সেই উত্তেজক ম্যাচ এত দিনে হাজির। শুক্রবার রাতেই বোঝা যাবে, ডেম্পোর আই লিগ খেতাবের স্বপ্নে থাবা বসাতে পারবে কি না ইস্টবেঙ্গল।
ট্রেভর মর্গ্যান এবং টোলগে ওজবে গোলাগুলি ছুঁড়তে শুরু করে দিয়েছেন ডেম্পোকে চাপে রাখতে। মর্গ্যান সাংবাদিকদের বলেছেন, ডেম্পোকে যখন হ্যাল হারিয়ে গেছে, তখন ইস্টবেঙ্গলও হারাতে পারে। টোলগে মনে করিয়ে দিচ্ছেন, এই মরসুমে একবারও ইস্টবেঙ্গলকে হারাতে পারেনি ডেম্পো। ম্যাচ জিততে মরিয়া মর্গ্যান ভাবছেন, এডমিলসনকেও ফরোয়ার্ড লাইনে নামিয়ে দেবেন কিনা।
উগা ওপারা ইস্টবেঙ্গলের রক্ষণে থাকছেন না। র্যান্টি মার্টিন্সকে কি থামাতে পারবে বিদেশিহীন ইস্টবেঙ্গল ডিফেন্স? বিদেশিহীন ডেম্পো ডিফেন্স (মহেশ গাউলিরও চোটের জন্য খেলা অনিশ্চিত) কি থামাতে পারবে টোলগেকে?
এই দুটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যখন, তখন দুই কোচ অন্যকে চাপে রাখতে ব্যস্ত। দু’জনেই দাবি করছেন, বিপক্ষ চাপে। পঞ্চম লিগ জয়ের মুখে দাঁড়িয়ে আর্মান্দো কোলাসো বলছেন, “আমাদের উপর চাপ নেই। চাপ ইস্টবেঙ্গলের উপর। ওদের জিততেই হবে। আর খেলতে হবে বিপক্ষের মাঠে।” শুনে মর্গ্যানের মনস্তাত্ত্বিক কথা, “চাপটা ওদের উপরই। আই লিগ খেতাবটায় আমাদের হারানোর কিছু নেই। ওদেরই সব কিছু হারানোর রয়েছে।” শেষ পাঁচটি ম্যাচে ইস্টবেঙ্গলের জয় ৩, হার ১, ড্র ১। ডেম্পোর শেষ পাঁচটি ম্যাচে জয় ৪, ড্র ১। আই লিগের সব কোচেরাই ধরে নিয়েছেন, ডেম্পোর জয় সময়ের অপেক্ষা। অথচ এ বছর আই লিগের প্রথম লেগ ও ফেডারেশন কাপদুটোতেই ইস্টবেঙ্গল হারিয়েছে ডেম্পোকে। এটা কি বাড়তি চাপ? প্রশ্নে আর্মান্দোর জবাব, “এ বার দুটো ম্যাচই হয়েছে কলকাতায়। আমার দলে সব অভিজ্ঞ ফুটবলার। ওদের মনে করিয়ে দেওয়ার দরকার নেই, কী করতে হবে।”
শুক্রবার হারলেও যে ডেম্পোর হাত থেকে খেতাব যাবে, তা নয়। তারা এই ম্যাচ হেরেও কলকাতায় প্রয়াগ ইউনাইটেডের সঙ্গে ড্র করলে পেয়ে যাবে খেতাব। আর্মান্দো অবশ্য ওটা নিয়ে মাথা ঘামাতে চান না। তাঁর কথা, “শেষ ম্যাচের জন্য সব কিছু রেখে দেওয়াটা সব সময় ভয়ঙ্কর। আমি নিশ্চিত, আমাদের ছেলেরা কালই লিগ জয় নিশ্চিত করতে পারবে।” |
আই লিগের চার কোচের অঙ্ক |
