আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল পূর্ব রেল আসানসোল স্পোটর্স। আসানসোল রেল মাঠের খেলায় তারা রানিগঞ্জ অশোক সঙ্ঘকে ৩৫ রানে হারায়। প্রথমে ব্যাট করে পূর্ব রেল ৭ উইকেট হারিয়ে ১৮১ রান করে। জবাবে অশোক সঙ্ঘ ১৪৬ রানে শেষ হয়ে যায়। সর্বোচ্চ ৮২ রান করে চিমা শর্মা। খেলা পরিচালনা করেন কমল সিংহ ও মহম্মদ আরশাদ।
|
সিএবি আয়োজিত ৯ নম্বর গ্রুপের অনূর্ধ্ব ১৭ ক্রিকেট লিগে বৃহস্পতিবারের খেলায় জয়ী হয় শিলিগুড়ির অগ্রগামী সিসিসি। ডিসিসি মাঠের খেলায় তারা সিউড়ির ডায়মন্ড ওয়াইসিএকে ১০ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে ডায়মন্ড ওয়াইসিএ। কৃষ্ণেন্দু ধোনি ৪৪ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে বিনা উইকেটে জয়ের রান তুলে নেয় অগ্রগামী। এস আনোয়ার অপরাজিত ১০২ এবং মহম্মদ সরফরাজ আহমেদ অপরাজিত ৩৮ রান করেন। বল হাতে বিজয়ী দলের আকাশ পোদ্দার ১০ রানের বিনিময়ে ৪ টি উইকেট তুলে নেন। এ দিনের ম্যাচটি পরিচালনা করেছেন বাণীব্রত রায় এবং সুব্রত ঘোষাল।
|
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৪ ক্রিকেট প্রতিযোগিতায় বৃহস্পতিবারের খেলায় বিজয়ী হল হিরাপুর সিএ। আসানসোল স্টেডিয়ামের খেলায় তারা চিত্তরঞ্জন সিএকে ৬ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে চিত্তরঞ্জন সিএ সব উইকেট হারিয়ে ৮২ রান করে। জবাবে হিরাপুর ৪ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়।
|
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূধ্বর্র্ ১৭ ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী হল হিরাপুর ধর্মসঙ্ঘ। হিরাপুর বেকারী মাঠের খেলায় তারা ধেনুকা আদিবাসী মিলন সংঘকে ৩-১ গোলে হারায়। আয়োজক সংস্থার পক্ষে সুখেন্দু বন্দ্যোপাধ্যায় জানান, শুক্রবার ফাইনাল খেলায় এদিনের বিজয়ী দল খেলবে বড়থল আদিবাসী কৃষক সমিতির সঙ্গে। |