‘জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য প্রত্যেককে ধন্যবাদ। ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ। আমার অগুণতি ভক্ত, প্লেয়াররা এবং শুভানুধ্যায়ীদের কাছ থেকে আমি বছরের পর বছর ধরে যে ভালবাসা পেয়েছি তার জন্য আমি অভিভূত, কৃতজ্ঞ।” ৩৯তম জন্মদিনে এ ভাবেই নিজের মনোভাব প্রকাশ করেছেন সচিন তেন্ডুলকর।
বুধবারই মোহালিতে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের ফিরতি লড়াই আইপিএলে। সচিনের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে কিংস ইলেভেন অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট বলেন, “আমার একটু কাঁপুনিও হচ্ছে। অনেক বছর আগে সচিন ওর জন্মদিনে শারজায় অস্ট্রেলিয়া-ভারত ওয়ান ডে-তে বিধ্বংসী সেঞ্চুরি করেছিল। কাল কী ভাগ্যিস, ওর জন্মদিন নয়। তবে জন্মদিনের পরের দিনই! |
আর স্বয়ং সচিন? গিলক্রিস্টের দলের মোকাবিলার চব্বিশ ঘণ্টা আগে পিসিএ স্টেডিয়ামের নেটে অনেকক্ষণ ব্যাটিং করে উঠে সচিন বলেন, “এত বছর ধরে আমার জন্য শুভকামনা আর প্রার্থনা করার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।” আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি করার পর এটাই সচিনের প্রথম জন্মদিন। স্ত্রী অঞ্জলি-কে নিয়ে সচিন গত কালই চণ্ডীগড়ে এসেছেন। মুম্বই ইন্ডিয়ান্স দল যে হোটেলে উঠেছে, সেই ম্যারিয়ট হোটেলে সচিনের জন্মদিন পালনের জন্য তাঁর সতীর্থরা একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করেন। ওই পার্টির জন্য পাঁচ কেজি ওজনের একটি বার্থ ডে কেক বানিয়ে ছিলেন হোটেলের চিফ শ্যেফ পল্লবী সিংহল। ক্রিকেট মাঠের আদলে। সন্ধেয় সচিন সেই কাটার সময় মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হরভজন সিংহ চিৎকার করে বলেন, “এমন দিন তোমার জীবনে আরও অনেক আসুক সচিনপাজি। তোমার সুখী আর সুস্থ জীবন কামনা করি আমরা।” |
তার আগে ওই হোটেলেই সচিন তাঁকে নিয়ে সংকলিত একটি বই প্রকাশ করেন। দক্ষিণের নামী সংবাদ গোষ্ঠী প্রকাশিত ইংরেজি বইটির নাম ‘সচিনএ ট্রিবিউট টু দ্য লিজেন্ড’। গত কাল রাতেও শহরের নামী শিল্পপতির দেওয়া পার্টিতে সস্ত্রীক উপস্থিত ছিলেন সচিন। সেখানে ‘হান্ড্রেড’ লেখা কেক কাটেন সচিন। |