সুব্রত ভট্টাচার্য (মোহনবাগান টিডি): আজ ইস্টবেঙ্গল-ডেম্পো ড্র হওয়ার সম্ভাবনা। ডেম্পো হারলেও পরের ম্যাচ থেকে পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হবে।
সুভাষ ভৌমিক (চার্চিল টিডি): ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণীতে যাব না। তবে ডেম্পোই লিগ চ্যাম্পিয়ন হতে চলেছে।
সঞ্জয় সেন (প্রয়াগ ইউনাইটেড কোচ): ডেম্পোই জিতবে। ওদের আজই চ্যাম্পিয়ন হয়ে যাওয়া নিশ্চিত।
বিশ্বজিৎ ভট্টাচার্য (চিরাগ কেরল টিডি): ডেম্পো জিতবে বা ড্র হবে। চ্যাম্পিয়নও হবে ওরাই। |
দুই দলের অঙ্ক |
• ডেম্পোর দরকার আজ ড্র। আজ হারলে শেষ ম্যাচে প্রয়াগ ইউনাইটেডের বিরুদ্ধে ড্র চাই।
• ইস্টবেঙ্গলের দরকার বাকি তিন ম্যাচে জয়। ডেম্পোকে আবার দুটি ম্যাচ হারতে হবে। |
|
ইস্টবেঙ্গলকে এই ম্যাচ জেতার পাশাপাশি দুটো অঙ্কের দিকে তাকিয়ে থাকতে হবে। এক, ডেম্পো শেষ ম্যাচে প্রয়াগ ইউনাইটেডের কাছে হারবে। দুই, ইস্টবেঙ্গল বাকি দুটো ম্যাচ জিতবে। স্পোর্টিংয়ের সঙ্গে ঘরের মাঠে। এয়ার ইন্ডিয়ার সঙ্গে অ্যাওয়ে ম্যাচে। সেটা সম্ভব কি না, পরের ব্যাপার। তার আগে ডেম্পোকে হারিয়ে নিজের সামনের রাস্তা তৈরি করে রাখতে চান মর্গ্যান।
খেলতে নামার আগে ইস্টবেঙ্গল শিবিরে বড় টেনশন টোলগেকে ঘিরে। আগেরবার গোয়ায় এসে বিতর্কে জড়ানোয় টোলগে শাস্তির সামনে। ইস্টবেঙ্গল ম্যানেজার স্বপন বল টোলগের হয়ে এ দিন ফেডারেশনের কমিটির সামনে বক্তব্য রাখেন। ফেডারেশনের খবর, টোলগের শাস্তি হতে পারে। সদস্যরা তাঁকেই অপরাধী মনে করছেন প্রাথমিক ভাবে। চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে আজ।
মাঠে ওই ঘটনার প্রভাব পড়বে না বলে আশায় ইস্টবেঙ্গল। উগা ওপারার বদলে স্টপারে রাজু গায়কোয়াড়কে রাখছেন মর্গ্যান। বাকি দল মোটামুটি অপরিবর্তিত রাখছেন। শুধু এডমিলসনকে প্রথম থেকে খেলানো যায় কি না চিন্তা চলেছে। আগের ম্যাচে অবনমনে থাকা চিরাগ কেরল ইউনাইটেডকে হারাতে হিমসিম খেয়েছে ইস্টবেঙ্গল। মর্গ্যানের কথায়, “ওই ম্যাচ আমাদের সতর্ক করে গিয়েছে।” ডেম্পো আবার মারগাওতে ইস্টবেঙ্গলের কাছে আই লিগে মাত্র একটা ম্যাচ হেরেছে। আর্মান্দো কোলাসো আশায়, ক্লাইম্যাক্স লরেন্স, ক্লিফোর্ড মিরান্দা, সমীর নায়েকরা বাড়তি আত্মবিশ্বাস নিয়ে খেলবেন। তাঁরা শুক্রবারই লিগ চ্যাম্পিয়ন হতে মরিয়া।
|
ইস্টবেঙ্গল: ডেম্পো (মারগাও, ৬-০০)। |