টুকরো খবর
নন্দীগ্রাম-কাণ্ডে জামিন না-মঞ্জুর বন্দি অজিতের
নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডে জেলবন্দি খেজুরির গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সিপিএম সদস্য অজিত বরের জামিনের আবেদন না-মঞ্জুর করে দিলেন পূর্ব মেদিনীপুরের জেলা-দায়রা বিচারক শ্যামল গুপ্ত। মঙ্গলবার তমলুকে জেলা-দায়রা বিচারকের এজলাসে অজিত বর-সহ এই মামলায় জেলবন্দি ৪ সিপিএম নেতা-কর্মীর জামিনের আবেদনের শুনানি নির্দিষ্ট ছিল। তবে নব সামন্ত, সত্যরঞ্জন মাকুর ও মতিউর রহমানের জামিনের আবেদনের শুনানি এ দিন করতে চাননি তাঁদের আইনজীবীরাই। অজিত বরের জামিনের আবেদনের শুনানি হয়। ওই আবেদন না-মঞ্জুর করে দেন জেলা-দায়রা বিচারক। আজ, বুধবার এবং কাল ও পরশু, বৃহস্পতি ও শুক্রবার আবার এই মামলাতেই জেলবন্দি অমিয় সাউ, লক্ষ্মণ শেঠ এবং অশোক গুড়িয়ার জামিনের আবেদনের শুনানি রয়েছে জেলা-দায়রা বিচারকের এজলাসেই। এ দিনই এই মামলায় চার্জশিটে নাম থাকা কিন্তু আগে থেকেই জামিনে মুক্ত ৬ জনের জামিন বাতিল করার জন্য সিআইডি-র আবেদনের শুনানি ছিল হলদিয়া এসিজেএম আদালতে। কিন্তু মামলার নথিপত্র জেলা আদালতে থাকায় হলদিয়ায় এ দিন আর শুনানি হয়নি। আগামী ২৫ মে ফের এ সংক্রান্ত শুনানি হবে। ৬৭ জন ‘ফেরার’ অভিযুক্তকে ‘পলাতক অপরাধী’ ঘোষণা করে তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরুর জন্য সিআইডি-র আবেদনের শুনানিও পিছিয়ে ২৫ মে নির্দিষ্ট হয়েছে।

বিদ্যুৎ দফতরে বিক্ষোভ
বকেয়া মেটানোর দাবিতে মঙ্গলবার কাঁথির বিদ্যুৎ দফতরের ডিভিশন্যাল ম্যানেজারের অফিসে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি দিল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিক্যাল কনট্রাক্টর্স অ্যাসোসিয়েশনের কাঁথি শাখা। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি কাঞ্চন মাইতি, কাঁথি শাখার সম্পাদক বিশ্বনাথ দত্ত প্রমুখ। বকেয়া বিলের অর্থ ৩০ এপ্রিলের মধ্যে বিদ্যুৎ দফতর না মেটালে আগামী ৩ মে ফের ডিভিশন্যাল ম্যানেজারের অফিসে বিক্ষোভ-সমাবেশ ও আগামী ১৬ মে থেকে কাঁথি ডিভিশনের অধীনে সমস্ত রকম বিদ্যুৎ সংক্রান্ত কাজ বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন সংগঠনের তরফে মানস বন্দ্যোপাধ্যায়।

ধৃত আরও এক
ব্যাঙ্কে চুরির ঘটনার তদন্তে যার খোঁজ করছিল পুলিশ, অবশেষে সে ধরা পড়ল ওড়িশা থেকে। গত ২০ অক্টোবর এগরার পাঁচরোলে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের ভল্ট ভেঙে চুরির ঘটনায় গ্রামেরই দু’জনকে গ্রেফতার করেছিল পুলিশ। জেরায় তারা গ্রামেরই দেবু জানা চুরির পরিকল্পনা করেছিল বলে জানিয়েছিল। এরপরই দেবুর খোঁজে নামে পুলিশ। সোমবার রাতে ওড়িশায় শ্বশুরবাড়ি থেকে দেবুকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় কাঁথি আদালত।

অপহরণ ও ধর্ষণে ধৃতের জেলহাজত
নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত দুলাল শিটের বাড়ি মোহনপুরের চকপুরুষোত্তমপুর গ্রামে। সেখান থেকেই উদ্ধার হয়েছে এগরার দাউদপুর গ্রামের ওই নাবালিকা। মঙ্গলবার দুলালকে কাঁথি এসিজেএম আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এগরা মহকুমা হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানোর পরে আদালতে ওই নাবালিকার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। আদালতের নির্দেশে নিমতৌড়ির একটি হোমে পাঠানো হয়েছে ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুলালের স্ত্রী ও সন্তান রয়েছে। এগরার দাউদপুর গ্রামে তাঁর এক আত্মীয়ের বাড়ি। গত ১৯ এপ্রিল দাউদপুরের এক বাসিন্দা তাঁর মেয়েকে অপহরণের অভিযোগ করেন দুলালের বিরুদ্ধে। অপহরণে সহায়তার অভিযোগে দুলালের দাদা অখিলকে গ্রেফতার করা হয়। পরে পুলিশ দুলালকে গ্রেফতার করে।

গ্রামে বিদ্যুৎ সংযোগ
রাজীব গাঁধী গ্রামীণ বিদ্যুদয়ন প্রকল্পে রামনগর ১ ব্লকের গোবরা গ্রাম পঞ্চায়েতের ঘণ্টশোল গ্রামের ৫০টি পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হল রবিবার। এই উপলক্ষে ছোট একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত দাস।

বিডিও বদলি
কাঁথি ১ ব্লকের উন্নয়ন আধিকারিক সায়ন্তন বসু বাঁকুড়ার ছাতনা ব্লকে বদলি হচ্ছেন। তাঁর জায়গায় আসছেন হাওড়া ২ ব্লক থেকে মাসুদ আলম। দেশপ্রাণ ব্লকের উন্নয়ন আধিকারিক অনাদি মাহাতো পুরুলিয়ায় বদলি হয়েছেন। তাঁর জায়গায় আসছেন গৌতম মণ্ডল।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.