নির্মীয়মাণ আইকিউ সিটির সংযোগকারী রাস্তা নির্মাণের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল এলাকাবাসীর বিরুদ্ধে। বৃহস্পতিবার দুর্গাপুরের শোভাপুরে স্থানীয় চাষিরা বাধা দেন বলে অভিযোগ। চাষিদের দাবি, যে এলাকা দিয়ে রাস্তাটি গিয়েছে, সেই জমির উপরে চাষবাস করেন তাঁরা। বিকল্প জমি না পেলে তাঁরা রাস্তা তৈরি করতে দিতে রাজি নন। সে জন্যই এ দিন নির্মাণ কাজে বাধা দেন তাঁরা। খবর পেয়ে পুলিশ যায়। মহকুমাশাসক আয়েষা রানি এ এক জন ডেপুটি ম্যাজিস্ট্রেটকে ঘটনাস্থলে পাঠান। আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টি আপাতত মিটেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আইকিউ সিটির সঙ্গে ডিএসপি টাউনশিপের সরাসরি যোগাযোগ গড়ে তুলতে সাত কিলোমিটার লম্বা ও দেড়শো ফুট চওড়া একটি রাস্তা গড়ার পরিকল্পনা নেয় নির্মাণকারী সংস্থা। রাস্তার জন্য প্রয়োজনীয় জমির কিছু অংশ ডিএসপি-র। তবে ডিএসপি-র তরফে জানানো হয়, রাস্তা গড়ার জন্য ওই জায়গা এডিডিএ কাজে লাগালে আপত্তি নেই। এর পরেই বাম পরিচালিত পূর্বতন এডিডিএ বোর্ড সংস্থাকে রাস্তা নির্মাণের প্রয়োজনীয় অনুমোদন দেয়।
রাস্তা নির্মাণের কাজ সম্প্রতি শুরু হতেই নড়েচড়ে বসেন স্থানীয় চাষিরা। তাঁদের দাবি, দীর্ঘদিন পড়ে থাকা অব্যবহৃত জমিতে তাঁরা চাষ করেন। রাজ্যের নতুন সরকার ক্ষমতায় আসার পরে তাঁরা আশা করেছিলেন, তাঁদের থেকে ওই জমি কেড়ে নেবে না সরকার। এ জন্য তাঁরা সম্প্রতি দুর্গাপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এলে তঁর সঙ্গে দেখাও করতে চেয়েছিলেন বলে জানান। কিন্তু সে সুযোগ হয়নি। এর পরে বৃহস্পতিবার রাস্তার কাজ শুরু হতেই তাঁরা ঘটনাস্থলে পৌঁছে নির্মাণকর্মীদের বাধা দেন। চাষিদের পক্ষে ভানুপদ দাস, কৃষ্ণ রুইদাসেরা বলেন, “বিকল্প জমির ব্যবস্থা না হলে আমাদের না খেয়ে মরতে হবে।”
খবর পেয়ে পুলিশ আসে। শেষ পর্যন্ত আলোচনায় এ দিনের মতো সমস্যা মেটে। এসিপি (পূর্ব) কাজী সামসুদ্দিন আহমেদ জানান, নির্মাণকমীদের নিরাপত্তার কারণেই পুলিশ ওখানে গিয়েছিল। তবে আলোচনার মাধ্যমেই বিষয়টি মিটে যায়। |