টুকরো খবর |
‘খুন হওয়া’ মহিলা উদ্ধার যৌনপল্লিতে
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
বিবাহিত মেয়েকে খুন করা হয়েছে বলে প্রায় দু’বছর আগে অভিযোগ করেছিলেন বাবা। ‘নিহত’ সেই মেয়ের হদিস শেষ পর্যন্ত মিলল শিলিগুড়ির এক যৌনপল্লিতে। সেখান থেকে তাঁকে উদ্ধার করে পূর্বস্থলীর পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১০ সালের ১২ জুন বর্ধমানের বারুনিপাড়ার বাসিন্দা দিলীপকুমার মণ্ডল পূর্বস্থলী থানায় অভিযোগ করেন, পূর্বস্থলীর দক্ষিণ শ্রীরামপুর এলাকায় তাঁর মেয়ের বিয়ে হয়েছিল। কিন্তু মেয়েকে খুন করে তার দেহ লোপাট করে দেওয়া হয়েছে। কে বা কারা এই কাজ করেছে, তা পুলিশ তদন্ত করে দেখুক। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। এমনকী ৩০২ ধারায় একটি খুনের মামলাও পুলিশ রুজু করে। সম্প্রতি পুলিশ জানতে পারে, শিলিগুড়ির খালপাড়া এলাকায় এক যৌনপল্লীতে রয়েছেন বছর বত্রিশের ওই মহিলা। সেখান থেকে বুধবার তাঁকে উদ্ধার করে পূবর্স্থলী নিয়ে আসে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে কালনা আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশের দাবি, ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে তারা জেনেছে, তাঁকে ওই যৌনপল্লিতে বিত্রি করে দিয়েছিলেন শ্বশুরবাড়িরই এক সদস্য। যাঁর বিরুদ্ধে অভিযোগ, তাঁকে জেরা করা হবে বলেও পুলিশ জানিয়েছে।
|
ঝড়ে ক্ষতিগ্রস্ত কালনার গ্রাম, বিদ্যুৎ বিপর্যয়
নিজস্ব সংবাদদাতা • কালনা |
কালবৈশাখীর জেরে বুধবার সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত হল কালনার কুলুট গ্রাম। বাসিন্দারা জানান, ঝড়ের তীব্রতায় অনেক বাড়ির টিন, অ্যাসবেসটস ও টালির ছাদ। বিপর্যস্ত হয়ে পড়ে বিদ্যুৎ ব্যবস্থা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে ঝড়-বৃষ্টি চলে। তার জেরে প্রায় ৬০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। মন্তেশ্বর, মাঝেরগ্রাম এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্লক প্রশাসন সূত্রে খবর, ৩৫টি বাড়ির অবস্থা সবচেয়ে খারাপ। ক্ষতিগ্রস্তদের ত্রিপল পাঠানো হয়েছে। মহকুমাশাসক সুমিতা বাগচি জানান, বিডিও-র কাছে ক্ষয়ক্ষতির একটি রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নাগাদ ঝড়-বৃষ্টিতে পূর্বস্থলী ১ ব্লকের বিদ্যানগর, বড় কোবলা, ছোট কোবলা, জালুইপাড়া গ্রামে ক্ষয়ক্ষতি হয়েছে।
|
নকশালদের বন্ধ কালনায়
নিজস্ব সংবাদদাতা • কালনা |
|
নিজস্ব চিত্র। |
শহিদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার সিপিআই(এমএল)-এর ডাকা বন্ধে কার্যত অচল রইল কালনা শহর। প্রতি বছরই ৩ মে শহরে বন্ধের ডাক দেয় নকশালরা। দিন তিনেক আগে সংগঠনের তরফে রেলস্টেশন, আদালত ও বাসস্ট্যান্ড চত্বরে পোস্টার লাগানো হয়েছিল। গ্রামের দিকে তেমন প্রভাব না পড়লেও বন্ধের জেরে সকাল থেকেই বন্ধ ছিল শহরের দোকান-পাট। চকবাজার-সহ গুরুত্বপূর্ণ বাজারগুলিও বন্ধ ছিল। স্কুল খোলা থাকলেও ছাত্রছাত্রীরা না আসায় পঠন-পাঠন বন্ধ থাকে। নতুন বাসস্ট্যান্ড থেকে কোনও বেসরকারি বাসও ছাড়েনি। মহকুমাশাসকের দফতর সহ সরকারি দফতরেও উপস্থিতি ছিল বেশ কম।
