প্রস্তাবিত দরে স্পেকট্রামের দাম চড়লে ৩০% বাড়বে মাসুলও |
টু-জি স্পেকট্রাম নিলামে ট্রাইয়ের সুপারিশ মতো চড়া ন্যূনতম দর কার্যকর হলে মোবাইলে কথা বলার খরচ ৩০% পর্যন্ত বাড়বে বলে দাবি করল টেলিকম সংস্থাগুলি। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী কপিল সিব্বলকে লেখা এক চিঠিতে এই আশঙ্কা প্রকাশ করেছে পাঁচ মোবাইল পরিষেবা সংস্থা এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া, ইউনিনর এবং ভিডিওকন টেলি। চিঠিতে তাদের অভিযোগ, ভারতে গ্রামাঞ্চলে পরিষেবা দিতে বিপুল অঙ্কের লগ্নি করতে হয়। অথচ গ্রাহক পিছু গড় মাসিক আয় ৯০ টাকারও কম। এই পরিস্থিতিতে স্পেকট্রাম কিনতে যদি এত টাকা খরচ হয়, তা হলে পরিষেবা চালুর মতো লগ্নি হাতে থাকবে না। তাই ন্যূনতম দর ৮০% কমানোরও দাবি করেছে তারা। এ নিয়ে আগামী সপ্তাহেই বৈঠকে বসবে অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন সংশ্লিষ্ট মন্ত্রিগোষ্ঠী।
|
অনশনে কল্যাণী স্পিনিং মিলের কর্মীরা |
ফের অনশনে বসলেন কল্যাণী স্পিনিং মিলের সংগ্রামী শ্রমিক ইউনিয়নের সদস্যরা। কারখানায় উৎপাদন চালু এবং ২০০ জন অস্থায়ী শ্রমিকের পুনর্বহালের দাবি-সহ বেশ কয়েক দফা দাবিতে গত ২৩ এপ্রিল থেকে স্পিনিং মিলের মূল ফটকের সামনে অনশনে বসেন অস্থায়ী শ্রমিকেরা। শুক্রবার এক মহিলা অনশনকারী অসুস্থ হয়ে পড়লে তাঁকে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করানো হয়। সংগ্রামী শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কুশল দেবনাথ বলেন, “গত বছর অনশনে বসার পরে কর্তৃপক্ষ সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছিলেন। এখনও তা মেটেনি। ২০০ শ্রমিকের ভবিষ্যৎ অনিশ্চিৎ। একটা সরকারি কারখানা এতদিন ধরে ধুঁকছে। কারও মাথা ব্যথা নেই।” তবে এই কারখানার পরিচালন কমিটির অন্যতম সদস্য অশোকনগরের তৃণমূল বিধায়ক ধীমান রায় বলেন, “বৃহস্পতিবার সব ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেছিলাম। তখন সংগ্রামী শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা কোথায় ছিলেন? কেউ তো অনশনের বিষয়ে বলেননি। বিষয়টি জানলে ওঁদের সঙ্গেও কথা বলতাম।”
|
পূর্বে নতুন ‘মিল্ক ইউনিয়ন’ |
পূর্ব মেদিনীপুর জেলার দুগ্ধ সমবায়গুলিকে নিয়ে নতুন তাম্রলিপ্ত মিল্ক ইউনিয়ন গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার রাজ্য মিল্ক ফেডারেশনের চেয়ারম্যান তারক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে জেলা পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা সভাধিপতি গান্ধী হাজরা জানান, অবিভক্ত মেদিনীপুরে দুগ্ধ সমবায়গুলিকে নিয়ে ‘মেদিনীপুর মিল্ক ইউনিয়ন’ গড়া হয়েছিল। জেলা ভাগের পরেও পূর্ব মেদিনীপুরের দুগ্ধ সমবায়গুলি ওই ইউনিয়নের অধীনে রয়েছে। সম্প্রতি পূর্ব মেদিনীপুরের জন্য পৃথক ‘তাম্রলিপ্ত মিল্ক ইউনিয়ন’ গড়ার প্রস্তাব দেওয়া হয় রাজ্য মিল্ক ফেডারেশনের কাছে। ফেডারেশন সম্মতি জানিয়েছে।
