|
|
|
|
খাবার ভেবে কীটনাশক খাওয়ায় অসুস্থ ৫ শিশু |
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
নুন ভেবে কীটনাশক খেয়ে ফেলায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছে পাঁচ শিশু। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মালবাজার থানার আনন্দপুর চা বাগানে। গুরুতর অসুস্থ হয়ে পড়া পাঁচ শিশুকেই মালবাজার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অসুস্থ শিশুদের বয়স ৩-৫ বছর। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে মহকুমা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। চা বাগান সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময়ে ওই শিশুদের মায়েরা চা বাগানে পাতা তোলার কাজে গিয়েছিলেন। কাজে যাওয়ার সময়ে মায়েরা শিশুদের চা বাগানের একটি বাংলোর সামনের খোলা মাঠে বসিয়ে রেখে গিয়েছিলেন। মাঠের মধ্যে পাখি মারার কীটনাশক পড়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। কারা সেগুলি ফেলে রেখেছিল সেটা স্পষ্ট নয়। পাতা তোলার পরে ওই মহিলারা কাজ সেরে বাংলোর সামনে ফিরে দেখতে পান প্রতিটি শিশুই অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। প্রত্যেকের মুখ দিয়ে ফেনা বার হচ্ছে। মাঠের মধ্যে পাখি মারার ওই সাদা কীটনাশক পড়ে থাকতে দেখে বিষয়টি তাঁদের কাছে স্পষ্ট হয়। তড়িঘড়ি শিশুদের মালবাজার হাসপাতালে আনা হয়। অসুস্থ শিশু দীপক ওরাঁওয়ের মা সোমারি দেবী বলেন, “প্রতিদিনই শিশুদের ওই মাঠের মধ্যে রেখে পাতা তুলতে যাই। এদিন কীভাবে এমন ঘটনা ঘটল বুঝতে পারছি না।” ওই ঘটনায় অসুস্থ সাহিল ও সাহিদের বাবা পাহান ওরাঁও বলেন, “নুন ভেবে ছেলেরা কীটনাশক মুখে দিয়েছে বুঝে চা বাগান কর্তৃপক্ষকে জানাই। চা বাগান থেকে তখনই অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়।” আনন্দপুর চা বাগানের ম্যানেজার অঞ্জন রায় হাসপাতালে ছুটে যান শিশুদের খোঁজ নিতে। তিনি বলেন, “চা বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে অসুস্থ শিশুদের জন্য সব রকম সহায়তা করা হবে।” |
|
|
|
|
|