তৃণমূল নেতাকে খুনের ঘটনায় ধৃত |
তৃণমূল নেতা খুনে গ্রেফতার। ক্যানিংয়ের তৃণমূল নেতা মানিক পাইক খুনের ঘটনায় এক জনকে গ্রেফতার করল সিআইডি। বুধবার রাতে জীবনতলার নাগরতলার বাসিন্দা মজিদ জমাদার নামে ওই ব্যক্তিকে ধরা হয়। ওই ঘটনায় এই প্রথম কাউকে গ্রেফতার করলেন তদন্তকারীরা। গত ৩০ মার্চ গভীর রাতে জীবনতলার নাগরতলার বাসিন্দা ক্যানিং-২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মানিক পাইক নিজের বাড়িতে ঘুমন্ত অবস্থায় খুন হন। মৃতের পরিবারের তরফে স্থানীয় এক তৃণমূল নেতা-সহ সাত জনের নামে এফআইআর দায়ের করা হয়। পরে জেলা পুলিশের হাত থেকে ঘটনার তদন্তভার নেয় সিআইডি। ধৃত মজিদের নাম অবশ্য এফআইআর-এ ছিল না।
|
ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রৌঢ় |
খাবারের লোভ দেখিয়ে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ঘরে আটকে ধর্ষণ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে সন্দেশখালি থানার পূর্ব আতাপুর গ্রামে। পুলিশ জানায়, ওই দিন দুপুরে এক সঙ্গীর সঙ্গে খেলা করছিল বছর সাতের ওই বালিকা। অভিযোগ, ধৃত সুলতান মোল্লা দুপুর ১টা নাগাদ লজেন্সের লোভ দেখিয়ে ওই বালিকাকে একটা ঘরের মধ্যে নিয়ে যায়। বান্ধবীকে ঘরের মধ্যে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়ায় তার সঙ্গী বাড়ি ফিরে সকলকে ঘটনার কথা জানায়। পরে গ্রামবাসীরা অভিযুক্ত ধরে মারধর করেন। পুলিশের দাবি, মারের চোটে অভিযুক্ত ধর্ষণের কথা স্বীকার করেছে। অভিযোগ পাওয়ার পরে তাকে গ্রেফতার করা হয় এবং ওই বালিকাকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
|
লরির সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল ম্যাটাডর চালকের। মৃতের নাম সঞ্জয় চট্টোপাধ্যায় (২৮)। বাড়ি দেগঙ্গার বেড়াচাঁপায়। বুধবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে বসিরহাট থানার হরিশপুরের কাছে টাকি রোডে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন মালপত্র নিয়ে বসিরহাটে এসেছিলেন সঞ্জয়বাবু। রাতে বেড়াচাঁপায় ফেরার সময়ে লরির সঙ্গে সংঘর্ষ হয়।
|
মোটবাইক পাচার চক্রের পাণ্ডা ধৃত |
আন্তঃজেলা মোটরবাইক পাচার চক্রের এক পাণ্ডাকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে ভাঙড় থানার চাঁদপুর এলাকা থেকে ইব্রাহিম মোল্লা নামে ওই ব্যক্তিকে ধরা হয়। শুধু মোটরবাইক নয়, গাড়ি চুরি চক্রের সঙ্গেও ইব্রাহিম জড়িত বলে জানিয়েছে পুলিশ। ধৃতকে জেরা করে দেগঙ্গা এলাকা থেকে একটি গাড়িও উদ্ধার করা হয়েছে।
|
এক ব্যক্তিকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। বুধবার রাত একটা নাগাদ ঘটনাটি ঘটে জগদ্দলের সুকান্ত পল্লিতে। নিহত রাজেশ হাড়ি (৩৫) ভাটপাড়া পুরসভার সাফাইকর্মীদের সর্দার ছিল। আগে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের অভিযোগে পুলিশ তাকে গ্রেফতারও করেছিল।
|
দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের ধামুয়া কেশব বান্ধব সমিতির নিজস্ব ওয়েবসাইট (www.clubdkbs.org)-এর উদ্বোধন হল। উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী শ্যামল মণ্ডল।
|
খেলতে গিয়ে কৌটোবোমা ফেটে জখম হল তিন শিশু। বৃহস্পতিবার, কামারহাটির দাশুবাগান এলাকায়। জখম সাকির খান, আরিফ আলি ও মহম্মদ জুলিথ আর জি করে ভর্তি। প্রত্যেকেরই বয়স ন’বছরের মধ্যে। হাসপাতাল সূত্রে খবর, আরিফের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের অনুমান, দুষ্কৃতীরাই রাস্তার ধারে বোমাটি ফেলে যায়। এ দিকে, বুধবার রাতে খড়দহের ডোমপট্টিতে দু’দল দুষ্কৃতীর মধ্যে বোমাবাজিতে মৃত্যু হয় এক দুষ্কৃতীর। আহত আরও দুই। পুলিশ জানায়, ১টা নাগাদ মিনিডরে চেপে ডোমপট্টিতে ঢোকে বাইরের কিছু দুষ্কৃতী। স্থানীয় দুষ্কৃতীদের লক্ষ্য করে বোমা ছোড়ে তারা। মৃত্যু হয় তড়কা বিজয় (৩৫) নামে এক দুষ্কৃতীর। জখম দু’জন আশঙ্কাজনক অবস্থায় আর জি করে ভর্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যারাকপুরের এডিসি বিশ্বজিৎ ঘোষ বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান। বিশ্বজিৎবাবু বলেন, ‘‘এলাকা দখলের লড়াইতেই দুষ্কৃতীরা বোমাবাজি করে। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।” |