|
চলতি অর্থবর্ষের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) কিছুটা কমলো মার্কিন বৃদ্ধির হার। এই সময়ে তা দাঁড়িয়েছে ২.২%। গত ডিসেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকে যা ছিল ৩%। যদিও প্রত্যাশা ছিল ওই হার বাড়বে অন্তত ২.৫%। আমেরিকার ব্যুরো অফ ইকনমিক অ্যানালিসিস জানিয়েছে, মূলত বেসরকারি সংস্থার লগ্নি কমে যাওয়াই এর মুূল কারণ। তবে এই সময়ে ক্রেতাদের ব্যক্তিগত খরচ বেড়েছে। যার কিছুটা হলেও সুফল মিলেছে বলে মার্কিন প্রশাসনের দাবি।
|
শুক্রবার ভারতে আইপ্যাডের নয়া সংস্করণ আনল অ্যাপল।
দাম শুরু ৩০,৫০০ টাকা থেকে। ছবি: এপি |
|
সিম কার্ড নিয়ে কমিটি সুপ্রিম কোর্টের |
দেশের নিরাপত্তার স্বার্থে গ্রাহকদের মোবাইল সিম কার্ড দেওয়ার আগে আরও কড়া ভাবে তথ্য যাচাইয়ের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গড়ল সুপ্রিম কোর্ট। ওই কমিটিতে থাকবেন টেলিকম নিয়ন্ত্রক ট্রাই এবং কেন্দ্রীয় টেলিকম বিভাগ (ডট)-এর প্রতিনিধিরা। এই প্রসঙ্গে বিচারপতি এস এইচ কাপাডিয়ার বেঞ্চ জানিয়েছে, গ্রাহকদের তথ্য যাচাই করতে মোবাইল পরিষেবা সংস্থাগুলি কী পদক্ষেপ করবে, তা নিয়ে আগামী তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে এই কমিটি। যার ভিত্তিতে ডট-কে সিদ্ধান্ত নিতে হবে আগামী ১৫ সপ্তাহের মধ্যে।
|
নম্বর এক রেখে ব্যাঙ্কের এক শাখা থেকে অন্যটিতে অ্যাকাউন্ট বদলাতে যাতে গ্রাহকের হয়রানি না হয়, সে জন্য বিশেষ নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক। তারা জানিয়েছে ব্যাঙ্কে গ্রাহকের সম্পূর্ণ তথ্য (নো ইওর কাস্টমার) থাকলে শাখা বদলের সময় নতুন করে আর তথ্য জমা দিতে হবে না। বাড়ির ঠিকানায় সমস্যা থাকলে অবশ্য প্রমাণপত্র লাগতে পারে। কোর ব্যাঙ্কিং -এর জমানায় এ নিয়ে সমস্যার কারণ না-থাকলেও বহু ক্ষেত্রেই ব্যাঙ্কগুলি ওই তথ্য চায়, জানিয়েছে শীর্ষ ব্যাঙ্ক।
|
ব্যাঙ্কিং ক্ষেত্র সংস্কারের পথে অন্তত এক ধাপ এগোল কেন্দ্র। বেসরকারি ব্যাঙ্কে কোনও শেয়ারহোল্ডারের ভোটদানের অধিকারের সর্বোচ্চ সীমা ১০% থেকে ধাপে ধাপে বাড়িয়ে ২৬% করার পক্ষে সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বিশেষজ্ঞদের মতে, এর ফলে এ দেশের বেসরকারি ব্যাঙ্কগুলিতে লগ্নির আগ্রহ বাড়বে বিনিয়োগকারীদের। বাড়বে বিদেশি লগ্নি আসার সম্ভাবনাও। ২০১১-এর ব্যাঙ্কিং আইন (সংশোধনী) বিলেও সায় দিয়েছে মন্ত্রিসভা। |