বন্দি মুক্তিতে আন্দোলন চান মহাশ্বেতা দেবী
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে গণ আন্দোলন করার পরামর্শ দিলেন প্রবীণ লেখিকা মহাশ্বেতা দেবী। শুক্রবার বন্দি মুক্তি কমিটির দু’দিনের সম্মেলন শুরু হয়েছে। মহাশ্বেতা দেবী সেখানে আমন্ত্রিত হলেও ‘বিশেষ কারণে’ যেতে পারেননি। তবে তিনি ওই সম্মেলনে একটি ‘শুভেচ্ছা বার্তা’ পাঠিয়েছেন। যার বক্তব্য‘এ রকম মঞ্চ থাকে বলেই সাধারণ মানুষও নিজেদের গণতান্ত্রিক মৌল অধিকারগুলি বিষয়ে সচেতন ও সকর্মক হতে পারে। ...গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে বন্দি মুক্তির বিষয়টি একসঙ্গে রেখে আন্দোলন করা সমীচীন। আমি এ ছাড়া রাজনৈতিক বন্দি মুক্তির অন্য পন্থা দেখছি না’। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটের আগে বিভিন্ন সভায় বলতেন, তিনি ক্ষমতায় এলে বাম জমানায় ‘মিথ্যা’ অভিযোগে ধৃত রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়া হবে। মুখ্যমন্ত্রী হওয়ার পরে মমতা ওই প্রতিশ্রুতি রক্ষার্থে একটি সরকারি কমিটিও গড়ে দেন। কিন্তু বাস্তবে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি মতো কাজ করছেন না বলে বন্দি মুক্তি কমিটির অভিযোগ। সেই প্রেক্ষিতেই ওই পরামর্শ মহাশ্বেতা দেবীর।
|
পেনশন সাংবাদিকদের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যের সাংবাদিকদের পেনশন দেওয়া হবে বলে শুক্রবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৬০ বছর বয়স হলে এবং ন্যূনতম একটানা ১০ বছর সরকার স্বীকৃত সাংবাদিক হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকলে মাসে আড়াই হাজার টাকা পেনশন মিলবে। মুখ্যমন্ত্রী একটি কমিটি গঠন করেছেন। পেনশন বিষয়ে যা করার, সেই কমিটিই তা করবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “সাত থেকে দশ দিনের মধ্যে পেনশন সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে।” |