স্কুলে বিক্ষোভ গ্রামবাসীদের |
পড়াশোনার স্বাভাবিক পরিবেশ ফেরানো এবং শিক্ষক-শিক্ষিকাদের নিয়মিত হাজিরার দাবিতে স্কুলে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও গ্রামবাসীরা। মঙ্গলবার ঘটনাটি ঘটে সিউড়ির ইটাগড়িয়া হাজি মমতাজ হোসেন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। স্কুল সূত্রের খবর, কিছু শিক্ষক-শিক্ষিকার অনিয়মিত স্কুলে আসার জেরে পড়াশোনা ব্যাহত হওয়ার অভিযোগ তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা। সোমবার এ বিষয়ে স্কুলের পরিচালন সমিতির সম্পাদকের উপস্থিতিতে বৈঠক হয়। প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, “মঙ্গলবার বেলা ১১টা নাগাদ এক শিক্ষিকার সঙ্গে এক শিক্ষকের বাদানুবাদ হয়। সেটা বাড়াবাড়ির আকারে পৌঁছয়।” শিক্ষক-শিক্ষিকাদের একাংশের অনিয়মিত স্কুলে আসার অভিযোগ অবশ্য মেনে নিয়েছেন প্রধান শিক্ষক। তাঁর কথায়, “এ দিনের ঘটনা নিয়ে এলাকাবাসীদের মধ্যে ভুলবোঝাবুঝি হয়। তাঁরা স্কুলে বিক্ষোভও দেখান। উত্তেজনার কারণে ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে তৃতীয় পিরিয়ডে স্কুল ছুটি ঘোষণা করা হয়।” গ্রামবাসীদের ক্ষোভ, কিছু শিক্ষক-শিক্ষিকার নিয়মিত স্কুলে না আসা এবং নিজেদের মধ্যে বিরোধের কারণে স্কুলে পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। স্কুলের সম্পাদক হোসেন আলি বলেন, “স্কুলের মধ্যেই শিক্ষক-শিক্ষিকার বাদানুবাদের ঘটনা মোটেও কাঙ্ক্ষিত নয়। ওই ঘটনার পরেই বৈঠকে বসা হলেও কোনও সিদ্ধান্তে পৌঁছনো যায়নি।” প্রধান শিক্ষক জানান, আজ, বুধবার পরিচালন সমিতির জরুরি সভা ডাকা হয়েছে। সেখানেই যা সিদ্ধান্ত হওয়ার হবে।
|
তালের রস খাওয়ার পরে গালিগালাজকে কেন্দ্র করে বোমাবাজিতে জখম হল এক কিশোরী-সহ চার জন। মঙ্গলবার বিকেলে রামপুরহাটের সইপুর গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে চার যুবক একটি মুদির দোকানের সামনে বসেছিলেন। সেই সময় স্থানীয় এক বাসিন্দা তালের রস খেয়ে মত্ত অবস্থায় গালিগালাজ করতে শুরু করে। যুবকেরা প্রতিবাদ করলে মত্ত ব্যক্তিটি বাড়ি থেকে বোমা এনে মুদির দোকানের দেওয়ালে ফাটায়। তিন যুবক এবং এক কিশোরী জখম হন। পুলিশ অভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে। আহতেরা রামপুরহাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
|
প্রাক্তন শিক্ষিকা খুনে ধৃতের জামিন নাকচ |
শান্তিনিকেতনে অবসরপ্রাপ্ত স্কুল-শিক্ষিকা রেণু সরকার খুনের ঘটনায় ধৃত পিন্টু দাসের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ১৩ জানুয়ারি শান্তিনিকেতনের বাড়িতে রেণুদেবী (৭৮) খুন হন। খুনের অভিযোগে বাড়ির কেয়ারটেকার উজ্জ্বল তপাদার এবং মঙ্গল সাহানি ও পিন্টু দাসকে ধরা হয়। চার্জশিটে পুলিশ দাবি করে, চুরিতে বাধা দেওয়ায় মঙ্গল ও উজ্জ্বল রেণুদেবীকে খুন করে। উজ্জ্বলও যুক্ত। পিন্টু দাস হাইকোর্টে জামিনের আবেদন করে। মঙ্গলবার ডিভিশন বেঞ্চ তা খারিজ করে। আদালতের বক্তব্য, খুনের জন্য ভাড়া করা হয় পিন্টুকে। ‘চান্স ফিঙ্গারপ্রিন্ট’-এর (অসতর্কতায় ঘটনাস্থলে থেকে যাওয়া অপরাধীর হাতের ছাপ) সঙ্গে পিন্টুর হাতের ছাপ মিলে গিয়েছে।
|
নিম্নমানের কাজ হচ্ছে, অভিযোগ তুলে সম্প্রতি স্কুলের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছিলেন এলাকাবাসী। সেই সুযোগে স্কুলের তালা ভেঙে নির্মাণকাজের জন্য রাখা ২০ বস্তা সিমেন্ট চুরি হয়ে গেল। সোমবার রাতে ঘটনাটি ঘটে মুরারইয়ের সাড়াইলকাটি প্রাথমিক বিদ্যালয়ে। |