ফের প্লাস্টিক ক্যারিব্যাগ বিরোধী অভিযান শুরু করেছে রায়গঞ্জ পুরসভা। প্রায় ৫ মাস অভিযান বন্ধ ছিল। বুধবার থেকে পুরসভার ভাইস চেয়ারম্যান রণজকুমার দাসের নেতৃত্বে অভিযান শুরু হয়েছে। শহরের মোহনবাটি, সুদর্শনপুর, এফসিআই মোড় এবং শিলিগুড়িমোড় এলাকায় বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। এক ব্যবসায়ীর কাছ থেকে ৫০০ টাকা জরিমানা আদায় করা ছাড়াও দেড় কেজি প্ল্যাস্টিক ক্যারিবাগ বাজেয়াপ্ত করা হয়েছে। নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহারের অভিযোগে চার ক্রেতার কাছ থেকে ৫০ টাকা করে জরিমানাও আদায় করা হয়েছে। ভাইস চেয়ারম্যান বলেন, “নানা কারণে গত ৫ মাস ধরে ওই অভিযান চালানো যায়নি। ব্যবসায়ীদের একাংশ ফের নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের কারবার শুরু করেন। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং চেয়ারম্যান মোহিত সেনগুপ্তের পরামর্শে ফের অভিযান শুরু হয়েছে।” পুরসভার অভিযানকারী দলের অন্যতম সদস্য তথা কাউন্সিলর সন্দীপ বিশ্বাস বলেন, “ব্যবসায়ী এবং ক্রেতাদের প্লাস্টিক ক্যারিব্যাগ কারবার বা ব্যবহার ধরা হলেই জরিমানা করা হচ্ছে।” |
পুর কর্তৃপক্ষের অভিযোগ, দুই বছর ধরে পুর কর্তৃপক্ষ শহরজুড়ে সচেতনতা প্রচার চালালেও ব্যবসায়ীদের একাংশ নিষিদ্ধ প্লাস্টিক ক্যরিব্যাগের কারবার থেকে সরে আসেননি। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশে ২০১০ সালের ১৫ জুলাই পুর কর্তৃপক্ষ শহরজুড়ে ৪০ মাইক্রনের কম পুরু ক্যারিব্যাগ বিরোধী অভিযানে নামেন। ২০১১ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত টানা অভিযান চলে। তাতে ১২০ জন ব্যবসায়ীর কাছ থেকে ৫০০ টাকা করে ও প্রায় ৩০ জন ক্রেতার কাছ থেকে ৫০ টাকা করে জরিমানা আদায় করা হয়। জরিমানা বাবদ পুর কর্তৃপক্ষ প্রায় ৬৫ হাজার টাকা আদায় করেন। বাজেয়াপ্ত করা হয় প্রায় ৪ কুইন্টাল প্লাস্টিক ক্যারিব্যাগ। বিধানসভা ও রায়গঞ্জ পুরসভার নির্বাচনের ঘোষণার পরেই অভিযান বন্ধ হয়ে যায়। গত বছরের নভেম্বর ছাড়া চলতি বছরের জানুয়ারি ও মার্চ মাসে পুরসভা অভিযান চালায়। জরিমানার পাশাপাশি প্লাস্টিক ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করা হয়। তবে গত বছরের নভেম্বর মাস থেকে টানা অভিযান না হওয়ায় ওই কারবার বন্ধ হয়নি বলে পুর অফিসারেরা জানান। সম্প্রতি, জঞ্জাল ও কঠিন বর্জ্য অপসারণ করে দূষণ নিয়ন্ত্রণে সফল হওয়ায় রায়গঞ্জ পুরসভাকে পুরষ্কৃত করে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, চন্দননগর পুরসভা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়। পুরসভার কাউন্সিলর পবিত্র চন্দ বলেন, “ব্যবসায়ীদের একাংশ নতুন করে নিষিদ্ধ প্লাষ্টিক ক্যারিব্যাগের কারবার শুরু করে শহরের সুনাম যাতে নষ্ট না করতে পারেন সেইদিকে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।” রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনুবন্ধু লাহিড়ীর বক্তব্য, “এই বিষয়ে সংগঠনের তরফে সচেতনতা অভিযানে নামা হবে।” |