|
পৃথক দুর্ঘটনায় মৃত্যু দু’জনের
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
দু’টি পৃথক পথ দুর্ঘটনায় এক স্কুলছাত্র-সহ মৃত্যু হয়েছে দু’জনের। পুলিশ জানায়, মৃতদের নাম রোহিত যাদব (১৬) ও অক্ষয় রায় (২৮)। প্রথম দুর্ঘটনাটি ঘটে বুধবার গভীর রাতে শক্তিগড়ে। পরীক্ষার পরে পরিচিত ট্রাক চালকের সঙ্গে এ রাজ্যে বেড়াতে এসেছিল বিহারের বাঁকা জেলার পিডরণ গ্রামের বাসিন্দা, মাধ্যমিক পরিক্ষার্থী রোহিত। চালকের পাশেই বসেছিল সে। রামপুরহাট থেকে কলকাতা যাওয়ার পথে ট্রাকটি একটি দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারায় গুরুতর জখম হয় রোহিত। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার। অপর দুর্ঘটনাটি ঘটে জামালপুরের জৌগ্রামের কাছে বৃহস্পতিবার সকালে। মোটরবাইকের সঙ্গে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় বাইক আরোহী অক্ষয় রায়ের। তিনি হুগলির জনাইয়ের বাসিন্দা।
|
রানার্স বর্ধমান
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
সিএবি আয়োজিত সারা বাংলা আন্তঃবিশ্ববিদ্যালয় টি-২০ ক্রিকেটে রানার্স হয়েছে বর্ধমান। খড়গপুর আইআইটি মাঠে তারা ফাইনালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কাছে ৮ উইকেটে পরাজিত হয়েছে। প্রথমে বর্ধমান ৮ উইকেটে করে ১১৯ রান করে। জবাবে রবীন্দ্রভারতী ২ উইকেটে রান তুলে নেয়। বর্ধমান যাদবপুরকে ৪ উইকেটে ও বিশ্বভারতীকে ৪৭ রানে হারিয়ে ফাইনালে ওঠে।
|
বাজ পড়ে মৃত ৪
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
চারটি পৃথক জায়গায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে চার জনের। বুধবার সন্ধ্যায় ঝড়বৃষ্টির সময়ে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মৃতদের নাম শ্রীধর দাস (৫৬), সুনীল সার (২৮), চম্পা সাঁতরা (৩৪) ও দেবলাল মারান্ডি (৪২)। স্থানীয় সূত্রে জানা যায়, ভাতারের নাসিগ্রামে খেতের কাজ সেরে বাড়ি ফেরার সময়ে পুকুরে হাত-পা ধুতে যান শ্রীধরবাবু। তখনই বজ্রাঘাতে মৃত্য হয় তাঁর। রায়নার শাঁকটিয়া গ্রামে বাড়ি ফেরার সময়ে রাস্তায় বাজ পড়ে মৃত্যু হয় সুনীলবাবু। মাঠে বাজ পড়ে মৃত্যু হয়েছে কুড়মুনের চম্পা সাঁতরার। খেতে কাজ করার সময়েই বাজ পড়ে মৃত্যু হয় দেবলালবাবুর।
|
আলোচনাসভা
নিজস্ব সংবাদদাতা • কালনা |
সরকারের কাছ থেকে ছাত্রছাত্রীদের কী কী সহায়তা পাওয়ার কথা, সেই সংক্রান্ত তথ্য জানাতে বুধবার মহকুমাশাসকের তরফে একটি আলোচনাসভার আয়োজন করা হয় কালনায়। ১০ মে পর্যন্ত জেলার বিভিন্ন মহকুমায় এই আলোচনাসভা চালানো হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। কালনার পুরশ্রী মঞ্চে এই আলোচনায় যোগ দেন মহকুমার ১৬৮টি স্কুলের প্রতিনিধিরা।
|
অনূর্ধ্ব ১৭ ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৭ ক্রিকেট লিগে বৃহস্পতিবারের খেলায় বিজয়ী হল খান্দরা এসএসসিএ। ডিসিসি মাঠের খেলায় তারা ১২ রানে দুর্গাপুর অগ্রগামী সঙ্ঘকে হারায়। |
|