হাতির হানা গ্রামে, ভয়ে স্কুলই বন্ধ |
গ্রামে হাতির ঢোকার খবরে আতঙ্ক ছড়ানোয় স্কুলমুখো হল না পড়ুয়ারা। এর ফলে বৃহস্পতিবার ঝালদা ১ ব্লকের নওয়াডি গ্রাম পঞ্চায়েত এলাকার বিসরিয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকল। একই আতঙ্ক ছড়ায় আশপাশের পুস্তি, পাপড়াহুড়ুম ও রামদাঁড়ির মত গ্রামগুলিতেও। ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দ্রশেখর কুইরি বলেন, “হাতি নিয়ে এমনই আতঙ্ক ছড়ায় যে এ দিন ছাত্রছাত্রীরা স্কুলেই আসতে পারেনি।” খবর পেয়ে বনকর্মী ও যৌথবাহিনী গ্রামে পৌঁছায়। তবে শুক্রবার এলাকা থেকে হাতি চলে যাওয়ার খবরে বাসিন্দাদের মধ্যে কিছুটা হলেও স্বস্থি ফেরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরবেলায় একটি দলছুট দাঁতাল বিসরিয়া গ্রামে ঢোকে। খবর রয়ে যায়, স্কুলের কাছে পলাশ জঙ্গলে হাতিটি আশ্রয় নিয়েছে। এরপর অভিভাবকরা আর ছেলেমেয়েদের স্কুলে পাঠাননি। স্থানীয় বাসিন্দা তথা ঝালদা ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা বাহাদুর মাহাতো বলেন, “কয়েক দিন ধরেই এলাকায় হাতি নিয়ে আতঙ্ক ছড়ায়।” সম্প্রতি ঝাড়খণ্ড সীমানা লাগোয়া সুবর্ণরেখা নদী পেরিয়ে দলছুট একটি দাঁতাল ঝালদা ১ ও ২ ব্লকের গ্রামগুলিতে হানা দিচ্ছিল। বেশকিছু ঘরদোর ভাঙচুর ও সব্জি খেত তছনছও করে। বন দফতর জানিয়েছে, হাতিটিকে ঝাড়খণ্ডে পাঠানো গিয়েছে।
|
বাঘের হানায় মৃত্যু গোসাবায় |
মধু সংগ্রহের সময় বাঘের আক্রমণে মৃত্যু হয়েছে এক যুবকের। গোসাবায় ঝিলা নদীর পাশে আড়বেশি জঙ্গলের ঘটনা। মৃত যুবকের নাম কৃষ্ণপদ মুণ্ডা (৩০)। বাড়ি গোসাবার কুমিরমারিতে। বন দফতরের ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর সুব্রত মুখোপাধ্যায় বলেন, “বাঘের আক্রমণে এক জনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।” বন দফতর সূত্রে জানা গিয়েছে, গত ১৪ এপ্রিল ৭ জনের একটি দল জঙ্গলে মধু সংগ্রহ করতে যায়। দলের সদস্য পঙ্কজ মণ্ডলের কথায়, “শুক্রবার সকাল ১১টা নাগাদ জঙ্গলের বুড়ির ডাবড়ি এলাকায় মধু সংগ্রহের সময় বাঘটি কৃষ্ণপদ’র ঘাড়ে লাফিয়ে পড়ে। আমরা লাঠি দিয়ে বাঘটাকে পেটাতে থাকি। মারের চোটে সেটা কৃষ্ণপদকে ছেড়ে জঙ্গলে পালিয়ে যায়।” জখম কৃষ্ণপদকে ছোট মোল্লাখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
|
এক হনুমানের তান্ডবে আতঙ্ক ছড়িয়েছে লালগোলার দেশওয়ালি পাড়া সংলগ্ন সমস্ত এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় হনুমানের কামড় খেয়ে আহত হয়েছেন ৫ জন। শুক্রবার আরও ৩ জন আহত হয়েছেন। স্থানীয় ৬৫ বছরের বৃদ্ধা ইন্দুবালা সাহার ঘাড়ে ৮টি সেলাই দিতে হয়েছে, কেকা সিংহের ঘাড়ে পড়েছে ৫টি সেলাই। শুক্রবারের সকালে বন দফতরের দুই কর্মী খাঁচা নিয়ে এলাকায় আসেন। কিন্তু হনুমানটিকে ধরা যায়নি। লালগোলা ব্লকের বিডিও প্রসেনজিৎ ঘোষ বলেন, “বন দফতর থেকে দুই কর্মী এলেও হনুমানটিকে ধরা যায়নি। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।”
|
ওদলাবাড়ির পরিবেশপ্রেমী সংগঠন নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সংগঠন বৃহস্পতিবার বিকেলে গরুমারা জাতীয় উদ্যান লাগোয়া সুরসুতি বনবস্তিতে একটি সচেতনতা শিবিরের আয়োজন করল। সুরসুতি বনবস্তি প্রাথমিক বিদ্যালয়ে শিবিরটি হয়। গন্ডার ও বাইসনের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার কৌশল শিবিরে শেখানো হয়। |