নির্দিষ্ট সময়ে বিভিন্ন সরকারি প্রকল্প সফলতার সঙ্গে রূপায়ণ করায় উত্তর দিনাজপুরের তিনটি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিকে পুরস্কৃত করল জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলাপরিষদ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাম পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতিদের হাতে ট্রফি ও আর্থিক পুরস্কার তুলে দেন জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া-সহ প্রশাসনিক আধিকারিকেরা। জেলাশাসক জানান, রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি ১ গ্রাম পঞ্চায়েত প্রথম, গোয়ালপোখর ২ ব্লকের চাকুলিয়া গ্রাম পঞ্চায়েত দ্বিতীয় ও রায়গঞ্জ ব্লকেরই মহিপুর পঞ্চায়েত তৃতীয় স্থান দখল করেছে। ট্রফির পাশাপাশি ৫০, ৪০ ও ৩০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
|
শহর লাগোয়া এক ধাবায় হানা দিয়ে পুলিশ ৩ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেছে। গ্রেফতার করা হয়েছে আলমগির শেখ নামে এক যুবককে। ধৃতের বাড়ি বৈষ্ণবনগর যানার জৈনপুর এলাকায়। বুধবার রাতে ইংরেজবাজার থানার রবীন্দ্রভবনের কাছে ঘটনাটি ঘটেছে। প্রতিটি এক হাজার টাকার নোট। জেলা পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “ধৃত যুবক অনেকদিন ধরেই জালনোট পাচারের সঙ্গে যুক্ত। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়।” পুলিশ সূত্রের খবর, কলকাতার এক ব্যক্তিকে ওই জাল টাকা সরবরাহ করার জন্যই আলমগির ধাবায় অপেক্ষা করছিল।
|
ছ’ঘণ্টা অবরোধ জাতীয় সড়ক |
বাস স্টপেজের দাবিতে বৃহস্পতিবার ৩৪ নম্বর জাতীয় সড়ক ৬ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখান গাজলের আদিনার বাসিন্দারা। প্রশাসন শুক্রবার বাস ওনার্স অ্যসোসিয়েশনের সঙ্গে বৈঠকের প্রতিশ্রুতি দেওয়ায় অবরোধ ওঠে। এদিন অবরোধে ব্যাপক যানজট হয়। আদিনা এলাকার বাসিন্দাদের অভিযোগ, আদিনা ঐতিহাসিক সমৃদ্ধ এলাকা। প্রতিদিন প্রচুর মানুষ আদিনায় যাতায়াত করেন। অথচ সরকারি, বেসরকারি কোনও বাসেরই স্টপেজ নেই। ভোটের আগে সমস্ত রাজনৈতিক দল প্রতিশ্রুতি দিলেও কাজ হয়নি। জেলা পুলিশ সুপার জয়ন্ত পাল জানান, বাস স্টপজের দাবিতে অবরোধ আন্দোলন হয়। বিষয়টি প্রশাসনিকস্তরে দেখা হচ্ছে।
|
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের আত্মঘাতী মহিলা কর্মীর সুইসাইড নোট উদ্ধার করল পুলিশ। বুধবার পুলিশ মহিলার দেহ উদ্ধারের পরে সিটু কর্মীরা ডিপো কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তাঁদের নালিশ, অনিয়মিত বেতন ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় ছুটি না-পেয়ে ওই মহিলা আত্মঘাতী হয়েছেন। ডিপো ইনচার্জের শাস্তিও দাবি করে সিটু। এনবিএসটিসি’র অন্যতম ডিরেক্টর বিপ্লব খাঁ বলেন, “মৃত্যু নিয়ে রাজনীতি দুর্ভাগ্যজনক।”
|
সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের স্বনির্ভর করতে উদ্যোগী হল রায়গঞ্জ পুরসভা। বৃহস্পতিবার বিকালে পুরসভার তরফে শহরের ২৫ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকায় প্রায় ১০০ জন সংখ্যালঘু মহিলাদের নিয়ে একটি স্বনির্ভরতা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে স্থানীয় কাউন্সিলর পবিত্র চন্দ, পুরসভার শহর প্রকল্প আধিকারিক শ্যামল সেনগুপ্ত সহ পুর-আধিকারিকেরা হাজির ছিলেন।
|
জামিন পেলেন উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের মালকুন্ডার বাসিন্দা,মারধরে অভিযুক্ত গণেশ রায়। বৃহস্পতিবার তাঁর আর্জি মঞ্জুর করে ইসলামপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। ১১ মার্চ গণেশবাবুর বাড়িতে হামলা করার অভিযোগ ওঠে প্রতিবেশী পরশ রায়-সহ তার পরিবারের নামে। |