হরিপালে ট্রেনের ধাক্কায় মৃত্যু রেলকর্মীর
নিজস্ব সংবাদদাতা • হরিপাল |
ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক রেলকর্মীর। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হরিপাল স্টেশনের কাছে। রেল পুলিশ জানায়, মৃতের নাম মুরারী কুমার (৩৭)। তাঁর আসল বাড়ি পটনায়। কর্মসূত্রে হরিপালে রেলের আবাসনে থাকতেন। এ দিন সকালে হরিপাল স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ি কামরার ‘সিরিয়াল নম্বর’ পরীক্ষা করে দেখছিলেন মুরারীবাবু। সে সময়ে আপ হাওড়া-তালপুর লোকাল স্টেশনে ঢুকছিল। মুরারীবাবু লাইনে দাঁড়িয়েই কাজ করছিলেন। ট্রেনটি যে কাছে এসে পড়েছে, তা তিনি খেয়াল করেননি। ট্রেনটি তাঁকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই রেলকর্মীর। |
ব্রেক আটকে গীতাঞ্জলি এক্সপ্রেসে ধোঁয়া
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
মঙ্গলবার দুপুরে মুম্বইগামী হাওড়া-মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেসের ৫-নম্বর কামরার নীচে চাকার কাছ থেকে ধোঁয়া বেরোতে থাকে। ব্রেক জ্যাম হয়ে যাওয়ার জন্যই ঘটনাটি ঘটে বলে রেল সূত্রের খবর। হাওড়া-খড়্গপুর বিভাগের বাগনান স্টেশনে ট্রেনটিকে দাঁড় করানো হয়। দক্ষিণ-পূর্ব রেল সূত্রের খবর, এ দিন দুপুর ১ টা ৫০ মিনিটে ট্রেনটি হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে আসে। বীরশিবপুর স্টেশনের উপর দিয়ে যাওয়ার সময়ে একজন রেলকর্মী ট্রেনটিকে সবুজ পতাকা দেখানোর সময়ে লক্ষ্য করেন ৫ নম্বর কামরার নীচে চাকার কাছ থেকে ধোঁয়া বেরোচ্ছে। তিনি ঘটনাটি জানান বীরশিবপুরের স্টেশন ম্যানেজারকে। বীরশিবপুর থেকে খবর যায় বাগনানে। সেখানে ২টো ৩৭ নাগাদ ট্রেনটিকে থামানো হয়। মেরামতির পরে ২ টো ৫২ মিনিটে ফের ট্রেনটি রওনা দেয়। |
মুণ্ডহীন দেহ মিলল শ্যামপুরে
নিজস্ব সংবাদদাতা • শ্যামপুর |
এক ব্যক্তির মুণ্ডহীন দেহ উদ্ধার হল মঙ্গলবার সকালে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন সকালে শ্যামপুরের কোলিয়া মোড়ের কাছে রাস্তার ধারে একটি ধানজমিতে মুণ্ডহীন দেহটি পড়ে থাকতে দেখে বাসিন্দারা পুলিশকে খবর দেন। ধারাল অস্ত্র দিয়ে ওই ব্যক্তির মাথা কেটে নেওয়া হয়েছে। তাঁর পুরুষাঙ্গটিও কেটে নেওয়া হয়। রক্তমাখা অন্তর্বাসটি কিছুটা দূরে পড়েছিল। দেহটি যেখানে পাওয়া যায় সেখানে ছিল চাপ চাপ রক্ত। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শ্যামপুর থানার ওসি কৌশিক গঙ্গোপাধ্যায় এবং উলুবেড়িয়ার এসডিপিও শ্যামলকুমার সামন্ত। পুলিশের অনুমান, ওই ব্যক্তিকে বাইরে থেকে ধরে এনে এই এলাকাতেই খুন করে পালিয়ে গিয়েছে আততায়ীরা। এসডিপিও বলেন, “আপাতত একটি খুনের মামলা রুজু করা হয়েছে। মৃতের পরিচয় জানার চেষ্টা হচ্ছে।” |
বিদ্যুতের খুঁটি পোতা নিয়ে দিন পাঁচেক ধরে গোলমাল চলছে খানাকুলের মহিষগেট মাঝপাড়ায়। গত শনিবার বিদ্যুতের একটি খুঁটি সরানোর দাবি তুলে একাংশ গ্রামবাসী ঠিকাদার সংস্থার উপর চাপ দিলে গ্রামেরই অন্য এক অংশ তাঁদের মারধর করে বলে অভিযোগ। দু’পক্ষের সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এক মহিলা। ওই দিনের ঘটনার জেরে সোমবার রাতে এক ব্যক্তি আক্রান্ত হন বলে অভিযোগ। তাঁকেও আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দু’পক্ষই তৃণমূলের কর্মী-সমর্থক। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এটা কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নয়, গ্রাম্য বিবাদ। এই ঘটনায় দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছে। |