টুকরো খবর |
বিদ্যা বালান এ বার ‘ক্লিন পিকচার’-এ |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
‘ডার্টি পিকচার’ থেকে সরাসরি ‘ক্লিন পিকচার’-এ। এ বার শৌচাগার ব্যবহারের সপক্ষে প্রচার চালাবেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী বিদ্যা বালান। কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী জয়রাম রমেশ আজ এ কথা জানিয়েছেন। গ্রামাঞ্চলের লোক প্রকৃতির ডাকে সাড়া দিতে মাঠে-ঘাটে না গিয়ে, যাতে শৌচাগার ব্যবহার করেন, তা নিয়েই মূলত প্রচার চালাবেন বিদ্যা। এই নতুন ভূমিকা পেয়ে কেমন লাগছে? বিদ্যার কথায়, “পর্দায় ‘ডার্টি’ আর বাস্তবে ‘ক্লিন’ নিয়ে প্রচার। এক জন অভিনেতার এর থেকে বেশি আর কী বা চাওয়ার থাকতে পারে। এই ধরনের একটি জাতীয় অভিযানের সঙ্গে যুক্ত থাকতে পেরে গর্বিত।” রমেশ জানিয়েছেন, দু’বছর ধরে ‘নির্মল ভারত অভিযানের’ হয়ে প্রচার চালানোর জন্য রাজি হয়েছেন বিদ্যা।
|
চলন্ত ট্রেন থেকে ফেলায় মৃত্যু বিদেশির |
সংবাদসংস্থা • চণ্ডীগড় |
চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ায় মারা গেলেন এর ফরাসি নাগরিক। ঘটনাটি ঘটেছে হরিয়ানায়। ওই ট্রেনের টিকিট পরীক্ষক মনোজ কুমারকে গত কাল গ্রেফতার করেছে পুলিশ। ২৯ এপ্রিল অমৃতসরগামী সচখন্দ এক্সপ্রেস কার্নাল স্টেশন ছাড়লে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন রেল পুলিশের কর্মীরা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান ওই ব্যক্তির মাথার আঘাত গুরুতর। আজ হাসপাতালে মৃত্যু হয় তাঁর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এই ঘটনার আগে টিকিট পরীক্ষক ও ফ্রাঙ্ক উইলফ্রেদ নামের ওই ফরাসির মধ্যে কোনও বিষয়ে বচসা বেধেছিল। টিকিট পরীক্ষকের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে ফ্রাঙ্কের পাসপোর্ট সমেত জরুরি কাগজপত্র।
|
আপাতত জেলেই থাকবেন নূপুর |
সংবাদসংস্থা • গাজিয়াবাদ |
এখনও কিছু দিন জেলেই থাকতে হবে নূপুর তলোয়ারকে। মেয়ে আরুষি ও পরিচারক হেমরাজের খুনে অভিযুক্ত নূপুরের জামিন নিয়ে ৯ মে ফের শুনানি বলে জানিয়েছে গাজিয়াবাদের বিশেষ আদালত। শুনানি পিছিয়ে যাওয়ার কথা শুনে আদালতেই কান্নায় ভেঙে পড়েন নূপুর। এর পরে ইলাহাবাদ হাইকোর্টে জামিনের আর্জি জানান নূপুরের আইনজীবীরা। পুলিশ জানিয়েছে, নূপুরকে নিয়ে দসনা জেলে ফেরার সময়ে অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় পুলিশের গাড়ি।
|
রোহতাসে জঙ্গি নেতা গ্রেফতার |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
রোহতাস জেলা থেকে এক মাওবাদী নেতাকে আজ পুলিশ গ্রেফতার করেছে। সুদর্শন ভুঁইয়া নামে ওই জঙ্গি নেতার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আছে। করবন্দিয়া পাহাড়ি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করলেও তাঁর কাছ থেকে কিছুই পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, গত লোকসভা ভোটে করবন্দিয়ায় বিএসএফ ক্যাম্প আক্রমণে নেতৃত্ব দেন সুদর্শনই। এরপর রোহতাস থানা আক্রমণের ঘটনা ঘটেছিল সুদর্শনের নেতৃত্বে। তারডিতে পুলিশের উপর আক্রমণেও মাথা ছিলেন এই জঙ্গি। পুলিশ সুপার মনু মহারাজ বলেন, “ওই জঙ্গির বিরুদ্ধে যে সব অভিযোগ তা নিয়ে দ্রুত বিচারের ব্যবস্থা করা হবে।”
|
দুর্ঘটনায় মৃত তাই সাংবাদিক |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
