রাস্তা কেটে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা সংস্কারের জন্য। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাগজোলায় এই ঘটনায় বসিরহাট-বনগাঁর মধ্যে যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি বসিরহাট-বনগাঁ রোডের বাগজোলা এলাকার প্রায় দুই কিলোমিটার রাস্তা। অথচ ওই রাস্তা দিয়ে প্রতিনিয়ত বাস, ট্রাক, লরি, ছোট গাড়ি যাতায়াত করে। রাস্তায় বড় বড় গর্ত থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। প্রশাসনকে রাস্তা সংস্কারের জন্য বারবার অনুরোধ করেও লাভ হয়নি বলে অভিযোগ এলাকার মানুষের। তার জেরে এ দিন সকাল ৮টা নাগাদ এলাকার মানুষ রাস্তায় গাছের গুড়ি, বেঞ্চ পেতে অবরোধ শুরু করে। পরে কোদাল, গাইতি দিয়ে রাস্তা খুড়ে দেওয়া হয়। বিক্ষোভকারীদের বক্তব্য, রাস্তা মেরামতির প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত অবরোধ চলবে।
|
গ্রামের মনিরুজ্জামান, নারায়ণ ঘোষ বলেন, “ওই রাস্তা দিয়ে তো পায়ে হেঁটে যাতায়াত করাই মুসকিল। সেখানে সব সময় বড় বড় গাড়ি, বাস-ট্রাক যাতয়াত করে। ওই রাস্তা দিয়েই স্কুলে যায় আমাদের ছেলেমেয়েরা। প্রশাসনে বহুবার অনুরোধ করা হয়েছে। মাঝে বাদুড়িয়ার বিডিও রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছিলেন। ওই আশ্বাসই সার। এতদিনে কোনও কাজ হয়নি। বাধ্য হয়ে রাস্তা অবরোধ করেছি।” এ দিকে, এলাকার গুরুত্বপূর্ণ একটি রাস্তা দিনভর বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাদুড়িয়া, বাগজোলা, কিত্তিপুর, কলসুর হয়ে মগরা পর্যন্ত বিভিন্ন জায়গায় রাস্তার অবস্থা খারাপ। বিশেষ করে বাগজোলা থেকে কিত্তিপুর, কলসুর হয়ে মগরা পর্যন্ত রাস্তার অবস্থা শোচনীয়। গাড়ি চলাচল দূরঅস্ত। ওই রাস্তা দিয়ে পায়ে হেঁটে চলাই দায়। প্রায় দুই কিলোমিটার রাস্তায় বড় বড় গর্ত। একটু বৃষ্টি হলে সেটা রাস্তা না ডোবা, তা বোঝাই মুসকিল। সেই গর্তে গাড়ি পড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গর্তে প্রায়ই পড়ে যায় স্কুলের ছেলেমেয়েরা।
গাড়ি চালকদের দাবি, রাস্তার খানাখন্দে গাড়ি পড়ে যন্ত্রাংশের ভীষণ ক্ষতি হচ্ছে। ফলে তাঁদের ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। স্থানীয় বাসিন্দা আসিফ ইকবাল, বিকাশ ঘোষ বলেন, “ওই রাস্তা দিয়ে যাতায়াত করা অত্যন্ত বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। বারবার বলা হলেও প্রশাসনের কোনও হেলদোল নেই। ভাঙা রাস্তায় চলতে গিয়ে নাভিশ্বাস উঠছে এলাকার মানুষের।” তাঁরা জানান, ধুলোর ঝড়ে অন্ধকার চারদিক। রাস্তার পাশে থাকা দোকান-বাড়ি ধুলোয় ভরে যাচ্ছে। দুর্ঘটনা বাড়ছে। এ দিকে, রাস্তার যা অবস্থা তাতে কোনও অসুস্থ ব্যক্তিকে সেখান দিয়ে নিয়ে যাওয়াও বিপজ্জনক। |