বক্সার জঙ্গলের পথে যাওয়ার সময় এক ঠিকাদারের নিখোঁজ হওয়া ঘটনা ঘিরে রহস্য দানা বাঁধছে। মঙ্গলবার সকালে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পোরোবিট লাগোয়া ৩১ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানাচ্ছে, ওই ঠিকাদারের নাম কৌশক দেব। তিনি আলিপুরদুয়ার বিবেকানন্দ ২ পঞ্চায়েতে বাদলনগরের বাসিন্দা। এদিন জঙ্গলের ওই এলাকা থেকে তার লাল রঙের মোটর বাইকটি বনকর্মীরা উদ্ধার করেন। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার অনুপ জয়সোয়াল বলেন, “পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই ঠিকাদারের বাড়ির তরফে একটি ‘মিসিং ডায়েরি’ করা হয়েছে।” নিখোঁজ ঠিকাদারের মামত ভাই প্রীতম সরকার জানান, গত সোমবার সন্ধ্যায় দাদা বাড়ি থেকে বার হয়। ১১টার মধ্যে বাড়ি ফিরে আসে। সোমবার ১২টার পরেও বাড়ি না ফেরায় আমরা মোবাইলে টেলিফোন করি। মোবাইলটি বন্ধ ছিল। এদিন দাদার বাইকটি জঙ্গলে পাওয়া গিয়েছে। তবে মুক্তিপণ চেয়ে কোনও টেলিফোন আসেনি। পুলিশ জানিয়েছে, বক্সা জঙ্গলের ওই এলাকায় আগে অপহরণের ঘটনাও ঘটেছে। কৌশিকবাবুর ক্ষেত্রে ঠিক কী হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
|
উৎকর্ষ মহাবিদ্যালয়ের স্বীকৃতি পেল শিলিগুড়ির জ্ঞানজ্যোতি কলেজ। সম্প্রতি স্বশাসিত জাতীয় মূল্যায়ন পরিষদ থেকে ওই স্বীকৃতি দেওয়া হয়। কলেজের অধ্যক্ষ জয়রাম সুরেশ জানান, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের অধীন ওই পরিষদ থেকে ৩ সদস্যের দল ১৬ জানুয়ারি থেকে তিনদিন কলেজ পরিদর্শন করেন। এর পরই তাদের ‘বি গ্রেড’ দেওয়া হয়। কলেজ কর্তৃপক্ষ জানান, ২০০৫ সালে পাঁচটি বিষয়ে অনার্স নিয়ে কলেজ চালু হয়। কলা, বিজ্ঞান ও বাণিজ্য মিলিয়ে ১২টি বিষয়ে অনার্স রয়েছে। পড়ার পরিবেশ, লাইব্রেরি উন্নত মানের। সে সব বিষয় খতিয়ে দেখার পর পরিষদ তাদের পরামর্শ দেয়। কলেজের পরিচালক সুজিত রাহা বলেন, “পরিষদ যে পরামর্শ দিয়েছে তার বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।”
|
সেতু থেকে ঝাঁপ দিয়েছে এক তরুণী। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে শিলিগুড়ি থানার মহানন্দা সেতু এলাকায়। পরে পুলিশ গিয়ে জখম তরুণীকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। |