বুদ্ধজয়ন্তী অনুষ্ঠানের সংবাদ সংগ্রহে বুদ্ধগয়ায় যাওয়ার পথে আজ সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক তাই সাংবাদিকের। জখম মৃতের সঙ্গী, বিদেশি গণমাধ্যমের আরও এক যুবক সহ গাড়ির চালক ও তাঁর সহকারী। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে ধানবাদের তোপচাচি থানা এলাকার মাদাইডিহির কাছে। ধানবাদ পুলিশের ডিএসপি (ট্রাফিক) পি সি ঝা জানান, সকাল ছ’টা নাগাদ মাদাইডিহির কাছে একটি সেতুতে উঠতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর নীচে পড়ে। ঘটনাস্থলেই মারা যান নিমিত জিত্রানন। তাঁর আহত সঙ্গীর নাম তিত্তি শ্রীজান।
|
লিঙ্গ পরিবর্তন চেয়ে হুমকি চলবে না: কোর্ট |
সংবাদসংস্থা • মুম্বই |
লিঙ্গ পরিবর্তন চেয়ে আত্মহত্যার হুমকি দেওয়া যাবে না বলে গুয়াহাটির বাসিন্দা বিধান বরুয়াকে আজ জানাল বম্বে হাইকোর্ট। বিধান বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতিকে জানান, এ নিয়ে তিনি যে আবেদন করেছিলেন, তা বিবেচনা করা না হলে আত্মহত্যা করবেন তিনি। তার পরেই কোর্টের এই বক্তব্য। বিধান বলেন, তাঁর লিঙ্গ পরিবর্তনে বাধা দিচ্ছেন বাবা-মা। এর বিরুদ্ধে কোর্টে আবেদন করলে কোর্ট জানায়, ৭ মে শুনানি হবে। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি এবং মানবাধিকার কমিশনকে এক চিঠিতে বিধান জানান, মামলা চালানোর টাকা তাঁর নেই। কোর্ট যেন ১ দিনের মধ্যে তাঁকে হয় লিঙ্গ পরিবর্তনের, নয়তো আত্মহত্যার অনুমতি দেয়। অন্যথা তিনি আত্মহত্যাই করবেন। কোর্ট বিধানের আইনজীবীকে জানায়, ৭ মে পর্যন্ত তাঁকে অপেক্ষা করতেই হবে।
|
খোরপোষ নিয়ে ভর্ৎসনা কোর্টের |
সংবাদসংস্থা • মুম্বই |
স্ত্রীর ভরণপোষণ করতে না পারলে কোনও ব্যক্তির বিয়ে করাই উচিত নয়, জানাল বম্বে হাইকোর্ট। মালাডের বাসিন্দা দীপক ও তাঁর স্ত্রী দীপার (দু’জনেরই নাম পরিবর্তিত) বিচ্ছেদের মামলায় দীপককে প্রতি মাসে ৬০০০ টাকা করে তাঁর স্ত্রীকে দিতে বলে পারিবারিক আদালত। দীপক নিজের আর্থিক অক্ষমতার কথা জানালে, এই মন্তব্য করেন বম্বে হাইকোর্টের বিচারপতিরা।
|
গুলিবিদ্ধ দেহ |
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি |
অপহৃত এক কৃষি অধিকর্তার গুলিবিদ্ধ দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার বিকেলে অসমের বঙ্গাইগাঁও জেলার বইটামারি থানার খড়গপুর গ্রামের কাছ থেকে দেহটি মেলে। মৃত গদাপানি পাঠক (৫০) অসমের গুয়াহাটিুর রূপনগর এলাকার বাসিন্দা। তিনি ধুবুরি ও বঙ্গাইগাঁও জেলার দায়িত্বে ছিলেন। বুধবার রাতে তিনি অফিসের গাড়িতে ধুবুরির গৌরীপুরের দফতর থেকে গুয়াহাটি ফিরছিলেন। সঙ্গে গাড়ির চালক এবং দফতরের ইঞ্জিনিয়র ফাইজুর ইসলাম ছিলেন। পথে বঙ্গাইগাঁওয়ের বইটামারি এলাকাতেই ৫-৬ জন দুষ্কৃতী গাড়ি দাঁড় করায়। চালক নূর ইসলামকে মারধর করে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পরে ওই দুই সরকারি আধিকারিককে অপহরণ করে নিয়ে যায়। নিগৃহীত চালকের কাছ থেকে ঘটনাটি জানতে পারে পুলিশ। রাতেই তল্লাশি শুরু হয়। এদিন ওই কৃষি অধিকর্তার দেহ মেলে। অপহৃত ইঞ্জিনিয়রের খোঁজ মেলেনি। গাড়িটি অভয়াপুরী এলাকায় মিলেছে। ধুবুরির পুলিশ সুপার প্রদীপ শালৈ বলেন, “ঘটনার তদন্ত চলছে। অপহৃতের খোঁজ চলছে।”
|
চাষি-আত্মহত্যা নিয়ে তরজা |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
কঙ্কাল-কাণ্ডের পরে এ বার কৃষক আত্মহত্যা। ফের পশ্চিমবঙ্গের বিষয় নিয়ে রাজ্যসভায় বাদানুবাদে জড়িয়ে পড়ল সিপিএম এবং তৃণমূল। আজ সিপিএম সাংসদ তপন সেন কৃষক আত্মহত্যার তালিকায় পশ্চিমবঙ্গের নাম উল্লেখ করায় প্রতিবাদে মুখর হয়ে ওঠেন তৃণমূল সাংসদরা। তখন হস্তক্ষেপ করেন রাজ্যসভা পরিচালনার দায়িত্বে থাকা পি জি কুরিয়ন।
|
গ্রেনেডে জখম দুই |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
জঙ্গিদের গ্রেনেডের আঘাতে জখম হলেন দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মেঘালয়ের পশ্চিম খাসি পাহাড়ে। পুলিশের মতে, গারো জঙ্গিরা আতঙ্ক তৈরি করতেই বিস্ফোরণ ঘটিয়েছে। |
|