আগের আইপিএলে তিনি ছিলেন ডেকান চার্জার্সে। চোটের জন্য একটা ম্যাচও খেলতে পারেননি। এ বার আইপিএল শুরুর আগে ‘ট্রেডিং উইন্ডো’-তে কেভিন পিটারসেনকে দিল্লির কাছে বিক্রি করে দিয়েছিল ডেকান। তখন তাদের কেউ ভাবতে পারেননি, কী দুঃস্বপ্ন নিয়ে আইপিএলে দেখা দেবেন পিটারসেন।
ডেকান বনাম দিল্লি ডেয়ারডেভিলস নয়, ফিরোজ শা কোটলায় আজ ম্যাচটা হল ডেকান বনাম পিটারসেন (১০৩ ন.আ)। প্রথমে ব্যাট করে ডেকান ১৫৭-৮ তোলার পর দিল্লির কাছে ম্যাচটা যে বিশাল কঠিন ছিল, তা নয়। কিন্তু ইনিংসের শুরু থেকেই উইকেট পড়তে থাকে দিল্লির। একটা সময় ৬৫ রানের মধ্যে চার উইকেট পড়ে যায় দিল্লির। কিন্তু উল্টো দিকে যে পিটারসেন। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের বিধ্বংসী সেঞ্চুরিতে দিল্লি শুধু পাঁচ উইকেটে ম্যাচই জিতল না, পাঁচ ম্যাচে চারটে জিতে আট পয়েন্ট পেয়ে লিগ টেবলের শীর্ষেও উঠে এল।
পিটারসেনের অপরাজিত ১০৩ রান এসেছে ৬৪ বলে। মেরেছেন ছ’টা চার, ন’টা ছয়। আগের দিন গেইলের মারা এ বারের আইপিএলে আটটা ছয়ের রেকর্ডও এ দিন ভেঙে গেল পিটারসেনের তাণ্ডবে। ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে পিটারসেন বলছিলেন, “নিঃসন্দেহে টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই আমার সেরা ইনিংস।”
|
গেইলদের বিরুদ্ধে আজ নেই গিলক্রিস্ট
সংবাদসংস্থা • মোহালি |
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে গত কাল হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। সেই চোটই অ্যাডাম গিলক্রিস্টকে ছিটকে দিল আগামিকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ থেকে। আজ এখানে কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক বলেছেন, “কালকের ম্যাচে খেলতে পারব না। হ্যামস্ট্রিংয়ে চোট আছে।” একেই তিনটে ম্যাচে হার, তার উপর গিলক্রিস্ট না খেলায় আরও বেশি সমস্যায় পঞ্জাব। গিলক্রিস্টের জায়গায় দলকে নেতৃত্ব দেবেন ডেভিড হাসি। দলে আসতে পারেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আজহার মেহমুদ। উল্টো দিকে নাটকীয় ভাবে পুণে ওয়ারিয়র্সকে হারিয়ে আসা বেঙ্গালুরু আত্মবিশ্বাসে ভরপুর। ক্রিস গেইল বিধ্বংসী ফর্মে তো আছেনই, এবি ডেভিলিয়ার্স বা সৌরভ তিওয়ারিরাও রানের মধ্যে ফিরেছেন। |