সংস্কৃতি যেখানে যেমন

নাইজেরিয়া বনাম বাংলা
স্কুলের হীরক জয়ন্তী উপলক্ষে তিন দিনের অনুষ্ঠান হল ডোমকল থানার কুশাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে। ১৫-১৭ এপ্রিল তিন দিনের ওই অনুষ্ঠানে নাচ, গান ও ম্যাজিক পরিবেশন ছাড়াও ছিল ফুটবল খেলা। নাইজেরিয়া একাদশ বনাম স্থানীয় ফুটবলারদের নিয়ে গড়া একাদশের খেলা দেখতে উপচে পড়েছিল মাঠ।

গল্প সংকলন প্রকাশ
কান্দির ভূমিপুত্র পঙ্কজভূষণ সেনের লেখা ‘দেশ’ ও ‘প্রবাসী’ পত্রিকায় প্রকাশিত ৩০টি গল্প নিয়ে প্রকাশিত হল ‘গল্পগুচ্ছ’। গত ১৩ এপ্রিল কান্দি রাজ কলেজে এক অনুষ্ঠানে গ্রন্থটি প্রকাশ করা হয়। প্রকাশক স্থানীয় ‘অঙ্গাঙ্গী’ পত্রিকা গোষ্ঠী।

ওপারের আবৃত্তিকার
গত ২১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ৪ দিন ধরে বহরমপুর রবীন্দ্রসদনের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হল ‘আবৃত্তি উৎসব’। আয়োজক সংস্থা বহরমপুরের ‘অমৃতকুম্ভ’। সংস্থার ৩৫-তম আবৃত্তি উৎসবে অংশ নেন মুর্শিদাবাদ ছাড়াও বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর-সহ বেশ কিছু জেলা এবং বাংলাদেশের যশোহর জেলা থেকে আসা আবৃত্তিকারেরা।

শিমুরালিতে অনুষ্ঠান
ঐক্য কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হল চাকদহের শিমুরালিতে। শনি ও রবিবারের ওই অনুষ্ঠানে রক্তদানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা সভা, ব্রতচারি নৃত্য ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন ছিল।


পাতা পরব। নিজস্ব চিত্র।

বিবেকমেলা
বহরমপুর পুরসভা ও যুব কল্যাণ দফতরের যৌথ উদ্যোগে ২০-২২ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হল ‘বিবেকমেলা’। স্বামী বিবেকানন্দ স্মরণে বহরমপুর রবীন্দ্রসদনের ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন সারগাছি রামকৃষ্ণ মিশনের মহারাজা বিশ্বময়ানন্দজি। আলোচনা ও সঙ্গীত পরিবেশন করা ছাড়াও ছিল ফুটবল প্রতিযোগিতা।

ছাত্র সম্মীলনী
‘নবদ্বীপ বকুলতলা প্রাক্তন ছাত্র সম্মিলনী’র উদ্যোগে ২১ এপ্রিল রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশতবর্ষপূর্তির অনুষ্ঠান হল। অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী রবীরঞ্জন চট্টোপাধ্যায়। ‘রবীন্দ্রনাথের ভাবনায় গ্রামীন বিকাশ ও কৃষি আন্দোলন’ বিষয়ে আলোচনায় অংশ নিয়েছিলেন রবীন্দ্র গবেষক হীরেন চট্টোপাধ্যায়, সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায়, গবেষক স্বপন মুখোপাধ্যায় প্রমুখ।

যুগাগ্নি ৩৯
পয়লা মে বহরমপুরের নাট্যসংস্থা ‘যুগাগ্নি’ ৩৯-এ পা দিচ্ছে। ওই দিন সন্ধ্যায় বহরমপুর রবীন্দ্রসদনের মুক্তমঞ্চে মঞ্চস্থ হতে চলেছে সফদার হাসমির নাটক ‘আমি মেয়ে’। অনুবাদ আশিস গোস্বামী, সম্পাদনা সীমা সরকার ও নির্দেশনা অভিজিৎ সরকার।

স্কুলের শতবর্ষ
প্রায় দশ কিমি দূরের এক স্কুলে পড়তে যেত গ্রামের কয়েকজন পড়ুয়া। আর স্বপ্ন দেখত নিজেদের গ্রামে একটা স্কুল গড়ার। আজ থেকে একশো বছর আগে সেই স্বপ্নকে বাস্তব করতে তৈরি হয়েছিল পোড়াডাঙা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। চাকদহ থেকে প্রায় সাড়ে চার কিমি দূরের ওই স্কুলের শতবর্ষ উদযাপিত হল সোমবার। সকালে প্রভাতফেরি দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ছিল বিশিষ্টদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.