহস্পতিবার সকালে পুঞ্চা থানার কুন্ধুড়কা গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে মৃতের নাম সচ্চিদানন্দ সর্দার (৩৫)। ওই গ্রামেই তাঁর বাড়ি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সচ্চিদানন্দবাবু বাড়ির কাছে একটি পুকুরে স্নান করতে গিয়েছিলেন। তিনি না ফেরায় বাড়ির লোকেরা গিয়ে পুকুরে তাঁর দেহ ভাসছে। মৃত্যুর কারণ জানার জন্য দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। |