একেবেঁকে বয়ে যাচ্ছে নদী। পিছনে ঘন বাঁশ ঝাড়। দুই পাশে খোলা মাঠ। এমনই মনোরম পরিবেশে বৃহস্পতিবার উদ্বোধন হয়েছে প্রতিবন্ধী কিশোর কিশোরীদের হাতের কাজ শেখার স্কুল স্বপ্নতোরণ। জলপাইগুড়ি শহরের সেনপাড়া লাগোয়া রবীন্দ্রনগর কলোনির তিনকাঠা জমিতে তৈরি হয়েছে স্বপ্নতোরণের স্কুলবাড়ি। প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা নিজেরাই মেলাতে বিক্রি হওয়া হাতের কাজের টাকা জমিয়ে তিন কাঠা জমি কেনেন। জলপাইগুড়ির কংগ্রেসের বিধায়ক সুখবিলাস বর্মা তাঁর এলাকা উন্নয়ন তহবিল থেকে প্রায় চার লক্ষ টাকা অনুদান দেয় সংস্থাটিকে। সেই অনুদানেই তৈরি হয়েছে স্বপ্নতোরণের নিজস্ব স্কুলবাড়ি। ২০০৭ সালে তৈরি হওয়া স্বপ্নতোরণের পরিচালিত হয়েছে সংস্থার প্রতিষ্ঠাতা দেবাশিস চক্রবর্তীর সেনপাড়ার বাড়ি থেকে। সংস্থা সূত্রে জানানো হয়েছে, এই স্কুলে প্রতিবন্ধী ছাত্রছাত্রী হাতের কাজ শেখানোর জন্য কোনও অর্থ নেওয়া হয় না। উল্টে বিভিন্ন মেলায় হাতের কাজ বিক্রির টাকা দিয়ে ছাত্রছাত্রীদের মাসিক ভাতা দেওয়া হয়। এদিন স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দৃষ্টিহীন গায়ক অরুনাংশু বড়ুয়া। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে জেলার জনশিক্ষা আধিকারিক সুঁচাদ চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, কাউন্সিলার স্বরূপ মন্ডল-সহ সরকারি আধিকারিক এবং শহরের বহু বাসিন্দা উপস্থিত ছিলেন। সংস্থা সূত্রে জানানো হয়েছে, ভবিষ্যতে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য একটি আবাসিক স্কুল এবং তাঁদের তৈরি হাতের কাজের স্থায়ী বিক্রয় কেন্দ্র তৈরির পরিকল্পনা রয়েছে।
|
আয় বাড়ানোর কাজে সফল হওয়ায় পুরস্কৃত করা হবে শিলিগুড়ির আঠারোখাই গ্রাম পঞ্চায়েতকে। নিজস্ব আয় বাড়ানোর ক্ষেত্রে দার্জিলিং জেলার মধ্যে প্রথম হয়েছে মাটিগাড়া ব্লকের ওই গ্রাম পঞ্চায়েতটি। আগামী ২৪ এপ্রিল দিল্লিতে কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের পক্ষ থেকে দেশের সেরা গ্রাম পঞ্চায়েতগুলিকে পুরস্কৃত করা হবে। তার মধ্যে রয়েছে শিলিগুড়ির ওই গ্রাম পঞ্চায়েতের নামও। মাটিগাড়ার বিডিও বীরবিক্রম রাই বলেন, “২৩ এপ্রিল গ্রাম পঞ্চায়েতের প্রধানকে দিল্লিতে যেতে বলা হয়েছে। ২৪ এপ্রিল পুরস্কার দেওয়া হবে বলে জানতে পেরেছি।” গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, বাড়ি তৈরির নকশা পাশ করার ফি এবং ট্রেড লাইসেন্স বাবদ ওই গ্রাম পঞ্চায়েতের আয় বছরে প্রায় ২৫ লক্ষ টাকা। ওই টাকায় গ্রাম পঞ্চায়েত এলাকায় পথবাতির ব্যবস্থা করেছে। পথবাতির জন্য প্রতি মাসে গ্রাম পঞ্চায়েতকে বিদ্যুতের বিলই দিতে হয় ২ লক্ষ টাকা। এ ছাড়া এলাকার জঞ্জাল অপসারণ, শিশুদের পাঠপুস্তক কিনে দেওয়া, দুঃস্থদের আর্থিক সাহায্য-সহ নানা কাজ রয়েছে। গ্রাম পঞ্চায়েতের প্রধান দক্ষবালা বর্মন বলেন, “গ্রাম পঞ্চায়েত নিজের পায়ে দাঁড়াবে এবং এলাকার মানুষের পাশে থাকবে, এটাই আমাদের লক্ষ্য ছিল। এই কাজে পুরস্কৃত করা হলে মহকুমার অন্যান্য গ্রাম পঞ্চায়েতগুলিও উন্নয়নের কাজে উৎসাহিত হবে বলে বিশ্বাস করি।”
