টুকরো খবর |
ডাকাতিতে ধৃত আরও ৫
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা ও গোঘাট |
গোঘাটে পর পর দু’টি ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার রাতে আরও ৫ জনকে চন্দ্রকোনার দু’টি গ্রাম থেকে গ্রেফতার করল পুলিশ। গোঘাট থানার পুলিশ এবং চন্দ্রকোনা থানার পুলিশ যৌথ ভাবে ওই অভিযান চালায়। পুলিশ জানায়, ধৃত আলাউদ্দিন সরকার, তহিদুর খান, হাসিনুর খান, মফিদুর খান এবং ইয়াসিন খানের নামে নানা অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। প্রথম তিন জনের বাড়ি কল্লা গ্রামে। বাকি দু’জন কৃষ্ণপুরের বাসিন্দা। ধৃতদের শুক্রবার আরামবাগ আদালতে তোলা হয়। বিচারক তাদের ৪ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। গত ১৯ এপ্রিল গোঘাটের ভগবানপুর গ্রামে এবং ২১ এপ্রিল হাজিপুর হাটতলায় দুই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়। সেই ঘটনায় সোমবার গড়বেতা থানার মোহনপুর থেকে এক জনকে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে দু’টি ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হল। |
চন্দ্রকোনা থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
৩ জন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হল বোমা ও অস্ত্রশস্ত্র। বৃহস্পতিবার রাতে ক্ষীরপাই শহরের হালদারদিঘি মোড়ের একটি ঘিঞ্জি এলাকা থেকে ওই তিন জনকে গ্রেফতার করা হয়। ডাকাতি করতেই তারা সেখানে জড়ো হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। ধৃতেরা হল চন্দ্রকোনার কৃষ্ণপুরের কারি মোল্লা, ডালিমাবাড়ির শেখ আতাবুল ও শেখ হাসু। ওই ৩ জনের নামে চন্দ্রকোনা, ঘাটাল ছাড়াও অন্য জেলার একাধিক থানায় ডাকাতি, ছিনতাই, ধর্ষণের অভিযোগ রয়েছে। শুক্রবার ঘাটাল আদালতে হাজির করা হলে ধৃত ৩ জনকেই ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দেন বিচারক। ধৃতদের কাছে তিনটি ভোজালি, তালা কাটার যন্ত্র, ১০টি তাজা বোমা পাওয়া গিয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের আরও দাবি, ডাকাত দলটিতে মোট ৬ জন ছিল। পুলিশের গাড়ির আলো দেখে বাকি ৩ জন চম্পট দেয়। ধৃতদের জেরা করে তাদের খোঁজ শুরু করেছে পুলিশ। |
শহরে উচ্চশিক্ষা সভাপতি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
ছাত্রদের আঁকা দেখছেন সভাপতি। নিজস্ব চিত্র। |
মেদিনীপুর কলেজিয়েট স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হল শুক্রবার। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদের সভাপতি মুক্তিনাথ চট্টোপাধ্যায়, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সংঙ্ঘমিত্র মাকুড়, উচ্চশিক্ষা সংসদের উপ-সচিব সৌভিক ঘোড়ই প্রমুখ। বক্তব্য রাখতে গিয়ে স্কুলের প্রশংসা করেন উচ্চশিক্ষা সংসদের সভাপতি। তাঁর কথায়, “ছাত্রদের কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখলাম। সত্যিই খুব ভাল লাগছে। এ বার সিলেবাসেও অভিনয়, গান অন্তর্ভুক্ত হবে। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রেও ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে হবে।” পাশাপাশি তাঁর বক্তব্য, “কেউই সব জানে না। শিক্ষকদেরও শেখার আছে। ক্লাসে আপনাদেরও শিক্ষার্থী হতে হবে।” |
আশা-কর্মীদের দাবি
নিজস্ব সংবাদদাতা • মোহনপুর |
