মধুর দাম কেজিপ্রতি পাঁচ টাকা বাড়ায় খুশি মউলিরা |
রাজ্য সরকারের তরফে বন দফতর সুন্দরবনে মধুর দাম কেজিপ্রতি ৫টাকা বাড়িয়ে দেওয়ায় স্বাভাবিকভাবেই খুশি মউলিরা। গত ১৪ এপ্রিল থেকে সুন্দরবনে বন দফতরের অনুমতি সাপেক্ষে শুরু হয়েছে মধু সংগ্রহের কাজ। চলবে ১৪ মে পর্যন্ত। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অধিকর্তা সুব্রত মুখোপাধ্যায় বলেন, “প্রতি বছর জীবন বিপন্ন করে সুন্দরবনের জঙ্গলে সরকারি অনুমতি নিয়ে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে প্রাণ হারান অনেকে। এ ক্ষেত্রে মৃতদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে। মৃতের পরিবারকে ১ লক্ষ ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। এর মধ্যে রাজ্য সরকার দেয় এর লক্ষ টাকা ও জীবন বিমার তরফে ২০ হাজার টাকা দেওয়া হয়। তা ছাড়া মউলের সুবিধার্থে এ বার মধুর দাম কিলোপ্রতি ৫টাকা বাড়ানো হয়েছে। আগের বছর এই দাম ছিল কিলোপ্রতি ৪৫ টাকা। এ বার হয়েছে ৫০ টাকা।”বন দফতরের হিসাব অনুযায়ী, উত্তর ২৪ পরগনার বাগনা রেঞ্জ অফিস থেকে এবং দক্ষিণ ২৪ পরগনার রেঞ্জ অফিস থেকে মধু সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই, দক্ষিণ ২৪ পরগনার কুমীরমারি, মোল্লাখালি, কুলতলি, ঝড়খালি, গোসাবা, সাতজেলিয়া এবং উত্তর ২৪ পরগনার সামসেরনগর, কালীতলা, মিনাখাঁ, হাড়োয়া ও বসিরহাট থেকে মউলিরা মধু সংগ্রহে জঙ্গলে চলে গিয়েছেন। এ বছর মোট ৮৫টি নৌকা ও ৬১৩ জন মউলে সরকারি অনুমতি নিয়ে সুন্দরবনের গভীর জঙ্গলে মধু সংগ্রহে গিয়েছেন। নিয়মানুযায়ী জঙ্গল থেকে সংগৃহীত মধু এনে মউলিদের যে রেঞ্জ অফিস থেকে অনুমতি দেওয়া হয়েছিল সেখানে ওজন করে জমা দিতে হয়। এ বার সরকার মধুর দাম কিলোপ্রতি ৫ টাকা বাড়িয়ে দেওয়ায় খুশি মউলিরা। গোসাবার শঙ্কর মুণ্ডা, ঝড়খালির আবদুল গাজিরা বলেন, “সরকার মধুর দাম বাড়ানোয় আমরা খুশি।” প্রসঙ্গত, এ বার মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ হাজার কিলোগ্রাম।
|
বাঁধ পুনর্নির্মাণের কাজ শুরু কালীতলা পঞ্চায়েতে |
আয়লায় ক্ষতিগ্রস্ত বাঁধ পুনর্নির্মাণের কাজের সূচনা হল হিঙ্গলগঞ্জ ব্লকের কালীতলা পঞ্চায়েতের হরিদাসকাটি গ্রামে। বৃহস্পতিবার কালিন্দী নদীর ধারে সেই কাজের উদ্বোধন করে রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী শ্যামল মণ্ডল ফের এক বার গ্রামবাসীদের কাছে বাঁধের জন্য জমি দেওয়ার আবেদন জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাটের মহকুমাশাসক শ্যামল মণ্ডল, বিডিও বিশ্বজিৎ বসু, পঞ্চায়েত সমিতির সভাপতি আবু বক্কর গাজি প্রমুখ। কয়েক মাস আগে এই ব্লকেরই খোসবাস সিংহেরকাটি গ্রামে কংক্রিটের বাঁধের কাজের সূচনা করেছিলেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া।
বৃহস্পতিবার সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বলেন, “বাঁধের জন্য জোর করে জমি অধিগ্রহণ করা হবে না। এই প্রকল্পের কাজ যাতে সুষ্ঠু ভাবে সম্পন্ন হতে পারে, সে জন্য নদী সংলগ্ন এলাকার মানুষকে একটু স্বার্থ ত্যাগ করে জমি দিতে এগিয়ে আসতে হবে। তা হলে দ্রুত নদী বাঁধের কাজ করা যাবে।” এই ব্লকের সিংহেরকাটি, সাহেবখালি, যোগেশগঞ্জ, চাঁড়ালখালি, মাধবকাটি, হরিদাসকাটি এবং রমাপুর এই সাতটি এলাকায় বাঁধ পুনর্নির্মাণের জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও মন্ত্রী জানিয়েছেন।
|
স্ত্রী-সহ ৩ জনকে মারধরের অভিযোগ, গ্রেফতার যুবক |
দাম্পত্য অশান্তির জেরে মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত। সেই মামলা তোলার জন্য মিথ্যা কথা বলে ডেকে স্ত্রী-সহ তিন জনকে দলবল নিয়ে মারধরের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সন্দেশখালির হাটগাছি গ্রামের বাসিন্দা মহাদেব মাইতি নামে ওই যুবককে ধরা হয়। মহাদেব তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বলে পুলিশের দাবি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দশেক আগে কানমারি গ্রামের বাসিন্দা মায়া দাসের সঙ্গে মহাদেবের বিয়ের পর থেকেই দাম্পত্য অশান্তি লেগে ছিল। তাঁদের চার বছরের একটি ছেলে রয়েছে। এক বছর আগে স্বামী-স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে যায়। মায়াদেবী দিদির কাছে কলকাতায় থাকেন। স্বামীর কাছ থেকে খোরপোষ চেয়ে মামলা করেন বসিরহাট আদালতে। সেই মামলা এখনও চলছে। তাঁদের ছেলে পলাশ থাকে মহাদেবের কাছে। গত সোমবার পলাশ অসুস্থ বলে কানমারি বাজারে ডেকে নিয়ে গিয়ে মামলা তোলার হুমকি দিয়ে মহাদেব তাঁর স্ত্রী, স্ত্রীর দিদি ও মাকে মারধর করে মাথা ফাটিয়ে দেন বলে বুধবার থানায় অভিযোগ দায়ের করা হয়।
|
প্রৌঢ়ার দেহ উদ্ধার বসিরহাটে |
রেল লাইনের ধার থেকে এক প্রৌঢ়ার মৃতদেহ উদ্ধার করল রেল পুলিশ। বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার বসিরহাটের কোড়াপাড়া এলাকা থেকে রোকেয়া বিবি (৬২) নামে ঘোনা-মল্লিকপুর গ্রামের বাসিন্দা ওই প্রৌঢ়ার দেহটি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের পরে রেল পুলিশ জানিয়েছে, কোড়াপাড়া গ্রামে মেয়ের বাড়ি যাওয়ার জন্য ওই প্রৌঢ়া এ দিন বাড়ি থেকে বেরিয়ে রেল লাইন ধরে হাঁটছিলেন। সেই সময় ট্রেন এসে যাওয়ায় ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। একটি বাঁকের মুখে দুর্ঘটনাটি হওয়ায় সম্ভবত তিনি ট্রেন আসার বিষয়টি বুঝতে পারেননি। দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট হাসপাতালে পাঠানো হয়েছে। |