দুর্ঘটনায় মৃত্যু, থানায় ইট ছুড়ে গ্রেফতার ১২ |
দুর্ঘটনায় এক জনের মৃত্যুকে কেন্দ্র করে ক্ষতিপূরণের দাবিতে পরের দিন বিকেলে গলসি থানায় ইট-পাটকেল ছুড়লেন মৃতের আত্মীয়েরা। বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, বৃহস্পতিবার ওই হামলায় জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার সকালে গলসির সারুল মোড়ে একটি বাসকে পিছন থেকে ধাক্কা দিয়েছিল একটি মিনি ট্রাক। আহত হন তিন জন। পুলিশই তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে বাসের চালক ও খালাসির অবস্থা আশঙ্কাজনক ছিল। এ দিন সকালে হাসপাতালে মারা যান চালক মির গিয়াসুদ্দিন (৪০)। তাঁর বাড়ি স্থানীয় দয়ালপুরে। দুপুরে তাঁর দেহের ময়না-তদন্ত হয়। গিয়াসুদ্দিনের আত্মীয়েরা সম্ভবত প্রথমে তাঁর মৃত্যুর খবর পাননি। দুপুরে তাঁরা গলসি থানায় গিয়ে দাবি করেন, দুর্ঘটনায় আহত হওয়ায় তাঁকে ক্ষতিপূরণ দিতে হবে। বর্ধমান মেডিক্যালে তাঁর চিকিৎসা ঠিক মতো হচ্ছে না বলেও তাঁরা অভিযোগ করেন। তাঁকে অবিলম্বে অন্য হাসপাতালে নিয়ে যেতে হবে। গলসি থানা সূত্রে বলা হয়, বাস ও মিনি ট্রাকের মালিককে ডেকে পাঠিয়ে ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা হবে। পুলিশ সুপার বলেন, “বিকেলে গিয়াসুদ্দিনের দেহ নিয়ে সোজা গলসি থানা চত্বরে ঢুকে পড়ে তিন-চারশো লোক। থানা লক্ষ করে ইট-পাটকেল ছোড়া শুরু হয়। থানার বেশ কিছু আসবাবের ক্ষতি হয়েছে। কয়েক জন পুলিশকর্মী আহত হওয়ার পরে পুলিশ পাল্টা তাড়া করে হামলাকারীদের। ১২ জন ধৃত। অন্যদেরও খোঁজা চলছে।”
|
ভাগীরথীতে তলিয়ে যাওয়া ছাত্রের দেহ মিলল মামুদপুর এলাকায়। মঙ্গলবার বাবার সঙ্গে অগ্রদ্বীপ থেকে ভাগীরথী পেরিয়ে পাটুলি আসার পথে নৌকা থেকে পড়ে যায় পাটুলি উচ্চ বিদ্যালয়ের ছাত্র বাপ্পা ঘোষ (১৬)। তার বাড়ি পূর্বস্থলীর নতুনপাড়ায়। বুধবার গভীর রাত পর্যন্ত পূর্বস্থলী থানার পুলিশ তল্লাশি চালালেও তার দেহের খোঁজ মিলছিল না। বৃহস্পতিবার সকালে অগ্রদ্বীপের সাহেবনগর ঘাটের কাছাকাছি মামুদপুর ঘাটের কাছে ভাগীরথীতে ভেসে ওঠে দেহটি। বাপ্পার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ শনাক্ত করেন।
|
বার্নপুরে ছাত্র ‘আত্মঘাতী’, অভিযুক্ত স্কুল-অধ্যক্ষ |
স্কুলের অধ্যক্ষের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছে ছাত্র, এই অভিযোগে বার্নপুরের একটি ইংরাজি মাধ্যম স্কুলের প্রিন্সিপ্যালকে গ্রেফতারের দাবিতে হিরাপুর থানায় বিক্ষোভ দেখালেন ‘আত্মঘাতী’ ওই ছাত্রের পরিবারের লোকজন। পুলিশ জানায়, মৃতের নাম নিখিল অগ্রবাল (১৬)। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হিরাপুর থানায় লিখিত অভিযোগে ওই ছাত্রের পরিবারের তরফে দাবি করা হয়েছে, বৃহস্পতিবার স্কুলে নিখিল ও তার এক সহপাঠীর মধ্যে মারামারি হয়েছিল। সে কথা জানতে পেরে ওই ছাত্রকে নিজের ঘরে ডেকে পাঠান অধ্যক্ষ। সেখানে তাকে অত্যন্ত বকাবকি করা হয় এবং সাত দিনের জন্য সাসপেন্ড করা হয়। এমনকী, তার অভিভাবককে স্কুলে ডেকে তাকে ‘টিসি’ দেওয়ার হুমকিও দেওয়া হয়। এর পরে নিখিল বাড়ি চলে আসে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করেন বাড়ির লোকজনেরা। এই ঘটনা জানাজানি হতেই প্রতিবেশি ও নিখিলের আত্মীয়-স্বজনরা হিরাপুর থানায় অধ্যক্ষকে গ্রেফতারের দাবি জানিয়ে হিরাপুর থানায় বিক্ষোভ দেখান বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
|
এক মহিলাকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। আসানসোলের গোয়েন্দা প্রধান চন্দ্রশেখর বর্ধন জানান, শঙ্কর বর্মা ও মজেদ বাউরি নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, ৮ এপ্রিল রানিগঞ্জে এক মহিলার ক্ষতবিক্ষত দেহ মেলে। তদন্তে নেমে পুলিশ এই ঘটনায় জড়িত অভিযোগে শঙ্করকে প্রথমে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে মজেদের সন্ধান পায় পুলিশ।
|
বিয়েবাড়ির শোভাযাত্রার তুবড়ি থেকে আগুন লাগল রানিগঞ্জ পুরসভার কার্যালয়ের ছাদে রাখা খড়ে। বুধবার রাত সওয়া ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে। পুরপ্রধান অনুপ মিত্র জানান, পুর কার্যালয়ের পাশের রাস্তা দিয়ে একটি বিয়ের শোভাযাত্রা যাচ্ছিল। পুর কার্যালয়ের ছাদে দাবদাহের তাপ কমাতে খড় ছড়িয়ে রাখা ছিল। এই শোভাযাত্রা থেকে ফাটানো তুবড়ির আগুন ছিটকে খড় জ্বলতে শুরু করে। দমকলের একটি ইঞ্জিন ২০ মিনিটের চেষ্টায় আগুন নেভায়।
|
ডিপিএলের ৭ নম্বর ইউনিটের কনভেয়ার বেল্টে আগুন লাগল বৃহস্পতিবার দুপুরে। দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে আধ ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। তবে কর্তৃপক্ষ জানান, এই ঘটনায় ডিপিএলের বিদ্যুৎ উৎপাদনে কোনও ব্যাঘাত ঘটেনি। কী কারণে এই আগুন তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়। |