|
‘অনুন্নয়ন’, আন্দোলনে সিপিএম |
অনুন্নয়নের অভিযোগে দু’মাস ধরে টানা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করল সিপিএম। বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করে ওই কথা জানান সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য অশোক ভট্টাচার্য। মে মাসে দলের পক্ষ থেকে শিলিগুড়ি পুরসভা অভিযান করা হবে বলেও তিনি জানান। অশোকবাবু জানান, ২৩ থেকে ২৭ এপ্রিল মহকুমার বিভিন্ন এলাকায় পদযাত্রা করা হবে। সেক্ষেত্রে এলাকাভিত্তিক দাবিকে প্রাধান্য দেওয়া হবে। ২২ এপ্রিল সিপিএমের কনভেনশন হবে মিত্র সম্মিলনী হলে। সেখানে বিনয় কোঙার উপস্থিত থাকবেন। ১ মে দার্জিলিংয়ে অনুষ্ঠান করা হবে। মে দিবস উপলক্ষ্যে ৫ মে শিলিগুড়ির বাঘাযতীন পাকে এবং ৪ এপ্রিল নকশালবাড়িতে শ্রমিক সমাবেশ হবে। ৩০ মে শিলিগুড়ি পুরসভা অভিযান করবে সিপিএম। তার আগে এক লক্ষ মানুষের সই সংগ্রহ করা হবে। ২ মে কনভেনশন হবে। ওয়ার্ডভিত্তিক কনভেনশনও হবে। এদিন ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা চোপড়ায় ত্রাণ পাঠায় সিপিএম। সাংবাদিক বৈঠকে দলের দার্জিলিং জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জীবেশ সরকার উপস্থিত ছিলেন।
|
ছাত্রীকে প্রহারে অভিযুক্ত শিক্ষক |
ইউনিট টেস্টের প্রশ্ন ক্লাসে পড়ানো হয়নি বলায় সপ্তম শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগ উঠল এক পার্শ্ব শিক্ষকের বিরুদ্ধে। শামুকতলা থানার চেপানি হাই স্কুলে বুধবার ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার ঘটনাটি চাউর হতেই স্কুলে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। স্কুল সূত্রের খবর, ওই ছাত্রীর গালে আঘাত লেগেছে। স্কুলে ভাল ছাত্রী হিসাবেই সে পরিচিত। পরে বিক্ষোভের মুখে পড়ে ভুল স্বীকার করে নেন ওই শিক্ষক বরুণ দে। তিনি বলেন, “ভুলবশত ঘটনাটি ঘটেছে। আমি অনুতপ্ত।” স্কুলের প্রধান শিক্ষক মিহির সূত্রধর বলেন, “ভবিষ্যতে যাতে এমন না ঘটে তা দেখা হবে।”
|
শর্ট সার্কিট থেকে কম্পিউটারে আগুন লেগে আতঙ্ক ছড়াল। বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঘটে শিলিগুড়ি থানার আশ্রমপাড়ায়। পরে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্বে আনে। দমকল সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় একটি বহুতলের প্রথম তলায় বেসরকারি অফিস রয়েছে। টেবিলের উপরে রাখা একটি কমপিউটারে শট সার্কিট থেকে আগুন লেগে যায়। কম্পিউটারের মনিটর, টেবিলের উপরে থাকা কিছু কাগজপত্র জ্বলতে শুরু করলে আতঙ্ক ছড়ায়। দমকল গিয়ে তা নিয়ন্ত্রণে আনে। |