ভারতের গ্রামাঞ্চলে ৬০% মানুষকেই ৩৫ টাকারও কম খরচ করে কোনও মতে দিন গুজরান করতে হয়। শহরে অবশ্য তা প্রায় দ্বিগুণ, ৬৬ টাকা। আর্থিক অবস্থার বিচারে একেবারে নিচুতলার ১০% মানুষের ক্ষেত্রে গ্রামে তা মাত্র ১৫ টাকা। আর শহরে ২০ টাকা।
ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন (এন এসএস ও)-এর আয়-ব্যয় সংক্রান্ত ৬৬ তম সমীক্ষা রিপোর্টে এই তথ্যই ধরা পড়েছে। সরকারি পরিসংখ্যান হিসাবের এই সংস্থার ডিরেক্টর জেনারেল জে দাশ জানান, সাধারণ ভাবে শহর এবং গ্রামের ৬০% মানুষকে দৈনিক এই টাকা কিংবা তারও কম অর্থে টেনেটুনে সংসার চালাতে হয়। ২০০৯ সালের জুলাই থেকে ২০১০ এর জুনের মধ্যে চালানো সর্বভারতীয় সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। জানা গিয়েছে, সারা মাসের হিসেব ধরলে গ্রামে গড় মাথাপিছু ব্যয় ১০৫৪ টাকা, শহরে ১৯৮৪ টাকা। একই ভাবে দরিদ্রতম ১০%-র জন্য গ্রামে তা ৪৫৩ টাকা, শহরে ৫৯৯ টাকা। গ্রামাঞ্চলে মাথাপিছু গড় মাসিক ব্যয়ের দিক থেকে সারা দেশে সবচেয়ে নীচে রয়েছে বিহার ও ছত্তীসগঢ়। তাদের গড় ব্যয় ৭৮০ টাকার মতো। ৮২০ টাকা ব্যয় নিয়ে ঠিক তার পরেই ওড়িশা ও ঝাড়খণ্ড। অপর প্রান্তে গ্রামাঞ্চলে সর্বোচ্চ গড় মাসিক ব্যয়ের নজির রেখেছে কেরল (১৮৩৫ টাকা)। তার পর ১৬৪৯ এবং ১৫১০ টাকা ব্যয় নিয়ে রয়েছে পঞ্জাব ও হরিয়ানা। শহরের জন্য ওই মাথাপিছু গড় মাসিক ব্যয়ের মাপকাঠিতে প্রথম স্থানটি দখল করেছে মহারাষ্ট্র (২৪৩৭ টাকা)। তার পরেই রয়েছে কেরল (২৪১৩ টাকা) এবং হরিয়ানা (২৩২১ টাকা)। সবচেয়ে নীচে বিহার (১২৩৮ টাকা)। ২০০৯-’১০ সালের হিসেবে একজন ভারতীয় গ্রামবাসীর বার্ষিক গড় মাথাপিছু খরচের ৫৭%-ই খাদ্য সংস্থান করতে লাগে। শহরাঞ্চলের জন্য তা ৪৪%। অন্য দিকে খাদ্যশস্যে গড় মাসিক মাথাপিছু খরচ গ্রামে ১১.৩ কেজি, শহরে ৯.৪ কেজি।
এই সমীক্ষার ভিত্তিতেই দারিদ্রের নয়া সংজ্ঞা পেশ করে যোজনা কমিশন। যা নিয়ে আপত্তি তোলে বিরোধী দলগুলি। চাপের মুখে গলতির কথা মেনে নেন যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিংহ অহলুওয়ালিয়াও। পরিসংখ্যান অনুযায়ী, ২০০৪-’০৫ অর্থবর্ষের তুলনায় ২০০৯-’১০-এ দেশে দারিদ্রসীমার নীচে থাকা মানুষের অনুপাত কমেছে প্রায় ৭৪ বেসিস পয়েন্ট। ২০০৪-’০৫ সালে দারিদ্রসীমার নীচে ছিলেন ৪০.৭২ কোটি মানুষ। যা মোট জনসংখ্যার ৩৭.২%। ২০০৯-’১০-এ কমে দাঁড়ায় ৩৪.৪৭ কোটি (২৯.৮%)। অর্থাৎ, দারিদ্রসীমার নীচে বসবাসকারী মানুষের অনুপাত কমেছে তা-ই নয়, কমেছে তাদের সংখ্যাও। এতেই গলদ দেখেছে বিরোধীরা। তাদের অভিযোগ, দরিদ্রদের সংখ্যা কমাতে নামিয়ে আনা হয়েছে মাপকাঠিকেই। নতুন পরিসংখ্যানে ধরা হয়েছে, শহরাঞ্চলে এক জনের দৈনিক আয় ২৮.৬৫ টাকা পর্যন্ত হলে দারিদ্রসীমার অন্তর্ভুক্ত হবেন তিনি। গ্রামের ক্ষেত্রে ২২.৪২ টাকা। |