টুকরো খবর |
ব্যাঙ্ক কর্তার জামিন নাকচ
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
প্রতারণার অভিযোগে ধৃত ব্যাঙ্ক কর্তার জামিনের আর্জি মঙ্গলবার খারিজ করে দিল অতিরিক্ত জেলা ও দায়রা আদালতও। গত ১২ এপ্রিল বহরমপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজারকে ওই ব্যাঙ্কেরই আঞ্চলিক শাখা কার্যালয় থেকে ৪০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার করে ফরাক্কা থানার পুলিশ। সরকারি আইনজীবী সৈয়দ সাদেক রিটু জানান, মঙ্গলবার জঙ্গিপুরে জেলা ও দায়রা আদালতের বিচারক পুলককুমার তেওয়ারির এজলাসে জামিনের আর্জি জানান তিনি। কিন্তু পুলিশের তরফে দাখিল করা নথিপত্র দেখে জামিনের আবেদন নামঞ্জুর করে দেন বিচারক।
|
চাল উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
পঞ্চাশ বস্তা রেশনের চাল উদ্ধার হয়েছে একটি মুড়ি তৈরির কারখানা থেকে। মঙ্গলবার সন্ধ্যায় ডোমকলের বাগডাঙার ঘটনা। এ দিন ডোমকলের এসডিপিও দেবর্ষি দত্ত পুলিশের সঙ্গে ওই কারখানায় হানা দেন। তিনি বলেন, “আমরা গোপনে খবর পেয়ে এই কারখানায় হানা দিয়েছি। এই কারখানার তিন জন শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।” পুলিশ জানিয়েছে, ওই কারখানার মালিক ফুরকান আলি পলাতক।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে অম্বিকা দাস (৩০) নামে এক ব্যক্তির। সোমবার সন্ধ্যায় সুতির মাহেশাইলের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। অম্বিকাবাবু লরি চালাতেন। ওই দিন তিনি রিকশা করে জাতী সড়ক দিয়ে যাচ্ছিলেন। সেই সময়ে ফরাক্কাগামী একটি গাড়ি তাঁকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, চালক পলাতক। তবে গাড়িটি আটক করা হয়েছে।
|
স্কুলের শতবর্ষ
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
প্রায় দশ কিমি দূরের এক স্কুলে পড়তে যেত গ্রামের কয়েকজন পড়ুয়া। আর স্বপ্ন দেখত নিজেদের গ্রামে একটা স্কুল গড়ার। একশো বছর আগে সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে তৈরি হয়েছিল পোড়াডাঙা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। চাকদহ থেকে প্রায় সাড়ে চার কিমি দূরের ওই স্কুলের শতবর্ষ উদ্যাপিত হল সোমবার। প্রভাতফেরি দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ছিল বিশিষ্টদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ব বিদ্যালয়ের কৃষি কারিগরি বিভাগের ডিন অসিত চক্রবর্তী, বিশিষ্ট শিক্ষাবিদ মিহির সিংহরায়, প্রধান শিক্ষক রবীন চট্টোপাধ্যায় প্রমুখ।
|
ধানতলায় কৃষকদের প্রশিক্ষণ শিবির
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
দলুয়াবাড়ি বিবেকানন্দ পল্লি উন্নয়ন সমিতির পরিচালনায় এবং নাবার্ডের আর্থিক সাহায্যে বিকল্প চাষ নিয়ে কৃষকদের জন্য একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হল। শনিবার ধানতলার ওই অনুষ্ঠানে এলাকার ৩০ জন কৃষক যোগ দিয়েছিলেন। উপস্থিত ছিলেন নাবার্ডের সহকারি জেনারেল ম্যানেজার চঞ্চল মিত্র, জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার সৈকত দত্ত, রানাঘাটের সহকারি কৃষি অধিকর্তা হরিদাস মণ্ডল-সহ বিশিষ্ট ব্যক্তিরা। চঞ্চলবাবু বলেন, “কৃষকদের জন্য উন্নত বীজের ব্যবস্থা করা হবে, দেওয়া হবে প্রযুক্তিগত সাহায্যও।”
|
শিমুরালিতে সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
ঐক্য কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হল চাকদহের শিমুরালিতে। শনি ও রবিবারের ওই অনুষ্ঠানে রক্তদানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা সভা, ব্রতচারি নৃত্য ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন ছিল। ক্লাবের সম্পাদক প্রণব মজুমদার বলেন, “বছরভর বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্মের আয়োজন করি আমরা।”
|
বিগ্রহ মেলেনি
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
প্রায় পাঁচশো বছরের পুরোনো গোপাল বিগ্রহের কোনও হগযদিশ নেই চুরির তিন সপ্তাহ পরেও। ৫ এপ্রিল নবদ্বীপের তমালতলার ভট্টাচার্য পরিবার থেকে ওই বিগ্রহ এবং কিছু সোনার গয়না চুরি হয়। মঙ্গলবার ওই পরিবারের আশিস ভট্টার্চায জেলা পুলিশ সুপারের কাছে পুনরায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, “এসপিকে জানিয়েছি যাতে উপযুক্ত তৎপরতায় তদন্ত হয়।” পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, “আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।”
|
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে ভরত দাস (২১) নামে এক ব্যক্তির। তাঁর বাড়ি সুতির ফতেপুরে। সোমবার তিনি কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই ভরতবাবু আত্মহত্যা করেছেন। ভস্মীভূত বাড়ি। ভস্মীভূত হয়েছে ৮টি বাড়ি। মঙ্গলবার হোগলবেড়িয়ার মুক্তদহ গ্রামের ঘটনা। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। |
|