টুকরো খবর |
‘প্রতারক’ গ্রেফতার |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
নামী সংস্থায় চাকরির ভুয়ো ‘প্রতিশ্রুতি’ দিয়ে লক্ষাধিক টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে শেখ সইদুল নামে এক জনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে মহিষাদল থানা এলাকার কাপাসএড়্যা হাইরোড থেকে তাঁকে ধরা হয়। অভিযুক্তের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থানা এলাকার রায়তলায়। পুলিশ সূত্রের খবর, ধৃত ব্যক্তি নিজেকে রাষ্ট্রায়ত্ত একটি তেল-সংস্থার আধিকারিক পরিচয় দিয়ে এর আগেও প্রতারণা করেছেন বলে অভিযোগ। সম্প্রতি মহিষাদলের রাজরামপুরের বাসিন্দা দিলীপকুমার সিংহের সঙ্গে আলাপ হয় তাঁর। প্রদীপ মণ্ডল পরিচয় দিয়ে শেখ সইদুল দিলীপবাবুকে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এর পর প্রথম কিস্তিতে বেশ কিছু টাকা নেন। ওই ব্যক্তি বুধবার রাতে ‘ভুয়ো’ নিয়োগপত্র দিতে মহিষাদলে দিলীপবাবুর বাড়িতে আসেন। দ্বিতীয় কিস্তির টাকাও নেন। কিন্তু নিয়োগপত্র দেখে দিলীপবাবুর সন্দেহ হওয়ায় মহিষাদল থানায় যোগাযোগ করেন। পুলিশ দ্রুত কাপাসএড়্যা থেকে ওই প্রতারককে টাকা সমেত গ্রেফতার করে।
|
ঝাড়গ্রামে ফের কঙ্কাল উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
|
ঝাড়গ্রামের নুনিয়াকুন্দ্রির জঙ্গলে উদ্ধার হওয়া কঙ্কাল। নিজস্ব চিত্র। |
ফের কঙ্কাল উদ্ধার হল ঝাড়গ্রামে। বৃহস্পতিবার দুপুরে বাঁধগোড়া অঞ্চলের নুনিয়াকুন্দ্রির জঙ্গলে মাটি খুঁড়ে একটি গর্তের মধ্যে থেকে দু’টি কঙ্কাল উদ্ধার হয় বলে জানিয়েছে পুলিশ। কিছুদিন আগে ‘মাওবাদী’ সন্দেহে ধৃত বৃন্দাবনপুর গ্রামের অজিত মুর্মুকে জেরা করে ওই জায়গায় একাধিক দেহ পোঁতা থাকার কথা জানা গিয়েছিল বলে দাবি পুলিশের। সেই সূত্র ধরে, অজিতকে সঙ্গে নিয়েই এ দিন তল্লাশি চালানো হয়। উদ্ধার হওয়া কঙ্কাল দু’টি গত বছর মার্চ থেকে ‘নিখোঁজ’ স্থানীয় দুই দুধ বিক্রেতা মন্টু বারিক ও রহিন বারিকের বলে দাবি করেছেন তাঁদের পরিজনেরা। পুলিশ জানিয়েছে, পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা হবে। মন্টু ও রহিনকে তাদের সমর্থক দাবি করে সিপিএমের অভিযোগ, মাওবাদীরাই ওই দু’জনকে অপহরণ করেছিল।
|
পুনর্বাসনের দাবিতে
বিক্ষোভ পাঁশকুড়ায় |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
৬ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরুর আগেই পুনর্বাসনের দাবিতে আন্দোলনে নেমে পড়লেন রাস্তার ধারের দোকানদারেরা। মেদিনীপুর ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকান পুনর্বাসন সংগ্রাম সমিতির নেতৃত্বে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত পাঁশকুড়া বাজারে ঠিকাদার সংস্থার অফিসের সামনে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। সমিতির দাবিগুলি হল, সড়ক সম্প্রসারণের পর উদ্বৃত্ত জায়গায় দোকান করে ব্যবসার সুযোগ দিতে হবে, জাতীয় সড়ক কতৃপক্ষের হাতে থাকা ফাঁকা জমিতে মার্কেট কমপ্লেক্স তৈরি করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দিতে হবে। সমিতির যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ সাঁতরা ও রতন দে বলেন, “ওই সড়ক সম্প্রসারণের ফলে প্রায় এক হাজার ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন। ব্যবসায়ীরা যাতে পুনরায় দোকান করে জীবিকা নির্বাহ করতে পারেন সেজন্যই পুনর্বাসন চাইছি।”
|
আমকলায় সেতুর
শিলান্যাসে মমতা |
নিজস্ব সংবাদদাতা • আমকলা |
ঝাড়গ্রাম আর লালগড়কে যুক্ত করতে আমকলায় কংসাবতী নদীর উপর সাড়ে ৬০০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করবে সেচ দফতর। আগামী ২৪ এপ্রিল ওই সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেতুটি তৈরি হলে মেদিনীপুর শহর থেকে লালগড়ের দূরত্ব ১৫ কিলোমিটার কমে যাবে বলে বৃহস্পতিবার সেচমন্ত্রী মানস ভুঁইয়ার বক্তব্য। তিনি জানান, ওই সেতু তৈরি করতে খরচ হবে ৫০ কোটি টাকা। কেন্দ্রের অনুন্নত এলাকা উন্নয়ন তহবিল থেকে পুরো টাকা পাওয়া গিয়েছে। কাজটি শেষ করা হবে দু’বছরের মধ্যে। নির্মাণ-কাজের জন্য ই-টেন্ডারের মাধ্যমে দরপত্র নেওয়া হয়েছে। ২৪ এপ্রিলই দরপত্রগুলি খোলা হবে।
|
পরীক্ষায় দেরি,
