বড়জোড়ায় ফের চালু মিড-ডে মিল |
এক দিন বন্ধ থাকার পরে ফের মঙ্গলবার থেকে বড়জোড়া ব্লকের প্রাথমিক বিদ্যালয়গুলিতে মিড-ডে মিল চালু হল। বড়জোড়ার বিডিও-কে হুমকি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গত বৃহস্পতিবার পুলিশ স্থানীয় স্কুলডাঙা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরেশনাথ তিওয়ারিকে গ্রেফতার করে। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার প্রাথমিক শিক্ষকদের একটা বড় অংশ। গ্রেফতারির প্রতিবাদেই বড়জোড়ার অধিকাংশ প্রাথমিক স্কুলে সোমবার মিড-ডে মিলও বন্ধ রাখা হয়। বড়জোড়া ব্লক প্রাথমিক শিক্ষক সংগ্রামী সংগঠনের যুগ্ম আহ্বায়ক তথা বাঁকুড়া জেলা তৃণমূল শিক্ষাসেলের বাঁকুড়া সদর মহকুমা সভাপতি শিশির মুখোপাধ্যায় ও বামপন্থী শিক্ষা সংগঠন এবিপিটিএ-এর সদস্য অনুপ দাস বলেন, “শিশুদের মিড-ডে মিল থেকে বঞ্চিত করে আমরা আন্দোলন চালিয়ে যেতে চাই না। একমাত্র তাদের মুখ চেয়েই আমরা আন্দোলন প্রত্যাহার করে ফের মিড-ডে মিল চালু করলাম।” বাঁকুড়া সদর মহকুমাশাসক অরিন্দম রায় বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে কোনও স্কুল স্কুল মিড-ডে মিল বন্ধ রাখতে পারে না। আমি বড়জোড়া ব্লকের অবর বিদ্যালয় পরিদর্শককে মিড-ডে মিল চালু করার নির্দেশ দিয়েছিলাম। সোমবার বিক্ষোভের জেরে ওই এলাকার কয়েকটি স্কুলে মিডডে মিল বন্ধ থাকলেও মঙ্গলবার সবকটি স্কুলেই মিডডেমিল হয়েছে।”
|
কিছু নির্দিষ্ট দৈনিক সংবাদপত্র গ্রন্থাগারে না রাখার সরকারি নির্দেশের প্রতিবাদে মঙ্গলবার বিষ্ণুপুর গ্রন্থাগারের সামনে বিক্ষোভ দেখাল জেলা কংগ্রেস। কংগ্রেসের জেলা সম্পাদক আশিস চৌধুরীর নেতৃত্ব রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে পুরভবনের সামনে মহকুমা গ্রন্থাগারে মিছিল হয়। মিছিলের প্ল্যাকার্ডে লেখা ছিল-‘সংবাদ পত্রের কণ্ঠরোধ করার চেষ্টা করছে বর্তমান সরকার। তার প্রতিবাদ জানাচ্ছি।’ তাঁরা মহকুমা গ্রন্থাগারিক সতীনাথ বন্দ্যোপাধ্যায়কে স্মারকলিপি দেন। তাঁর আশ্বাস, “পরিচালন সমিতির কাছে তাঁদের দাবি জানাবেন।”
|
টাকা ছিনতাই ও মারামারির অভিযোগে সোমবার আরও এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম নিতাই বাউরি। বাড়ি মানবাজার থানার পুটকাডি গ্রামে। ২১ মার্চ রাতে পুঞ্চা-মানবাজার রাস্তায় দুই ব্যক্তিকে পাথরকাটা হাটের কাছে কয়েকজন দুষ্কৃতী পিটিয়ে লুঠ করে বলে অভিযোগ দায়ের হয়েছিল। পুলিশ তদন্তে নেমে ওই রাতেই তিন দুষ্কৃতীকে ও ২৮ মাচর্র্ আরও দু’জনকে গ্রেফতার করে। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ছ’জন গ্রেফতার হয়েছে। পুলিশের দাবি, ধৃতদের বিরুদ্ধে পাশের জেলায় অপরাধকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
|
বাড়ির পাশে একটি কুয়োর রড থেকে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় মিলল এক বৃদ্ধের দেহ। তাঁর নাম স্বপন দে (৬০)। বাড়ি খাতড়া শহরে। মঙ্গলবার সকালে স্থানীয় ষোলআনা দূর্গা মন্দিরের কাছে একটি কুয়ো থেকে তাঁর ঝুলন্ত দেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। ময়না তদন্তের জন্য দেহটি পুলিশ বাঁকুড়া মেডিক্যাল কলেজে পাঠায়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, রোগাক্রান্ত ওই বৃদ্ধ মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন।
|
দু’টি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক স্কুল ছাত্রী-সহ তিনজনের। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাগুলি ঘটেছে পুরুলিয়া-বাঁকুড়া ৬০ (এ) জাতীয় সড়কে হুড়া ও পুরুলিয়া মফস্সল থানা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন প্রথম দুর্ঘটনাটি ঘটেছে হুড়া থানার পখুরিয়া মোড়ের কাছে। বাঁকুড়া থেকে পুরুলিয়ার দিকে যাওয়া একটি গাড়ির সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয় একটি ট্রাকের। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির দুই আরোহীর। পুলিশ জানিয়েছে, তাঁদের নাম রঞ্জিত মাল (৪২) ও রাম মালাকার (৩২)। দু’জনেরই বাড়ি বাঁকুড়ার লোকপুরে। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়েছে। অন্য দিকে, ওই ঘটনার কিছু পরেই পুরুলিয়া মফস্সল থানার বিড়গিড়ি গ্রামের কাছে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক স্কুল ছাত্রীর। পুলিশ জানিয়েছে, ওই ছাত্রীর নাম চায়না কালিন্দী (১০)। বাড়ি বিড়গিড়ি গ্রামে। সে স্থানীয় প্রাথমিক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। এলাকায় যানবাহন নিয়ন্ত্রণের দাবিতে স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করেন। পুলিশ আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
|
বেআইনি ভাবে কয়লা নিয়ে যাওয়ার অভিযোগে একটি ট্রাক্টর আটক করল পুলিশ। সোমবার বিকেলে পাত্রসায়র থানার জামকুড়ি-বীরসিংহ রাস্তা থেকে ওই ট্রাক্টরটি আটক করা হয়েছে বলে পুলিশের দাবি। পুলিশ জানিয়েছে, ট্রাক্টরটি থেকে প্রায় পাঁচ টন কয়লা উদ্ধার হয়েছে। ট্রাক্টরটির মালিক তথা চালক আজমল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ধৃতকে বিষ্ণুপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।
|
মাথার গভীর ক্ষত থাকা এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার করল সাঁতুড়ি থানার পুলিশ। মঙ্গলবার সকালে সাঁতুড়ির রামচন্দ্রপুর গ্রামের অদূরে বড়পাহাড়ের জঙ্গলে দেহটি মেলে। ওই যুবকের মাথায় ক্ষত ছিল। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ওই যুবককে খুন করা হয়েছে। তাঁর মাথার পিছনে গভীর ক্ষত চিহ্ন রয়েছে। দেহ ময়না তদন্তে পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
|
এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার আদ্রার অদূরে বাঁকড়াডাঙ্গা গ্রামের কাছে জঙ্গল থেকে। পুলিশ জানায়, সোমবার সকালে পলাশ জঙ্গলে গাছে গলায় গামছা বাঁধা ঝুলন্ত দেহটি দেখতে পেয়ে গ্রামবাসীরা থানায় খবর দেন। |