নানা দাবিতে স্মারকলিপি দিলেন মোহনপুর ব্লকের আশা-কর্মীরা। শুক্রবার বিডিও এবং ব্লক স্বাস্থ্য আধিকারিককে ওই স্মারকলিপি দেওয়া হয়। পশ্চিমবঙ্গ আশা-কর্মী ইউনিয়নের মোহনপুর শাখা সম্পাদিকা বীথি পাত্র, সভানেত্রী মীনাক্ষি সাউদের অভিযোগ, কাজের ভিত্তিতে তাঁদের যে ভাতা পাওয়ার কথা, তা তাঁরা ৭ মাস ধরে পাননি। বার বার আবেদন জানিয়েও লাভ হয়নি। মোহনপুর ব্লকে মোট ৬৩ জন আশা-কর্মী রয়েছেন। তাঁদের স্থায়ী স্বাস্থ্যকর্মীর মর্যাদা দেওয়া, কাজের স্বার্থে সাইকেল ও মোবাইল দেওয়া, বছরে নির্দিষ্ট সংখ্যক ছুটি দেওয়া-সহ নানা দাবি জানানো হয়। বিডিও সুনীতিকুমার মুখোপাধ্যায় এবং বিএমওএইচ অনিলকুমার বাস্কে আশা-কর্মীদের দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেন। সঙ্গে এ-ও জানান, জেলা স্বাস্থ্য দফতর থেকে এ দিনই ভাতার টাকা এসেছে। এ দিন থেকে তা দেওয়াও হবে। এ দিন নানা দাবি-দাওয়া নিয়ে পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরেরও সামনে বিক্ষোভ দেখান আশা-কর্মীরা। |
মতুয়াদের উৎসব
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মের দু’শো বছর পূর্তি উৎসব ও ৩৩ তম মতুয়া ধর্ম সম্মেলন শেষ হল বৃহষ্পতিবার। খড়্গপুর শহরের উত্তর ভবানীপুরে বিশ্ব হরিগুরুচাঁদ মিশনের উদ্যোগে দু’দিন ধরে এই উৎসবের আয়োজন করা হয়েছিল। বুধবার জয়পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের সূচনা করা হয়। প্রথম দিন অঙ্কন, ক্যুইজ-সহ নানা সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন ছিল। সে দিনই সফলদের পুরস্কৃত করা হয়। বৃহষ্পতিবার আয়োজিত ধর্ম সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা যোগ দেন। মতুয়া দর্শনের উপর আলোচনা করেন বিরাটকুমার বৈরাগ্য, বিনয়কৃষ্ণ দাস, গোপাল বিশ্বাস প্রমুখ। উৎসবের শেষ দিনে ছিল গীতিনাট্য, মহাসংকীর্তন। |
খুনে ধৃত দু’জন
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
গত এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ। গত ২০ এপ্রিল খড়্গপুরের ছত্রিশপাড়ায় কুয়ো থেকে উদ্ধার হয় এম কালীদাস নামে এক জনের দেহ। পুলিশের ধারণা, তাঁকে খুন করা হয়েছে। সেই খুনে জড়িত সন্দেহে শুক্রবার খড়্গপুরের গিরি ময়দান থেকে চিন্না রাও ও ডেবরার বালিচক থেকে সঞ্জয় সিংহ নামে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। |
ধর্ষণে অভিযুক্ত ধৃত চন্দ্রকোনায়
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
ঘুগনি খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়িতে ডেকে প্রতিবেশী বালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রঞ্জিত মালকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে চন্দ্রকোনা শহর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। শুক্রবার ঘাটাল আদালতে হাজির করা হলে বিচারক ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দেন। গত শনিবার বিকেলে চন্দ্রকোনার খামারবেড়িয়া গ্রামের যুবক রঞ্জিত ৬ বছরের ওই বালিকাকে বাড়িতে নিয়ে আসে। রাতে স্থানীয় তিল খেত থেকে রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করেন স্থানীয় গ্রামবাসীরা। তাকে প্রথমে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে, পরে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার হাসপাতাল থেকে ছাড়া পায় মেয়েটি। বুধবারই তার মা চন্দ্রকোনা থানায় রঞ্জিতের নামে ধর্ষণের অভিযোগ করেন। |
|