খনির নীচে কয়লা টানার ‘টব গাড়ি’-র তলায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক খনিকর্মীর। শুক্রবার ঘটনাটি ঘটেছে অন্ডালের হরিপুর কোলিয়ারির ১ নম্বর খনিতে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সন্তোষ নায়েক (৪৫)। কোলিয়ারি সূত্রে জানা গিয়েছে, খনির নিচে ৩ এবং ৪ নম্বর পিলারের মাঝামাঝি এলাকায় ‘টব গাড়ি’ উল্টে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সন্তোষবাবুর। খবর ছড়াতেই সিটু, আইএনটিইউসি, অইএনটিটিইউসি এবং ইউসিএমইউ মৃতের পোষ্যের চাকরির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে। কর্তৃপক্ষ ২৪ ঘণ্টার মধ্যে তাকে চাকরিতে নিয়োগের লিখিত প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ ওঠে।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৭ ক্রিকেট প্রতিযোগিতায় শুক্রবারের খেলায় জয়ী হল হরিপুর সিসিএ। আসানসোল স্টেডিয়ামে খেলায় সানডে সিএ-কে তারা ৬ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে সানডে সিএ ১২২ করে। হরিপুর ৪ উইকেটে রান তুলে নেয়। অপরাজিত ৬৪ রান করেন জয়ী দলের রাজা চট্টোপাধ্যায়। অনূর্ধ্ব ১৭ প্লে-অফ ম্যাচে সানডে সিএ রূপনারায়ণপুর ফাউন্ডেশনকে ৫৯ রানে হারায়। সানডে সিএ ৬ উইকেট হারিয়ে ১৫৯ করে। জবাবে রূপনারায়ণপুরের করে ৯৪।
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে প্রলয় কর্মকার (২৪) নামে কারখানার এক কর্মীর। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুরের আরআইপি প্লটের একটি বেসরকারি কারখানায় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম। তাঁর বাড়ি বাঁকুড়া জেলার সোনামুখিতে।
|
এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার দুপুরে দুর্গাপুরের বেনাচিতির ধুনুরা প্লটের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তোতন মণ্ডল (১৮)। ঘটনার তদন্ত করছে পুলিশ। |