প্রধানমন্ত্রীর সফরের আগে বোমা রেললাইনে
তিনসুকিয়ায় বাস টার্মিনাসে গ্রেনেড উদ্ধারের পর আজ সকালে বিজনির কাছে রেললাইনে মিলল তিন কিলোগ্রাম ওজনের তাজা বোমা। বিস্ফোরণ ঘটলে বড় রকমের বিপত্তি ঘটতে পারত। আগামী কাল প্রধানমন্ত্রী মনমোহন সিংহর অসম সফরে আসছেন। প্রধানমন্ত্রীর এই সফর বানচাল করতে আলফার পরেশ অনুগামী গোষ্ঠী ১২ ঘণ্টার বন্ধ ডেকেই ক্ষান্ত হয়নি। একের পর এক নাশকতা ঘটানোর চেষ্টা করে যাচ্ছে। সৌভাগ্যক্রমে সব ক’টি অপচেষ্টাই এ পর্যন্ত ব্যর্থ করে দিয়েছে পুলিশ। মনমোহনের সফর নির্বিঘ্ন রাখতে নেওয়া হচ্ছে সতর্কতামূলক যাবতীয় ব্যবস্থা।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শহর গুয়াহাটি-সহ স্টেশনগুলিকেও নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। তার মধ্যেই আজ সকাল ১১টা নাগাদ চিরাং জেলার বিজনি স্টেশন থেকে এক কিলোমিটার দূরে মানেশ্বরী এলাকায় রেললাইন থেকে উদ্ধার করা হল তিন কেজি ওজনের বোমা।
শুক্রবারই প্রধানমন্ত্রী মনমোহন সিংহের অসম সফরে আসার কথা।
বৃহস্পতিবার নেহরু স্টেডিয়ামে চলছে তারই প্রস্তুতি। ছবি: উজ্জ্বল দেব
৩৭০ নম্বর রেলপোস্টের কাছে বোমাটি প্রথম দেখতে পান স্থানীয় বাসিন্দারাই। রেললাইনের পাশে শাক তুলতে এসে বোমাটি তাঁদের নজরে পড়তেই চিৎকার জুড়ে দেন। খবর পেয়ে পুলিশ আসে। তারা সেনাবাহিনীকেও ডেকে আনে। নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে। বোমাটির সঙ্গে দুটি ডিটোনেটর ও ফিউজের তার লাগানো ছিল। পরে, সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞরা বোমাটি নিষ্ক্রিয় করেন।
প্রশাসন ও সরকার আলফার হুমকিকে উড়িয়ে দিলেও রেল ঝুঁকি নিতে নারাজ। প্রধানমন্ত্রীর সফর ও আলফার হুমকির জেরে উত্তর-পূর্ব সীমান্ত রেল ৮ জোড়া ট্রেন বাতিল করেছে। সময় বদল হয়েছে চারটি ট্রেনের। আগামী কাল দিসপুর প্যারেড গ্রাউন্ডে সচিবালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।
গুয়াহাটি বি বরুয়া ক্যানসার হাসপাতালে রোগীদের জন্য দু’টি প্রকল্পেরও উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর। তাঁর নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি না নিতে বিমানবন্দর থেকে নেহরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হবে হেলিকপ্টারে। আজ দিন ভর চলে তারও মহড়া। এ দিকে রাজ্য সরকার কলকের বন্ধ ব্যর্থ করে জনজীবন স্বাবাবিক রাখার জন্য আবেদন জানিয়েছে জনগণের প্রতি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.