দেবলীনাদের জামিন হয়নি, ফের আর্জির সুযোগ ২৩শে |
নোনাডাঙায় উচ্ছেদ প্রতিরোধের ঘটনায় বিজ্ঞানী পার্থসারথি রায় জামিনে ছাড়া পেয়েছেন দু’দিন আগে। ওই ঘটনায় ধৃত মাতঙ্গিনী মহিলা সমিতির নেত্রী দেবলীনা চক্রবর্তী ও অন্য অভিযুক্তদের জামিনের আবেদন বৃহস্পতিবার ফের খারিজ করে দিয়েছে আদালত। দেবলীনা, চিকিৎসক সিদ্ধার্থ গুপ্ত-সহ ছ’জন অভিযুক্তকে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত জেল-হাজতে রাখার জন্য আগেই নির্দেশ দিয়েছিলেন বিচারক। ২৩ এপ্রিল দেবলীনা-সহ অভিযুক্তদের আরও এক বার জামিনের আবেদন জানানোর সুযোগ দিয়েছে আদালত।
নোনাডাঙায় বস্তি উচ্ছেদ প্রতিরোধ আন্দোলনের সময় পুলিশ দফায় দফায় বেশ কয়েক জনকে গ্রেফতার করেছিল। তাঁদের মধ্যে একেবারে গোড়ায় ধৃত তিন জন অভিযুক্ত তখনই জামিনে মুক্তি পান। তাঁদের এ দিন আলিপুরে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে তোলার কথা ছিল। পুলিশ কেস ডায়েরি নিয়ে ওই আদালতের ভারপ্রাপ্ত বিচারক সুপর্ণা রায়ের এজলাসে হাজির হয়। দেবলীনাদের জামিনের আবেদন জানানোর সুযোগও পান তাঁদের আইনজীবী। সরকারি কাজে বাধাদান-সহ নানা অভিযোগে দেবলীনাদের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ। বাম জমানার নন্দীগ্রাম-কাণ্ডে দেবলীনার বিরুদ্ধে খুন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগেও মামলা ঝুলে আছে।
দেবলীনা ও বাকিদের জামিনের আবেদনের বিরোধিতা করে সরকারি আইনজীবী তপন সাহা বলেন, “অভিযুক্তদের জবানবন্দি যাচাই করা হচ্ছে। মামলাটিও একটু অন্য ধরনের। এই পরিস্থিতিতে তাঁদের জামিনে ছেড়ে দেওয়া যুক্তিযুক্ত হবে না।” অভিযুক্তদের আইনজীবী তমালকান্তি মুখোপাধ্যায় বলেন, “এই মামলায় আদালত এক জনকে জামিন দিয়েছে। বাকিরা হাজতে থাকলেও পুলিশের কেস ডায়েরিতে তদন্তের তেমন অগ্রগতির চিহ্নই নেই। সুতরাং আর আটকে না-রেখে অন্য অভিযুক্তদেরও জামিন দেওয়া হোক।” |