|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
তুলে ধরেছেন মানবিক করুণার চিত্র |
মৃণাল ঘোষ |
অ্যাকাডেমিতে অনুষ্ঠিত সাম্প্রতিক প্রদর্শনীতে মলয়চন্দন সাহা চমৎকৃত করেছেন ভিন্ন ধরনের মানবিক করুণা ও বিপর্যয়ের ছবি এঁকে। কবিতা জারিত সেই সাদাকালো রেখাচিত্রগুলিতে তিনি অবয়বের অভিব্যক্তিবাদী আংশিক বিমূর্তায়নের মধ্য দিয়ে পৌঁছে যেতে চেয়েছেন বিপর্যস্ত এই সময়ের কেন্দ্রে। যেমন অমিতাভ গুপ্তের কবিতার এই লাইন ‘আমার সর্বস্ব বলতে পোড়ো হাঁড়ি, কানা ভাঙা থালা
এক পেট খিদে’
এই বাস্তবতার আলেখ্যে দেখি অন্ধকার ভাঙা বিপন্ন মানব-মানবীকে। এ রকমই অনেক কবিতাকে ছুঁয়ে তিনি সফলভাবে পৌঁছাতে পেরেছেন আজকের বিপন্ন জীবনের কেন্দ্রে। |
|
প্রদর্শনী
চলছে
সিমা: জয়শ্রী, রিনি প্রমুখ আজ শেষ।
অ্যাকাডেমি: পূজা সরকার, সৈকত সাঁতরা প্রমুখ ১ মে পর্যন্ত।
সৌমিয়া রায় বর্মন ১ মে পর্যন্ত।
সুদীপ, তনুশ্রী প্রমুখ ১ মে পর্যন্ত।
বিশ্বজিৎ, সৈকত প্রমুখ ৮ মে পর্যন্ত।
কেমোল্ড: প্রিয়াঙ্কা, প্রিয়েন্দ্র প্রমুখ ৩০ এপ্রিল পর্যন্ত।
বিড়লা অ্যাকাডেমি: হিরণ মিত্র কাল শেষ।
কল্পনা শাহ ৬ মে পর্যন্ত।
অর্জুনের একক কাল শেষ।
ভিক্টোরিয়া মেমোরিয়াল: শক্তি বর্মন কাল পর্যন্ত।
চিত্রকূট: যামিনী রায় কাল শেষ। |
|
|
|
|
|