প্রি-পেড ট্যাক্সি বুথের হাতবদল |
কলকাতা বিমানবন্দরের প্রি-পেড ট্যাক্সি বুথ চালানোর ভার পেতে চলেছে ‘প্রোগ্রেসিভ ট্যাক্সিমেন্স ইউনিয়ন’। রাজ্যের পরিবহণমন্ত্রী মদন মিত্র মন্ত্রী হওয়ার আগে তৃণমূল প্রভাবিত এই সংগঠনের সভাপতি ছিলেন। তবে সংগঠনের দাবি, ওই বুথ চালানোর ভার দিতে কলকাতা পুলিশ যে টেন্ডার করেছিল, তাতে সর্বনিম্ন দর দিয়েই ‘প্রোগ্রেসিভ ট্যাক্সিমেন্স ইউনিয়ন’ ওই প্রি-পেড বুথের ভার পাচ্ছে।
এ দিকে, বিমানবন্দরে ‘বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন’-এর প্রি-পেড চালানোর কোনও অধিকার নেই বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। গত ৩২ বছর ধরে ওই এলাকাতেই তাদের প্রি-পেড বুথ চলছে। রাজ্য সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে ওই বুথটি পরিচালনা করবে বিধাননগর পুলিশ কমিশনারেট। এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার তারই রায় দিয়ে বিচারপতি দীপঙ্কর দত্ত জানান, ৩২ বছর একটি সংস্থা ট্যাক্সি বুথ চালালেই তাদের চিরকাল তা করার অধিকার প্রতিষ্ঠিত হয় না।
প্রশ্ন ওঠে, বিমানবন্দরের সঙ্গে ওই সংস্থার চুক্তি নিয়ে। বিচারপতির বক্তব্য, ওই চুক্তি বিধিসম্মত নয়। তাই তা স্থায়ী বলে দাবি করা যায় না। সরকারের আবেদন অনুযায়ী বিমানবন্দর কর্তৃপক্ষ প্রি-পেড ট্যাক্সি বুথ করার জায়গা দিয়েছেন। বুথ পরিচালনার জন্য দরপত্রও ডাকা হয়েছে। অ্যাডভোকেট জেনারেল অনিন্দ্য মিত্র কোর্টে জানান, পরিচালনার ভার দিতে নিয়ম অনুযায়ী দরপত্রগুলি বিচার করে প্রার্থী নির্বাচন হয়েছে। পুলিশ কমিশনারেট এই কাজ করছে। |