একশো দিনের কাজে প্রথম বাদুড়িয়া
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
একশো দিনের কাজের প্রকল্পে উল্লেখযোগ্য সাফল্যের জন্য উত্তর ২৪ পরগনা জেলার মধ্যে প্রথম হয়ে পুরস্কৃত হয়েছে বাদুড়িয়া ব্লক। মঙ্গলবার দুপুরে এক অনুষ্ঠানে বাদুড়িয়ার বিডিও দেবব্রত বিশ্বাসের হাতে ‘মহাত্মা গাঁধী ন্যাশনাল রুরাল অ্যাম্পলমেন্ট গ্যারান্টি অ্যাক্ট অ্যাওয়ার্ড’ তুলে দেন জেলাশাসক সঞ্জয় বনশল। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন বসিরহাটের সন্দেশখালি ২-এর বিডিও প্রতুল ভুঁইয়া এবং তৃতীয় পুরস্কার দেওয়া হয়েছে বনগাঁর গাইঘাটার বিডিও মানস হালদারকে। দেবব্রতবাবু বলেন, “একশো দিনের কাজে ২৩ কোটি ৩৩ লক্ষ টাকা খরচ হয়েছে। যোগদানকারী প্রতি পরিবারকে গড়ে ৪২ দিন করে কাজ দেওয়া সম্ভব হয়েছে।” তিনি জানান, ওই প্রকল্পে ৪৯৬টি রাস্তা, ৪৪টি নদীবাঁধ মেরামতি, ৪১৫টি পুকুর সংস্কার হয়েছে। ৬৯৬টি সেচ ডোবা খনন এবং ১,২২২টি তফসিলি জাতি ও উপজাতির তালিকাভুক্ত দরিদ্র পরিবারের ভূমি উনন্য়ন হয়েছে। ৪,৬৮৫টি সব্জি বাগান হয়েছে। এর ফলে ২৯,৭৮৮টি পরিবার ১২,৩৮,৫৯৭ দিন কাজ পেয়েছেন বলে জানিয়েছেন বিডিও। |
গ্রেফতার দুই পাচারকারী
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা |
পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় বাংলাদেশের দুই মহিলাকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে দুই পাচারকারীকেও। সোমবার রাতে গাইঘাটার ধরমপুর এলাকার ঘটনা। ওই রাতে একটি বাড়ি থেকে ওই দুই মহিলাকে উদ্ধারের পাশাপাশি শেখ রিয়াজুল ইসলাম এবং জুলফিকার আলি মণ্ডল নামে দুই পাচারকারীকে ধরা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া দুই মহিলার বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশের মামলা হয়েছে। তদন্তের পর পুলিশ জানিয়েছে, শেখ রিয়াজুলের বাড়ি গাইঘাটার জলেশ্বর এলাকায়। সে আন্তর্জাতিক নারী পাচার চক্রের সঙ্গে জড়িত। দুঃস্থ পরিবারের মহিলাদের মুম্বইতে মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে চোরাপথে এ দেশে নিয়ে আসে। তারপরে তাদের মুম্বইতে পাচার করা হয়। সোমবার বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশের সাতক্ষিরা জেলার শ্যামনগরের ওই দুই মহিলা এ দেশে ঢুকেছিল। তারপরে তাদের ধরমপুরের বাসিন্দা জুলফিকারের বাড়িতে রাখা হয়। সে-ও পাচারচক্রে জড়িত। জেরায় দুই মহিলা পুলিশকে জানিয়েছে, তাঁদের আর্থিক অবস্থা খুবই খারাপ। এলাকার এক পরিচিত ব্যক্তি মুম্বইতে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁদের সেখানে নিয়ে এসেছিল। |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ধোলাহাট |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। ঘটনাটি ধোলাহাটের পাচানি গ্রামের। মৃতের নাম গৌরাঙ্গ সর্দার (৫৮)। বাড়ি কন্দর্পপুরে। পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ পাচানি গ্রামে সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। জগদীশপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। |
সাবস্টেশনে আগুন
নিজস্ব সংবাদদাতা • মন্দিরবাজার |
সাবস্টেশনে আগুন ধরে যাওয়ায় মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে মন্দিরবাজার, কুলপি ও মথুরাপুরের কিছু অংশ। বিদ্যুৎ দফতর সূত্রে জানা গিয়েছে, এ দিন ঝড়ের সময় আচমকা মন্দিরবাজার সাবস্টেশনের যন্ত্রাংশে আগুন ধরে যায়। পুড়ে যায় ট্রান্সফর্মার-সহ অন্য বেশ কিছু যন্ত্র। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে আশপাশের এলাকা। ডায়মণ্ড হারবার থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্তে আনে। |
পাড়ার যুবকদের নিয়ে প্রদর্শনী ফুটবল ম্যাচ করতে উদ্যোগী হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে ব্যারাকপুরের পুলিশ কমিশনার সঞ্জয় মুখোপাধ্যায় জানান, ২৭ এপ্রিল থেকে ২৫ মে ১২টি থানা এলাকার যুবকদের নিয়ে এই খেলা হবে। যৌথ ভাবে এর আয়োজন করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও ‘ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশন’ নামে একটি সংস্থা। সঞ্জয়বাবু জানান, তাঁদের তরফে এমন উদ্যোগ এই প্রথম। প্রতি দলে ১৮ জন খেলোয়াড় থাকবেন। বিজয়ী দল পাবে স্বামী বিবেকানন্দ ট্রফি। রানার্স দল পাবে কাজী নজরুল ট্রফি এবং তৃতীয় স্থানাধিকারী দল মঙ্গল পাণ্ডে ট্রফি। |