সামনেই পলিটেকনিক পরীক্ষা। তাই সন্ধেবেলা টিভি দেখার জন্য ছেলেকে বকেছিলেন বাবা। কথা কাটাকাটিও হয়। এর পরেই মোটরবাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় ছেলে। আর ফিরে আসেনি। রাতেই ওই যুবকের বাইকটি বালি সেতুতে পরিত্যক্ত অবস্থায় মিলেছে।
হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, নিখোঁজের নাম অশেষ ঘোষ (২১)। সিটি কলেজের বি এ দ্বিতীয় বর্ষের ওই ছাত্রের বাড়ি মানিকতলা মেন রোডের কাছে সতীন সেন সরণিতে। পুলিশ জানায়, সোমবার রাতে বাড়ি থেকে বেরিয়ে যান অশেষ। রাত সাড়ে ১১টা নাগাদ বালির বাসিন্দা দুই যুবক স্থানীয় থানায় ফোন করে জানান, বালি সেতুর ৩ নম্বর স্তম্ভের কাছে একটি মোটরবাইক পড়ে, তাতে চাবি ঝুলছে। ওই যুবকরা এ-ও জানান, তাঁরা কিছুক্ষণ আগে যখন বালি ঘাটের কাছে বসেছিলেন, তখনই ওই যুবককে তীব্র গতিতে দক্ষিণেশ্বরের দিকে যেতে দেখেন। মোটরবাইকটিকে বাজেয়াপ্ত করে পুলিশ।
পুলিশ জানায়, বাইকটি থেকে পাওয়া একটি মানিব্যাগের সূত্র ধরে ওই যুবকের পরিচয় মেলে। মঙ্গলবার তাঁর বাড়িতে খবর দেওয়া হয়। এ দিন দুপুরে অশেষের বাবা প্রদীপ ঘোষ বালি থানায় আসেন। তিনিই জানান, রাতে টিভি দেখা নিয়ে ছেলেকে বকেছিলেন। কিন্তু ছেলে যে বাড়ি থেকে বেরিয়ে যাবে, ভাবতে পারেননি। প্রদীপবাবু বলেন, “রাত সাড়ে ১০টা নাগাদ ও এক বার মাকে ফোন করে বলে, পড়াশোনা নিয়ে রোজের অশান্তি আর ভাল লাগছে না। তাই আর বাঁচতে চায় না। তার পর থেকে মোবাইল বন্ধ। ভেবেছিলাম রাতে বন্ধুর বাড়িতে ছিল, সকালেই ফিরবে। এখনও কেন ফিরল না, ভেবে পাচ্ছি না।” মানিকতলা থানায় নিখোঁজ ডায়েরির পাশাপাশি ছেলের বান্ধবী ও তাঁর পরিবারের বিরুদ্ধে অশেষকে মানসিক অত্যাচারের লিখিত অভিযোগ করেছেন প্রদীপবাবু।
হাওড়া সিটি পুলিশের এডিসি রশিদ মুনির খান বলেন, “ওই যুবকের খোঁজে তল্লাশি চলছে। মানিকতলা থানাকেও জানানো হয়েছে। মোবাইলের কললিস্ট দেখে তদন্ত এগোনোর চেষ্টা হচ্ছে।” |