বিদ্যাসাগরে বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিল জানুয়ারিতে। কিন্তু এপ্রিলের শেষেও তা হয়নি। প্রতিবাদে বৃহস্পতিবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ধর্না-বিক্ষোভ কর্মসূচি পালন করলেন মাস কমিউনিকেশন বিভাগের ছাত্রছাত্রীরা। এ দিন তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দ্রুত ওই পরীক্ষারও দাবি জানান। একটি বেসরকারি সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এখানে মাস কমিউনিকেশন পড়ানো হয়। ওই সংস্থার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একটি ‘মউ’ও স্বাক্ষরিত হয়েছিল। ছাত্রছাত্রীদের অভিযোগ, গত জানুয়ারিতে ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিল। পরে কর্তৃপক্ষ জানান, মার্চে পরীক্ষা হবে। কিন্তু মার্চ পেরিয়ে এখন এপ্রিল শেষ হতে চলল। পরীক্ষার কোনও প্রস্তুতি চোখে পড়ছে না। ফর্ম-ফিলাপের দিনক্ষণও ঠিক হয়নি। এরই প্রতিবাদে ধর্না-বিক্ষোভ। ছাত্রছাত্রীদের বক্তব্য খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য রঞ্জন চক্রবর্তী বলেন, “সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে খোঁজখবর নিয়েছি। দ্রুত এ ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।”
|
দুর্ঘটনায় মৃত যুবক |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার কামারদা গ্রামের হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সুব্রত বেরা (২৪)। বাড়ি ময়না থানার দক্ষিণ হরকুলি গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক প্রতিবেশীর মোটর সাইকেল নিয়ে গত মঙ্গলবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিল ওই যুবক। ওই দিন রাতে নন্দকুমারের কামারদা গ্রামে ৪১ নম্বর জাতীয় সড়কের এক ধারে আহত অবস্থায় তাঁকে দেখতে পায় টহলরত পুলিশ। কাছেই মোটর সাইকেলটিও পড়েছিল। পুলিশ তাঁকে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করে। বুধবার রাতে ওই যুবকের মৃত্যু হয়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান,গাড়ির সঙ্গে ধাক্কা লেগেই ওই মোটর সাইকেল আরোহী আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
হোমগার্ড আক্রান্তের ঘটনায় প্রশ্ন পুলিশেই |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
|
ঝাড়গ্রাম জেলা হাসপাতালে সাধন দাস। নিজস্ব চিত্র। |
বুধবার রাতে ঝাড়গ্রামের কলাবনির জঙ্গলরাস্তায় ঝাড়গ্রাম পুলিশ জেলার হোমগার্ড সাধন দাসের আক্রান্ত হওয়ার ঘটনার পিছনে স্থানীয় দুষ্কৃতীরাই জড়িত বলে সন্দেহ করছে পুলিশের একাংশ। পুলিশের ওই মহলের অনুমান, সম্ভবত ছিনতাইয়ের উদ্দেশ্যেই গাড়ি থামিয়ে সাধনবাবুর উপর চড়াও হয়েছিল দুষ্কৃতীরা। পরে পুলিশের গাড়ি বুঝতে পেরে হামলাকারীরা জখম সাধনবাবুকে ফেলে চম্পট দেয়। পুলিশের অন্য একটি মহল অবশ্য, ‘ভুলবশত হামলা’র তত্ত্ব মানতে নারাজ। কারণ, ঝাড়গ্রাম-লোধাশুলির ওই রাস্তায় নিয়মিত গাড়ি নিয়ে যাতায়াত করেন সাধনবাবু। রোজকার মতো বুধবার রাতেও তিনি স্ট্র্যাকো জওয়ানদের জিতুশোলে নামিয়ে দেওয়ার পর খালি গাড়ি চালিয়ে ঝাড়গ্রামের দিকে ফিরছিলেন। তাই, হামলাকারীদের ‘পরিচয়’ নিয়ে পুলিশের ওই অংশ এখনই সিদ্ধান্তে পৌঁছতে চাইছেন না। তবে ঘটনায় পুলিশ-প্রশাসনের অস্বস্তি বেড়েছে। কলাবনির জঙ্গলরাস্তায় সন্ধের পর হামেশাই সড়ক ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রায়ই ওই জঙ্গলপথে আক্রান্ত হন যানবাহনের চালক-আরোহীরা। তার পরেও পথে নিরাপত্তা যে বাড়েনি, বুধবার রাতের ঘটনাই তার প্রমাণ। ঝাড়গ্রাম জেলা হাসপাতালের মেল স্যর্জিক্যাল ওয়ার্ডে আপাতত চিকিৎসাধীন রয়েছেন সাধনবাবু। চিকিৎসকেরা জানিয়েছেন, সাধনবাবুর শারীরিক অবস্থা স্থিতিশীল।
|
নতুন ৮টি নলকূপ |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
কৃষিতে জলসেচের জন্য ভগবানপুর-১ ব্লকের আটটি গ্রামে ৮টি গভীর নলকূপ বসানোর ব্যবস্থা নিল রাজ্যের ক্ষুদ্রসেচ ও জলসম্পদ উন্নয়ন দফতর। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, বোয়ালিয়া, ভগবানপুর, উত্তর শিবরামপুর, উত্তর বিষ্ণুপুর, তিরাইপুর (ভগবানপুর), মহম্মদপুর, শ্যামপুর ও জনাদাঁড়ি গ্রামে ওই নলকূপগুলি বসানো হবে। প্রতিটির জন্য ২৫ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। এতে জলসেচের সুযোগ পাবেন ১০০ বিঘা জমির কৃষক। আগামী বর্ষার মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। কাজের জন্য গঠন করা হচ্ছে বেনিফিশিয়ারি কমিটি। |
|