বাড়ি ফেরার পথে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবককে গ্রেফতার করল পুলিশ। বাঁকুড়ার পাত্রসায়ের থানার ঘটনা। পুলিশ জানিয়েছে, যুবকের নাম তপন বাগদি। তাঁর বাড়ি পাত্রসায়ের থানার পারুলিয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে ওই কিশোরী খোসালপুর যাচ্ছিল। সেই সময় তপন বাগদি নামে ওই যুবক তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। ওই কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। যুবকটি পালিয়ে যায়। পরে ওই কিশোরীর বাবা পাত্রসায়র থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ রাতেই বাড়ি থেকে তপনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার ধৃতকে বিষ্ণুপুর আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।
|
বৃহস্পতিবার থেকে ট্রেন চলাচল শুরু হল রাঁচি ডিভিশনের চাণ্ডিল-মুরি শাখায়। রাঁচি ডিভিশনের চিফ কমার্শিয়াল ম্যানেজার কালীশঙ্কর মুখোপাধ্যায় বলেন, “লাইন মেরামতির কাজ শেষে বৃহস্পতিবার ভোর থেকে ওই শাখায় ট্রেন চলাচল শুরু হয়েছে।” উল্লেখ্য রবিবার মাঝরাতে টাটানগরগামী একটি মালগাড়ি সুইসা ও তোড়াং ষ্টেশনের মাঝে লাইনচ্যুত হয়। প্রায় ২৭০ মিটার রেললাইন দুমড়ে মুচড়ে নষ্ট হয়ে যায়। দক্ষিণ-পূব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সৌমিত্র মজুমদার বলেন, “আর ঘুরপথে ট্রেন যাচ্ছে না। ওই শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।”
|
জমি নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনায় বুধবার রাতে গ্রেফতার হলেন আরও তিনজন। পুলিশ জানিয়েছে ধৃতেরা হলেন রামেশ্বর মাহাতো, নবকিশোর মাহাতো ও অনিলা মাহাতো। এই নিয়ে মোট সাত জন গ্রেফতার হয়েছেন। গত ৯ এপ্রিল মানবাজার থানার ডাহা গ্রামের অদূরে দুয়ারশিনি সেতুর কাছে জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ হয়। সংঘর্ষে উভয়পক্ষের ১৭ জন জখম হন। ওই দিনই ৪ জনকে পুলিশ গ্রেফতার করেছিল।
|
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরের পুরস্কারপ্রাপ্ত কংগ্রেস নেতা ওমপ্রকাশ মাহাতো ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেলেন। মঙ্গলবার বিকেলে তাঁর মৃত্যু হয়। ১৯৭৮ সাল থেকে মৃত্যুর আগে পর্যন্ত তিনি ঝালদা ১ পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৫৩ বছর। ঝালদার ইটাগ গ্রামে তাঁর বাড়ি।
|
প্রায় এক সপ্তাহ ধরে বান্দোয়ান এলাকায় ল্যান্ডফোন পরিষেবা ব্যাহত হচ্ছে। ফলে গ্রাহকেরা সমস্যায় পড়েছেন। মানবাজারের জেটিও বিনোদকুমার যাদব বলেন, “মেরামতের চেষ্টা চলছে।”
|
রঘুনাথপুর ২ ব্লকের মঙ্গলদা-মৌতড় গ্রাম পঞ্চায়েতের গোবরান্দা মৌজার ভূমিহীন কৃষকদের মধ্যে বৃহস্পতিবার চেলিয়ামায় জমির পাট্টা বিতরণ করল প্রশাসন। ৪৭ জন ভূমিহীন কৃষককে কৃষিজমির পাট্টা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন রঘুনাথপুরের মহকুমাশাসক প্রণব বিশ্বাস এবং এসডিএলআরও সুখেন্দু চট্টোপাধ্যায়, স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি মণীষা ঘোষ প্রমুখ। |